আসসালামু আলাইকুম।
ট্রিক বিডিতে আপনাদেরকে স্বাগতম।
আশা করি সকলেই ভাল আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে যেসব ফোনে ফেসবুক মেসেঞ্জারের চ্যাট হেড শো করে না সেসব ফোনে Chat Head Enable করবেন।

কেননা আমাদের অনেকেরই Chat Head ফিচারটি অনেক পছন্দ কিন্তু Bubble ফিচারটি তেমন একটা পছন্দ না।
কিন্তু বিশেষ করে Android Version 12 এর ফোন গুলোতে Chat head এর পরিবর্তে Bubble Message ফিচারটি থাকে।

তাহলে শুরু করি:-

আমরা এই সমস্যাটির সমাধান করব একটি Xposed মডিউল দিয়ে মডিউলটির নাম হচ্ছে : Chat Head Enabler

আপনারা এটি যে কোন Xposed ফার্মওয়্যার থেকে ব্যবহার করতে পারেন যেমন: EdXposed,LSPosed.

কিভাবে করবেন?

এখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করুন এরপর Xposed Manager থেকে Enable করে জাস্ট ফোনটি রিবুট করুন।

তারপর মেসেঞ্জার অপেন করে দেখুন নিচের স্ক্রিনশটের মতো Bubble এর পরিবর্তে আপনার Chat Head ফিচারটি চলে এসেছে।

ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফিজ।

ফেসবুকে আমি
টেলিগ্রামে আমি

26 thoughts on "[Xposed] যেসব ফোনে Messenger এর Chat Head এর পরিবর্তে Bubble আসে সে সব ফোনে Chat Head চালু করুন।"

  1. Roach-backed Contributor says:
    laptop a chat head hoi na .sms er reply dite hole messenger er vitor jeete hoy
  2. IH Rony25 Contributor says:
    Sokol version a kaj korba
    1. IH Rony Contributor says:
      ager ta delete kora install dino
  3. Hossain01 Contributor says:
    পরে আবার পূর্বের অবস্থায় ফিরে যাব কিভাবে?
    1. মডিউলটি আনইন্সটল করে দিন
  4. PKRockzzz Contributor says:
    Thanks,,Eita kaj kore
  5. MD Masum Billah Contributor says:
    root lagbe naki?
    1. শুধু এক্সপোজড
  6. mdimam hossein Contributor says:
    এটা আমার ফোনে কাজ করছে না পোকো এম টু
    1. Xposed e enable krchen?
  7. nadia10 Contributor says:
    ফালতু post
  8. mr silent Contributor says:
    Chat head enable করার পর অ্যাপ uninstall করে দিলে কি chat head অপশনটি থাকবে?
    1. না আবার চলে যায়,এটা খুবই ছোট অ্যাপ মাত্র কয়েক কিলোবাইট সাইজ।
  9. ????? ???? ??. Contributor says:
    – ভাই আরো বিস্তারিত হলে ভালো হতো ?

    এখনো করতে পারলাম না ?
    ভিডিও করে দিলে খুব ভালো হতো ভাই ??

    1. কোনটা বোঝেননি ভাইয়া? বলুন, বোঝানোর চেষ্টা করবো।
  10. Alok biswas Contributor says:
    এটা কি রুটেড ফোনের জন্য?
    1. রুটেড না হয়ে শুধু xposed হলেও কাজ হবে
  11. MD Musabbir Kabir Ovi Author says:
    ধন্যবাদ ভাই বিষয়টি বুঝানোর জন্য
    1. স্বাগতম ভাইয়া
  12. mdimam hossein Contributor says:
    ভাই enable করছি তাও হচ্ছে না
    1. তাইলে আপনার ফোনের Firmware এ সাপোর্ট করেনা।
  13. Rimon Miah Contributor says:
    Root ছাড়া Exposed install করা যায়?
  14. Harun Molla Contributor says:
    ভাই আমার Motorola Moto G34 মডেল দয়া করে জানাবেন কাজ করবে কিনা। EdXposed ডাউনলোড দিলাম ১৪ ভার্সন এ কাজ করবে না দেখাচ্ছে। দয়া করা কোন পরামর্শ থাকলে https://www.facebook.com/Harun.Molla.015?mibextid=ZbWKwL মেসেঞ্জার এ একটা মেসেজ দিন কথা বলবো ভাই

Leave a Reply