Howdy Everyone,
আমরা সকলেই জানি যখন আমরা আমাদের ডিজাইনে গ্রাফিক্স ইলাস্ট্রেশন ব্যাবহার করি। ডিজাইনটার লুক + কথা বলা সব কিছুই জেনো অন্য মাত্রা পেয়ে যায়। দেখতেও অনেক বেশি সুন্দর লাগে।আজকে আমরা এমনি দুইটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো এবং শিখাবো কিভাবে এটিকে সঠিকভাবে ব্যাবহার করতে হয়।
স্টোরি সেট থেকে গ্রাফিক্স ইলাস্ট্রেশন ডাউনলোড করতে কোন রকম টাকা লাগে না। এবং এখানে অনেক ধরনের স্টাইল আছে যেমনঃ Rafiki,Bro,Amico,Pana, আরও অনেক । এই স্টাইল গুলো ডিজাইন একই রাখতে অনেক বেশি সাহায্য করে।
₪ কাস্টমাইজ Process ₪
স্টোরি সেট ব্যাবহার করা অনেক সহজ। তবুও কিভাবে ব্যবহার করতে হয় তার সংক্ষিপ্ত ধারণা দেয়া হলো
- প্রথম এ গ্রাফিক্স ইলাস্ট্রেশন চুস করেন তারপরে ক্লিক করেন। (আপনি চাইলে সার্চ করেও খুঁজে নিতে পারেন)
- তারপরে নিচের দিকে থেকে স্টাইল চুস করে নিতে পারেন।
- কালার এডিট করুন, যে লেয়ার গুলার দরকার নেই বন্ধ করে ফেলতে পারেন, আরও অনেক সেটিং আছে করে নিতে পারেন।
- যখন এডিট করা শেষ হয়ে যাবে SVG অথবা PNG ফরম্যাটে ডাউনলোড করে ফেলুন।
- আপনি যদি এনিমেশন দিতে চান তাহলে এনিমেশন এ ক্লিক করুন।
- তারপরে আপনি চাইলে তা HTML,GIF অথবা MP4 এ এক্সপোর্ট করতে পারবেন।
Courtesy- MSB
এই Site এর কথা আমি Trickbd র Comment Section এ অনেক সময়ই Mention করেছি, এটিও Huge Illustrator Collection সমৃদ্ধ Site তবে Story Set এর মত Customization Process এইখানে নেই, SVG আর PNG format এই Download Possible.
Conclusion
4 thoughts on "ফ্রি Illustrator art Collection Website"