আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

বরাবরের মতো আবারও হাজির হলাম নতুন কিছু নিয়ে । কি টপিক সেটা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন।

Temp-Mail কি?

temp-mail বা temporary mail হচ্ছে এক ধরনের মেইল যেটা কিনা নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করা যায়। এটি অস্থানীয় কখন হাওয়া হয়ে যাবে কেউ জানে না।

টেম্পমেইল কোথায় ব্যবহার হয়?

আমরা সবাই বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করি এবং মাঝে কিছু সাইট ভিজিট করার জন্য মেইল দিয়ে account করতে হয়। তখন আপনি temp-mail ব্যবহার করতে পারেন। এছাড়াও বিভিন্ন কাজে টেম্প মেইল ব্যবহার করা হয়।

কিছু কথা :

আমরা সবাই temp-mail এর জন্য কিছু ওয়েবসাইট ব্যবহার করে থাকি। কিছু ওয়েবসাইট আবার premium আবার অনেক সময় temp-mail দিয়ে account করার access দেয় না। এতে একটু ঝামেলা পড়তে হয়। কিন্তু এই ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা আজ শেখাবো।

 

Termux দিয়ে নিজের ইচ্ছে মতো নাম এবং ইচ্ছে মতো ডোমেইন দিয়ে temp -mail তৈরি করুন সাথে সেই temp-mail এর মেসেজ রিসিভ করুন চলুন ট্রিকটা দেখা যাক।

প্রথমতঃ Termux কে আপডেট করে নিবো ।

pkg update -y

Termux কে আপগ্রেড করে নিবো।

pkg upgrade -y

 

 

 

Termux এ nodejs-its package ইনস্টল দিবো।

pkg install nodejs-lts

গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো।

git clone https://github.com/princekrvert/Temp-mail.git

Cd দিয়ে টুলসটি ভিতরে প্রবেশ করবো।

cd Temp-mail

এখন npm install দিবো।

npm install

এখন সব ফাইল গুলোকে পারমিশন দিবো।

chmod +x *

এখন যে নামে temp-mail খুলতে চান সেই নাম দিবেন।

node temp.js (username)

এখান থেকে যেকোন একটা ডোমেইন সিলেক্ট করবেন।

আমাদের temp-mail তৈরি হয়ে গেছে। এখন যদি কোন সাইটে account করেন এবং verify code আসে তাহলে এখানে দেখতে পারবেন সবোর্চ্চ একটা মেসেজ সো করবে। আপনাদের দেখানো জন্য আমি একটা মেইল করবো এই মেইলে ।

দেখতে যাচ্ছেন চলে আসচ্ছে।

এখন যদি আপনি termux ক্লোজ করে দেন আবার যদি সেইম নাম এবং সেইম ডোমেইন নেন তাহলে আগের temp-mail চলে আসবে। আমি জানি না এই মেইল কতদিন পর্যন্ত থাকবে।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

 

23 thoughts on "Termux দিয়ে কিভাবে ইচ্ছে মতো নাম এবং ডোমেইন দিয়ে Temp-mail Create করবেন এবং কিভাবে Temp-mail এর মেসেজ রিসিভ করবেন ।"

  1. Rakibuzzaman Contributor says:
    “ইচ্ছে মতো ডোমেইন দিয়ে temp -mail তৈরি করুন” কথাটার সাথে কতটা মিল আছে???
    1. abir Author Post Creator says:
      Temp-mail korar jonno apni 7 ta domain pacchen. Ekhane ki icce moto hoy na ..
  2. Rakib Author says:
    ভালো তবে প্যারামায়?
    1. abir Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মতামতের জন্য।
  3. Alimul Islam Author says:
    ভালো পোস্ট। অনেকের উপকারে আসবে
    1. abir Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মতামতের জন্য।
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    যদিও এটা সম্পর্কে জানি তবুও পোস্ট করার জন্য ধন্যবাদ
    1. abir Author Post Creator says:
      কবে থেকে জানেন termux এরটা ।
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      কিছুদিন আগে জেনেছি
  5. Md Mahabub Khan Author says:
    সত্যি? তাহলে তো মনের মত করে একটি জিমেইল তৈরি করতে হয়
    1. abir Author Post Creator says:
      জ্বী করি ফেলেন কিন্তু এই মেইল কতটা স্থায়ী তা জানা নাই। টেম্প হিসাবে উরাধুরা ব্যবহার করতে থাকেন।
  6. RedoneVai Contributor says:
    Termux দিয়ে কিভাবে ইচ্ছে মতো নাম এবং ডোমেইন দিয়ে Temp-mail Create করবেন এবং কিভাবে Temp-mail এর মেসেজ রিসিভ করবেন বাহ ল্যামার বাহ
    1. abir Author Post Creator says:
      ল্যামার কি ভাই ।
  7. Shakib Expert Author says:
    ai sytem er benefit ki? tempp-mail.org thekeo toh mail pai….

    Well Described But Jhamela process?

    1. abir Author Post Creator says:
      Kico site er temp-mail kico account er jonno access dey na tokhon Ei ta use korte paren. R random kora jay na Oi khane. Ekhne Seta kora Jay …asha kori bujte parcen
  8. Rakib Hasan Contributor says:
    ইচ্ছামত ডোমেইন তো হলোনা??
    1. abir Author Post Creator says:
      7 ta domain ki icce moto hoy na ..
  9. RJ Sohel Contributor says:
    ইছ্ছে মতো ডোমেইন??
    1. abir Author Post Creator says:
      7 ta domain ki icce moto hoy na vai
    2. RJ Sohel Contributor says:
      Na..
      Kmne icce moto holo?
  10. KawႽαᖇ AӀɑო Contributor says:
    ইচ্ছামত ডোমেইন 7 LOL Bro..
    1. abir Author Post Creator says:
      asolei lol bro ………

Leave a Reply