আসসালামু আলাইকুম।
আসা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।
আজকে সব ফোনের জন্য একটা বেস্ট ক্যামেরা নিয়ে আসলাম। এটা Gcam এর একটা ভার্সন। যাদের ফোনে Gcam Support করে তাদের ফোনে এটাও সাপোর্ট করবে। বেশি কথা বলতে চাই না। সরাসরি একশনে যায় চলেন।

তার আগে কিছু ডেমো পিক দেখে নিই

উপরের পিক গুলো দেখে বুঝতেই পারছেন স্টক ক্যামেরা আর জি-ক্যামের পার্থক্য। কী ভাবে সেটাপ করবেন দেখে নিই।
প্রথমে Gcam Fuse App টি Download করে নিন।


GCam Fuse 53.0 MB


এখন Gcam Fuse app টি ইন্সটল করে ওপেন করেন এবং পারমিশন গুলো ওন  করে দিন।

Setup Process:

তারপর উপরের মাঝখানে ক্লিক করুন

তারপর Settings এ ক্লিক করুন

স্ক্রল করে নিচের দিকে আসেন। এবং Configs বাটন এ ক্লিক করেন।

তারপর Save লিখাতে ক্লিক করেন এবং যেকোনো কিছু একটা লিখে  Save বাটন এ ক্লিক করেন।

HToneF_Clarity.xml – 40 kb

এই xml ফাইলটি Download করুন। তারপর আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করুন৷ সেখানে দেখেন Gcam নামে একটা নতুন ফল্ডার ক্রিয়েট হয়েছে।

তার ভিতোর Fuse নামে আরো একটি ফল্ডার আছে fuse ফল্ডার এর ভিতোর xml ফাইলটি পেস্ট করুন।

এবার Gcam Fuse ক্যামেরা app টি ওপেন করুন। তারপর নিচের দিকে শাটার বাটিনের বামে ২ বার ক্লিক করুন।

তারপর xml ফাইলটি সিলেক্ট করে Update বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ক্যামেরা ছবি তোমার জন্য প্রস্তুত হয়ে যাবে।

Video Tutorial :

কোথাও কোনো সমস্যা হলে আমাকে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন ।

Message me on Telegram

 


যারা bhoot.com শুনেন বা যারা ফ্রিতে bhoot.com এর প্রিমিয়াম এপিসোড গুলো শুনতে পারছেন না। তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সেখানে নিয়মিত bhoot.com এর সকল ঘটনা সহ আরো অনেক ঘটনা শেয়ার করা হবে।


আল্লাহ হাফেজ।

42 thoughts on "মোবাইল এর জন্য সেরা একটি ক্যামেরা। ছবি উঠবে DSLR এর মতো"

  1. Levi Author says:
    ইন্সটল হইলো,সব পারমিশন দিলাম ওপেন করার পর,তারপর কিক মেরে বের করে দিলো।তারপর ওপেন করলে বের করে দেয়।?(Device: Infinix)
    1. zerox Author Post Creator says:
      এটা তাহলে আপনার ফোনে হবে না৷ আচ্ছা কালকে আপনার ফোনের Gcam নিয়ে আসবো নি ?
    2. Levi Author says:
      অনেক gcam ইন্সটল করেছি।কাজ হয়নি।Infinix সম্ভবত সাপোর্ট করে না।
    3. Lipon Islam Author says:
      Levi infinix e gcam support kore na..
    4. Zahidul Islam Contributor says:
      Gcam not support your phone brother
    5. Levi Author says:
      হ্যাঁ।তাই তো একটাও সাপোর্ট করে না।
  2. TAHER Author says:
    এটা ত সব ফোনে চলবে না মনে হয় ?
    1. zerox Author Post Creator says:
      সব ফোনেই চলার কথা…
    2. TAHER Author says:
      না মানে অনেকের সমস্যা হচ্ছে দেখলাম।
      TR বা LMC হলে হয়তো চলবে।
  3. Lipon Islam Author says:
    পোস্ট এর ছবি গুলো কি নাইট মোডে তোলা?
    1. zerox Author Post Creator says:
      না, সন্ধ্যার সময় এমনিই তোলা…।
  4. Raihan Author says:
    Apps Not installed
    1. zerox Author Post Creator says:
      Ok
  5. tohid12 Contributor says:
    Not working. Vivo y11
    1. zerox Author Post Creator says:
      এটাতে gcam support করে না।
  6. Tanvirislam Contributor says:
    পারলে Honor 9x lite জন্য একটা দেন
    1. zerox Author Post Creator says:
      আচ্ছা ভাউজান
  7. Sohag21 Author says:
    Samsung Galaxy M02 ফোনের জন্য লাগবে ? থাকলে দিন।
    1. zerox Author Post Creator says:
      ঠিক আছে
  8. abrno34 Author says:
    kinto Ei gholo maybe snapdragon processor kaj kore baki gholo thik moto kore na
    1. zerox Author Post Creator says:
      ?
  9. BSS SUMON ISLAM Contributor says:
    হচ্ছে না ভাই বের করে দেয়
    1. zerox Author Post Creator says:
      ওকে ভাই
  10. Sakhawat Hossain Contributor says:
    এগুলো সব মবাইলে সাপোর্ট করে না ভাই
    আমি আরো অনেক দিন আগেথেকে Gcam 8.2 use kori
    Divaice Realme 5i
  11. Md Momin Contributor says:
    Tecno ফোনের gcam থাকলে দিন
  12. Azazul Islam Contributor says:
    Savsung A13 6 gb ram. Ata leka ashe kno… App not installed as app isn’t compatible with your phone.
  13. RAKIB BHAI Contributor says:
    Bhai Galaxy A30 s ki support korbe?
    Bhai gcam o khoje painai a30s er jonno.
    Jodi thake gcam or gcam fuse tahole link dile khob upokar hoto
    .
  14. Rifat Bro Contributor says:
    সফটওয়্যার কাজ করে না বারবার স্টপ হয়ে যায় অ্যাপ থেকে বের করে দেয় সফটওয়্যারটি সমস্যা রয়েছে
  15. Shakib Expert Author says:
    magnificent but gcam niye post koriyen
    1. zerox Author Post Creator says:
      ইনশাআল্লাহ ভাইজান।
  16. Fahad Ibna Tuhin Contributor says:
    আমার redmi note 7 pro তে pic গুলো বেশি clear হয় না এবং ব্রাইটনেস অনেক থাকায় বেশি ভালো হয় না কিন্তু এটা এত clear + brightness control এমন সুন্দর হয় কেন ? অর্থাৎ gcam আসলে কি যার জন্য এত ভালো হয় ? ফোন gcam সাপোর্ট করলে company কেন stock camara তে এটি use kore na keno ?
    1. zerox Author Post Creator says:
      এটা নিয়ে বিস্তারিত লিখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
  17. Tasrif24 Contributor says:
    infinix phone a support kore na, jody paren tahole infinix er ta den
    1. zerox Author Post Creator says:
      https://trickbd.com/apps-review/801237

      এইটা পড়েন।

Leave a Reply