আশাকরি ঈদে এক মজার সময় কাটালেন আপনারা।আমিও কাটালাম।সবাই ভাল আছেন।

কিছুদিন ছিলাম না ট্রিকবিডিতে আবার হয়তো হারিয়ে যাব নিজের কাজে।

নোট:- Data backup রাখবেন।(যদি আপনি কাজটা না পারেন তাইলে সব ডিলিট হয়ে যাবে)

তাইলে শুরু করা যাক।

১. হ্যা প্রথমে আপনার ড্রাইভ এর প্যাথ/path দেখে নিন।যেমন:- c Drive D Drive e Drive CD Drive etc.আপনার পেনড্রাইভ এর টা নোট করুন।

২.এবার কম্পিউটারের Start Button এ ক্লিক করুন।আর সার্চ করুন CMD লিখে।


পেয়ে গেলেন।

৩.ওপেন করুন।এরকম পাবেন।

৪.এবার টাইপ করুন chkdsk G: /f । (এখানে G টা হলো ড্রাইভের path আর আপনি আপনার কাংক্ষিত ড্রাইভ এর path টা সেখানে দিবেন।)

এবার ইন্টার প্রেস করুন।

৫.এবার আসল কাজ। আবার CMD তে টাইপ করুন Convert H: /FS:NTFS এবার ইন্টার প্রেস করুন।

৬.ব্যাস কাজ শেষ।এবার আপনার কাংক্ষিত ড্রাইভ এর Properties এ গিয়ে দেখুন।

আশাকরি কাজ হয়েছে।ভাল লাগিলে কমেন্ট করিবেন।এতে আমার উৎসাহ বাড়বে।

One thought on "পেনড্রাইভের ফরমেট FAT32 থেকে NTFS করুন।পেনড্রাইভের কোনো প্রকার ডেটা ডিলিট হবে না।"

Leave a Reply