আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমি সোহাগ ! আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !

★ NO – 1

আজকে যে ৩ টা বিষয়ে কথা বলবো আশা করছি তা আপনার কাজে লাগবে। যেকোনো ফটোর লেখা কপি, এডিট করার জন্য তো অনেক অ্যাপ পেয়ে যাবেন, তার মধ্যে বেশিরভাগ অ্যাপেই কয়েন জমানো লাগে, অ্যাডস দেখতে হয় ইত্যাদি। তো এই কাজটা আপনি খুব সহজেই অ্যাপ ছাড়াই করতে পারবেন এবং কোনো কয়েন জমানো, খুব বেশি অ্যাডস দেখার ঝামেলা নাই।

মনে করুন আপনি নিচের এই ছবির লেখা কপি করতে চান। এটাকে Actual Text এ Convert করতে চান, এবং সেটা এডিট করতে চান। তো এটা কি অ্যাপ ছাড়া সম্ভব? হ্যাঁ এটা সহজেই করা যাবে।

তো প্রথমে আপনি https://www.i2ocr.com/ ওয়েবসাইটে গিয়ে যে ফটোর লেখা কপি করতে চান সেটাতে যে ভাষা আছে, ওয়েবসাইটে Step 1 এ সেই ভাষা সিলেক্ট করুন।

তারপর Step 2 তে আপনার সেই ফটো সিলেক্ট করুন এবং যতটুকু প্রয়োজন ততটুকু Crop করে বা কেটে বেছে নিন।

এবং Step 3 তে Extract Text এ ক্লিক করুন।

ব্যাস ! আপনার কাজ হয়ে গেছে। এখানে আপনি Translate, Google Docs, Download এবং Copy করার অপশন পেয়ে যাবেন।

★ NO – 2

এই ওয়েবসাইট স্টুডেন্টস দের জন্য, প্রোজেক্ট তৈরির জন্য, অফিসের জন্য, অথরদের জন্য, ইউটিউবারদের জন্য ইত্যাদি ফটো এডিটিং এর জন্য উপকারী। বিশেষ করে আমরা যারা প্রায়‌ই টুকটাক ফটো এডিটিং করেন তাদের জন্য।

অনেক সময় আমাদের এমন কিছু ফটো প্রয়োজন হয় যেন সেটাতে কোনো ব্যাকগ্ৰাউন্ড না থাকে এবং আমাদের যেন আলাদা করে ব্যাকগ্ৰাউন্ড রিমুভ করার প্রয়োজন না হয়। যেমন অথরদের, ইউটিউবারদের জন্য Thumbnail তৈরিতে ইত্যাদি।

ওয়েবসাইটের লিঙ্ক : https://www.cleanpng.com/

তো এই ওয়েবসাইটে আপনি আপনার প্রয়োজনীয় ছবি খুব সহজেই পেয়ে যাবেন কোনো ব্যাকগ্ৰাউন্ড, ওয়াটার মার্ক ছাড়াই Full HD তে।

মনে করুন আপনার ল্যাপটপের ছবি প্রয়োজন কোনো ব্যাকগ্ৰাউন্ড ছাড়াই। তো আপনি এখানে এই ওয়েবসাইটে গিয়ে Laptop লিখে সার্চ করবেন। তারপর যেটা ভালো লাগবে সেটায় ক্লিক করবেন।

এবং ডাউনলোড করার জন্য Free Download লেখায় ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

★ NO – 3

এই ওয়েবসাইট অনেক ইন্টারেস্টিং। এটা আপনার জন্য নয় বাচ্চাদের জন্য কিন্তু আপনিও ব্যবহার করতে পারবেন।

যদি আপনার ড্রয়িং করতে ভালো লাগে তাহলে এই ওয়েবসাইট আপনার জন্য সেরা। এখানে আপনি ভুল ভাবে ছবি আঁকলেও অটোমেটিক ঠিক হয়ে যাবে।

ওয়েবসাইটের লিঙ্ক : https://www.autodraw.com/

তো প্রথমে আপনি ওয়েবসাইটে গিয়ে Start Drawing এ ক্লিক করুন।

তারপর আপনি সাদা এবং ফাঁকা স্ক্রীন দেখতে পাবেন। এখানে আপনি ইচ্ছামতো কিছু একটা আঁকবেন। আঁকার পর ওপরে দেখতে পাবেন আপনার আঁকা ছবি রিলেটেড সাজেশন।

আপনার পছন্দমত সাজেশনের যেকোনো একটায় ক্লিক করলে আপনার আঁকা ছবি অটোমেটিক সেরকম হয়ে যাবে।

আপনার ভুলভাল আঁকাও ঠিক হয়ে যাবে।

এবার আপনার আঁকা ছবি ডাউনলোড করতে ওপরের থ্রী ডট মেনুতে ক্লিক করুন।

তারপর ডাউনলোড লেখায় ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।

তো এই ছিলো আজকের ব্যবহার উপযোগী তিনটা ওয়েবসাইট।

আরও পড়ুনঃ টাইগার মুরগির খাবার তালিকা জেনে নিন

আরও পড়ুনঃ Facebook status bangla

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার Facebook I’d

15 thoughts on "[3 in 1] অ্যাপ ছাড়াই যেকোনো ফটোর লেখা কপি করুন, ছবির ব্যাকগ্ৰাউন্ড ছাড়াই প্রয়োজনীয় ছবি ব্যবহার করুন এবং খারাপ ছবি আঁকলেও অটোমেটিক ঠিক হয়ে যাবে।"

  1. Levi Author says:
    Google Lens is better than I2OCR. You can copy any text(any language) using Google Lens.
    1. Sohag21 Author Post Creator says:
      Thanks
    2. Levi Author says:
      Welcome.
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you
    1. Sohag21 Author Post Creator says:
      Welcome
  2. Shakib Expert Author says:
    owww, ai content er thumbnail toh 1 week agge Telegram e dekhe felsilam
    1. Sohag21 Author Post Creator says:
      হ্যাঁ আমি এগুলো দিয়ে বলেছিলাম যে কিভাবে এরকম এডিট করবেন সেটা নিয়ে পোষ্ট করবো।
  3. Aubdulla Al Muhit Contributor says:
    অসাধারণ লিখেছেন ভাই । যদিও লেখায় একটু ত্রুটি হয়েছে । ২নং এ দেখেন –

    স্টুডেন্ট হবে । আপনি লিখেছেন স্টুডেট । আবার লিখেছেন আমার যার । সঠিক হবে আমরা যারা । সংশোধন করার অনুরোধ জানাচ্ছি ।

    1. Sohag21 Author Post Creator says:
      অনেক ধন্যবাদ ভাই আপনাকে ?
    2. Sohag21 Author Post Creator says:
      বানান ভুলগুলো সংশোধন করলাম। ✅
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you

Leave a Reply