আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।
২য় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এমন ১০ টি Photo editor সম্পর্কে কথা বলবো যেগুলোর ফিচার অনেক এবং এগুলো আপনাদের ভিতরে অনেকেই হয়তোবা ব্যবহার করেননি।
না আমি Adobe Photoshop, lightroom, pixellab, picsart ইত্যাদি এগুলোর কথা বলবো না। এগুলোর বাইরেও Playstore এ যেসব ভালো ভালো Photo editor রয়েছে আজ সেগুলো নিয়েই আলোচনা হবে।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।
1) App Name : Pixelcut
App Size : 16 MB
App developer : Pixelcut Inc
App Released Date : 27 Sept 2021
Required OS : Android 6.0 and Up
App Link : Playstore
এই App টির মাধ্যমে আপনি অনেক কিছুই করতে পারবেন। এর মাধ্যমে আপনি background remove, magic eraser, artificial art, batch edit, colleges, product photo, profile photo, resize photo, filter, outline সবই করতে পারবেন।
এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ভিডিও টুলস পেয়ে যাবেন। video to gif, trim video, video speed, QR code ইত্যাদির অপশনও রয়েছে।
ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এর সাথে বিভিন্ন ধরনের ছবি টেক্সট ব্যাকগ্রাউন্ড যোগ করে নিতে পারবেন।
ক্যানভাস রিসাইজ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারবেন। অনেকগুলো আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করতে পারবেন।
ম্যাজিক ইরেজার এর মাধ্যমে বিভিন্ন ধরনের অবজেক্টকে রিমুভ করে দিতে পারবেন। batch edit এর মাধ্যমে একসাথে অনেকগুলো ছবিকে একসাথে নিয়ে এডিট করতে পারবেন।
এছাড়াও এই অ্যাপটির মাধ্যমে আপনি আলাদা করে প্রোফাইল পিকচার এডিট করতে পারবেন তার সাথে এর ব্যাকগ্রাউন্ড এডিট সহ অন্যান্য অনেক কিছু করতে পারবেন।
এছাড়াও এখানে অনেক ধরনের ফিচার রয়েছে। ছবির বিভিন্ন ফিল্টার সহ বিভিন্ন ধরনের আউটলাইন আপনি পরিবর্তন করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে।
এছাড়াও এর সাথে ফটো এডিং এর পাশাপাশি আপনি ভিডিও এডিটিং ও করতে পারবেন। অসাধারণ একটি অ্যাপ অবশ্যই ট্রাই করে দেখবেন।
এপটির কিছু স্ক্রিনশট নিচে দেওয়া হলঃ
2) App Name : 3D modelling app – sculpt and draw
App Size : 57 MB
App developer: 3D modeling apps
Required OS : Android 5.1 and up
App Link : Playstore
Link share করা যাচ্ছে না কারন এই App টি এখনো Early Acces এ আছে। আপনি সার্চ করলেই পেয়ে যাবেন।
কখনো কি ভেবে দেখেছিলেন যে আপনি মোবাইল দিয়েই 3D Modeling এর কাজ করতে পারবেন?
হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। এখন থেকে আপনি মোবাইলের সাহায্যে থ্রিডি মডেলিং এর কাজ করতে পারবেন। এর জন্য আপনার অনেক হাই এন্ড স্পেক্ট ওয়ালা মোবাইলের প্রয়োজন নেই।
আপনি আপনার মোবাইল দিয়েই এ কাজগুলো করতে পারবেন। তাই বলে এত খারাপ স্পেকস ওয়ালা মোবাইলে করতে পারবেন এ চিন্তা করবেন না।
যাই হোক, এখানে আপনাকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছু বেসিক কাজগুলো অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। এপটি চালু করার পর থেকেই আপনাকে সব কাজগুলো বুঝিয়ে দেওয়া হবে।
যারা থ্রিডি মডেলিং এর কাজ শুরু করেছেন কিংবা যারা আগে থেকেই পারেন দুজনেরই কোনো অসুবিধা হবে না বলে আশা করছি।
একদম ব্যাসিক কাজগুলো ভালোভাবেই করতে পারবেন বলে আশা করা যায়। আপনার ডিভাইস যত ভালো হবে আপনি তত ভালই কাজগুলো করতে পারবেন।
এখানে আপনি Fast workflow, Vertex tools for 3d geometry, Edge tools, Face tools, Object tools, Sculpting tools, Display tools, Display info, Coloring, Additional tools, Export & import .obj files এসব কিছুই ব্যবহার করতে পারবেন।
আশা করছি কারো না কারো অবশ্যই কাজে আসবে এপ্লিকেশনটি।
এপটির কিছু স্ক্রিনশট নিচে দেওয়া হলঃ
3) App Name : Camera FV-5 & FV-5 Lite
App Size : 10 MB
App developer : FGAE Apps
App Released Date : 8 March 2012
Required OS : Android 4.3 and Up
App Link : Playstore
একটি ভালো ক্যামেরা এপ্লিকেশন সাজেস্ট করছি। যারা প্রো লেভেলের ছবি তুলতে ইচ্ছুক কিন্তু মোবাইলের ডিফল্ট ক্যামেরা অ্যাপ টি ততটা ভালো নয় তাদের জন্য এই অ্যাপটি সাজেস্ট করব।
এখানে আপনি প্রো লেভেলার তুলতে পারবেন অ্যাপটির মাধ্যমে। কেননা এখানে প্রতিটি photographic parameters গুলো adjustable।
