আসসালামু আলাইকুম
Howdy ,
অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু নিয়ে তো চলুন শুরু করা যাক ।
আমরা tools এর সাহায্যে termux হোম পেইজ ডিজাইন করে থাকি কিন্তু আজকে আমরা নতুন নিয়মে হোম পেইজ ডিজাইন করবো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক ।
প্রথমে আমরা termux এ চলে যাবো ।
প্রথমে Termux কে আপডেট করে নিবো
pkg update -y
এখন আমরা python প্যাকেজ ইনস্টল করে নিবো ।
pkg install python
এখন আমরা python এর pip lolcat ইনস্টল করবো
pip install lolcat
Home এর জন্য একটা bash ফাইল তৈরি নিবো ।
touch . bashrc
এখন bash ফাইলকে nano দিয়ে edit করবো ।
nano .bashrc
এই রকম দেখতে পাবো এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী কোড করে নিবো ।
১ম লাইন , বর্তমানটাকে বাদ দিবো তাই clear লিখবো ।
২য় লাইন , আমরা একটা কমান্ড এর ভিতরে সব লিখবো । echo” লিখে কোটেশনের ভিতরে যা ইচ্ছে লিখবেন ‘’। লিখা শেষ হলে ( । lolcat ) লিখে শেষ করে দিবো ।
৩য় লাইন , ইচ্ছে হলে দিবেন , যদি দেন তাহলে (Abir ) নাম পরিবর্তন করে নিবেন ।
এখন আমরা ফাইলটা সেইভ করবো তাই CTRL+S দিবো ।
এখান থেকে বের হবার জন্য CTRL+X দিবো ।
এখন close করে আবার ওপেন করেন তাহলে রেজাল্ট দেখতে পারবেন ।
PS1=’\[\e[31m\]┌─[\[\e[37m\]\T\[\e[31m\]]──\e[1;93m[Abir]\e[0;31m──[\#]\n|\n\e[0;31m└─[\[\e[31m\]\e[0;35m\W\[\e[31m\]]──► \e[1;92m’
ASCII Text এর জন্য এখান থেকে নিতে পারেন : Website
তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।
8 thoughts on "কোন রকম টুলস ছাড়া Termux এর ব্যানারে নিজের নাম বসান ।"