আসসালামু আলাইকুম !
ট্রিকবিডির সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !
আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !
আমাদের সবার ফোনেই কম বেশি অ্যাপস ইনস্টল করা থাকে। যার মধ্যে বেশ কিছু অ্যাপস আমাদের প্রতিদিন ব্যবহার হয়।
অনেক সময় আমাদের দরকারি সেই অ্যাপাগুলো App Drawer এ খুঁজতে ঝামেলা হয়, যেমন নতুন কোনো অ্যাপস বা গেম ইনস্টল করার পর আগের দরকারি অ্যাপস খুঁজতে একটু সমস্যা হয়।
এখন চাইলে আপনার দরকারি অ্যাপস খুঁজতে আপনাকে আর বেশি খোঁজাখুঁজি করা লাগবে না, সার্চ করাও লাগবে না।
আপনার অ্যাপস গুলো হোম স্ক্রিন এ পেয়ে যাবেন খুব সহজেই। এর জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটা আপনি play store এ পেয়ে যাবেন।
এই অ্যাপ এর নাম হলো Pinned Shortcuts
প্রথমে অ্যাপ ওপেন করে আপনি Add apps এ ক্লিক করুন।
তারপর আপনার সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ বা গেম সিলেক্ট করে Place on Home Screen করে দিন।
ব্যাস ! আপনার কাজ শেষ। এখন আপনি অ্যাপ থেকে বেরিয়ে যান।
এবার আপনি Pinned Shortcuts অ্যাপ টা আপনার ফোনের হোম স্ক্রিন এ আনুন আর সেটার ওপর টাচ করে কিছুক্ষণ ধরে থাকুন। তাহলেই আপনার অ্যাপগুলো পেয়ে যাবেন সহজেই।
এই সিস্টেম অনেক সময় অনেকেই দরকার হয়। নিচের লিংক থেকে অ্যাপ টা ডাউনলোড করে নিন।
আরো পড়ুনঃ ↓↓↓
কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই – ২০২২
দারাজ থেকে পণ্য কেনার নিয়ম এবং দারাজ অনলাইন শপিং ১১ ১১ সম্পর্কে বিস্তারিত
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?
কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d
7 thoughts on "হাতের নাগালে পাবেন আপনার দরকারি অ্যাপস!"