exposure compensation, ISO, light metering mode, focus mode, white balance and program mode সব এখানে পেয়ে যাবেন।
এখানে DSLR এর মত viewfinder display রয়েছে। exposure time, aperture, stop display with av এবং bracketing settings ও আছে।
Full fledged exposure bracketing রয়েছে যেখানে ৩ থেকে ৭ টি ফ্রেম unlimited stops spacing, plus custom EV shifting এর মাধ্যমে ক্লিক করতে পারবেন।
আরো আছে Built-in intervalometer, Program and Speed-priority modes, long exposure support, Manual shutter speed, JPEG, true 16-bit RAW in DNG format এবং প্রতিটি Camera function আপনি ভলিউম কি দিয়েও কন্ট্রোল করতে পারবেন।
এছাড়াও আছে Digital zoom, Autoexposure (AE-L), Autofocus lock feature (AF-L), infinity focus modes, Autofocus, macro, touch-to-focus, true manual focus।
আপনি যদি সবকিছুর ব্যবহার সঠিকভাবে জানেন তাহলে আপনি অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন এই এপ্লিকেশনটির সাহায্যে।
না জানলেও সমস্যা নেই। নিজে নিজে চেষ্টা করে করে সব শিখে নিতে পারবেন।
এপটির কিছু স্ক্রিনশট নিচে দেওয়া হলঃ
4) App Name : StoryArt
App Size : 59 MB
App developer : ryzenrise
App Released Date : 10 August 2018
Required OS : Android 5.0 and up
App Link : Playstore
অনেকেরই পছন্দের একটি ফটো এডিটিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন রয়েছে অনেকগুলো ফিল্টার যার মাধ্যমে আপনি আপনার ছবিকে আরও অনেক সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
এখানে আছে দুই হাজার টিরও বেশি স্টোরি টেমপ্লেট। বিশেষ করে যারা ইনস্টাগ্রাম রিয়েলস এবং ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেদের ছবি কিংবা ভিডিও আপলোড করে থাকেন তাদের জন্য এটি একটি আদর্শ অ্যাপ হতে চলেছে।
কেননা এই অ্যাপটির সাহায্যে আপনি ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের রিলিজ এবং ফটো এডিটিং এর কাজ অনেক সহজেই এবং অনেক ভালোভাবে করতে পারবেন।
instagram এর ছবি এডিটিং ছাড়াও আপনি এখানে বেসিক থেকে শুরু করে এডভান্স লেভেলের ফটো এডিটিং করতে পারবেন।
এখানে ৬০টিরও বেশি থিম রয়েছে যার ভিতরে আপনি পাবেন colors, including Film, Retro, Minimalism, Polaroid, gbox সহ আরো অনেক থিম।
এছাড়া এখানে আছে 120+ Highlight Cover icons and sticker। আপনি এখানে বিভিন্ন ধরনের টেক্সট ও ফন্ট এডিট করতে পারবেন। sun blind effect, filter, Adjust video speed, trendy effect সহ অনেক কিছু এখানে আপনি পেয়ে যাবেন ব্যবহার করার মত।
এখানে রয়েছে Professional editing tools, collages, layout, icons, logos, hype type fonts সহ আরো অনেক কিছু যার মাধ্যমে আপনি আপনার ছবির কোয়ালিটি আরো অনেক বাড়িয়ে তুলতে পারবেন।
এপটির কিছু স্ক্রিনশট নিচে দেওয়া হলঃ
5) App Name : Mostory – Story Maker For IG
App Size : 56 MB
App developer : cerdillac
App Released Date : 19 October 2018
Required OS : Android 5.0 and up
App Link : Playstore
এই অ্যাপটি আগের মত একেবারেই নয়। যদিও অ্যাপটি তৈরি করা হয়েছে ইনস্টাগ্রামের জন্য কিন্তু আপনি চাইলে এখানে বিভিন্ন স্টাইলের ছবি এডিট করতে পারবেন।
যারা সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো ছবি আপলোড করতে চান এবং সেই ছবিগুলোর এডিটিং যেন সহজেই করতে পারেন এমন কোনো এপ্লিকেশন চান কিন্তু ভালো কোনো এপ্লিকেশন খুজে পাচ্ছেন না তারা এই এপ্লিকেশন টি ট্রাই করে দেখতে পারেন।
আপনি যদি কোনো business পেজ চালিয়ে থাকেন তবে এই এপটি আপনাকে অনেক কাজে দিবে। কারন আপনি চাইলে অনেক ভালো ভালো প্রোডাক্ট এর ছবি ডিসাইন করতে পারবেন এই এপ্লিকেশনটির সাহায্যে।
এখানে আপনি প্রচুর Templates, Colour, Text Font, Filter, Frame, Music, Sfx, Text animation, logo animation ইত্যাদি পেয়ে যাবেন। যারা digital marketing field এ আছেন তাদেরও অনেক কাজে দিবে এপটি।
এপটির কিছু স্ক্রিনশট নিচে দেওয়া হলঃ
আশা করছি এপসগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো না লাগলে ইগনোর করবেন
ধন্যবাদ।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম,
THIS IS 4HS4N
LOGGING OUT….
6 thoughts on "(Part-2) Android এর জন্যে কিছু Multi Featured Photo Editor"