আসসালামু আলাইকুম।
আসা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।
আজকে সব ফোনের জন্য একটা বেস্ট ক্যামেরা নিয়ে আসলাম। এটা Gcam এর একটা ভার্সন। যাদের ফোনে Gcam Support করে তাদের ফোনে এটাও সাপোর্ট করবে। বেশি কথা বলতে চাই না। সরাসরি একশনে যায় চলেন।
তার আগে কিছু ডেমো পিক দেখে নিই
উপরের পিক গুলো দেখে বুঝতেই পারছেন স্টক ক্যামেরা আর জি-ক্যামের পার্থক্য। কী ভাবে সেটাপ করবেন দেখে নিই।
প্রথমে Gcam Fuse App টি Download করে নিন।
GCam Fuse 53.0 MB
এখন Gcam Fuse app টি ইন্সটল করে ওপেন করেন এবং পারমিশন গুলো ওন করে দিন।
Setup Process:
তারপর উপরের মাঝখানে ক্লিক করুন
স্ক্রল করে নিচের দিকে আসেন। এবং Configs বাটন এ ক্লিক করেন।
তারপর Save লিখাতে ক্লিক করেন এবং যেকোনো কিছু একটা লিখে Save বাটন এ ক্লিক করেন।
এই xml ফাইলটি Download করুন। তারপর আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করুন৷ সেখানে দেখেন Gcam নামে একটা নতুন ফল্ডার ক্রিয়েট হয়েছে।
তার ভিতোর Fuse নামে আরো একটি ফল্ডার আছে fuse ফল্ডার এর ভিতোর xml ফাইলটি পেস্ট করুন।
এবার Gcam Fuse ক্যামেরা app টি ওপেন করুন। তারপর নিচের দিকে শাটার বাটিনের বামে ২ বার ক্লিক করুন।
তারপর xml ফাইলটি সিলেক্ট করে Update বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ক্যামেরা ছবি তোমার জন্য প্রস্তুত হয়ে যাবে।
Video Tutorial :
কোথাও কোনো সমস্যা হলে আমাকে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন ।
Message me on Telegram
যারা bhoot.com শুনেন বা যারা ফ্রিতে bhoot.com এর প্রিমিয়াম এপিসোড গুলো শুনতে পারছেন না। তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সেখানে নিয়মিত bhoot.com এর সকল ঘটনা সহ আরো অনেক ঘটনা শেয়ার করা হবে।
আল্লাহ হাফেজ।
TR বা LMC হলে হয়তো চলবে।
আমি আরো অনেক দিন আগেথেকে Gcam 8.2 use kori
Divaice Realme 5i
Bhai gcam o khoje painai a30s er jonno.
Jodi thake gcam or gcam fuse tahole link dile khob upokar hoto
.
এইটা পড়েন।