ধাপ-১ঃ প্রথমে এডগার্ড হোম এর গিটহাব রিপোজিটরি থেকে সর্বশেষ রিলিজ এর জিপ ফাইল ডাউনলোড করুন।

Github Repo Link: এখানে
Direct Latest Release Link: এখানে
[গিটহাব এর রিলিজ ট্যাব এ অনেক ধরণের ভার্শন পাবেন। সেখান থেকে শুধু AMD64 ভার্শনটা আধুনিক সব পিসির জন্য। ARM64, AMD64, X86 এর মধ্যে পার্থক্য বুঝতে চাইলে এই লিংক ঘুরে দেখতে পারেন!]

বিশেষ দ্রষ্টব্যঃ ৩২বিট এর কোন প্রসেসর যুক্ত পিসি/ল্যাপটপে এডগার্ড হোম চলবে না!

ধাপ-২ঃ ডাউনলোড করা জিপফাইলটা আপনার ডিস্ক এর এখন এক লোকেশন এ রাখুন যাতে ডিলেট না হয়! এর জন্য C Drive(সিস্টেম ড্রাইভ এর আলাদা একটা ফোল্ডার করে রাখতে পারেন। এখন, জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে জিপ ফাইলটা ডিলেট করে দিতে পারেন।

ধাপ-৩ঃ যে ফোল্ডার এ জিপফাইল এর কন্টেন্ট রাখছেন সে ফোল্ডার কমান্ড প্রোমট(CMD) run as administrator দিয়ে রান করে নেভিগেট করে যাবেন। তারপর এই কমান্ড টা দিবেনঃ AdGuardHome.exe -s install


ধাপ-৪ঃ এখন আপনার লোকালহোস্টে এর ৩০০০ পোর্টে ঢুকে সেটআপ করবেন! 127.0.0.1:3000 বা localhost:3000 আপনার ব্রাউজারে ঢুকলেই সেটআপ শুরু হয়ে যাবে।

বেশি করা না লিখে পর্যায়ক্রমে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। সব ডিফল্ট রেখে দিবেন। কিছু চেঞ্জ করার দরকার নাই। আর, আপনি যদি বুঝেন আপনি কী করতেছেন তাইলে করতে পারেন!


ধাপ-৫ঃ এখন হচ্ছে মেইন কাজ। আপনার সিস্টেম এর ডিএনএস পরিবর্তন করে এডগার্ডহোম এর ডিএনএস সেটআপ করতে হবে! আপনি চাইলে, http://localhost/#guide > Windows এর ইন্সট্রাকশন পড়ে নিজেই সেটআপ করতে পারবেন। মেইন ডিএনএস এ 127.0.0.1 আর বিকল্প ডিএনএস এ রাউটার এর ইন্ডপয়েন্ট দিতে পারেন চাইলে। যদিও জরুরি না! এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি ওয়াইফাই ব্যবহার করেন তাইলে ওয়াইফাই, আবার ইথার ব্যবহার করলে ইথার এর ডিএনএস পরিবর্তন করবেন।

এখন এরকম দেখবেনঃ

বিশেষ সতর্কতাঃ যদি আপনার এডগার্ড ডিএনএস সার্ভিস সিস্টেম চালু হবার সাথে সাথে চালু না হয় তাহলে কিন্তু ইন্টারনেট কাজ করবে না যেহেতু সব ট্রাফিক লোকালহোস্ট হয়ে যাওয়া লাগে!

সর্বশেষ ধাপঃ আপনি চাইলে নিজের ইচ্ছামত ফিল্টার ব্যবহার করতে পারেন। আমি কিছু ফিল্টার এর লিস্ট দিয়ে দিচ্ছি।

https://raw.githubusercontent.com/notracking/hosts-blocklists/master/adblock/adblock.txt

https://easylist.to/easylist/easylist.txt
এরকম অনেক লিস্ট পাবেন। ফিল্টার এ এড করে দিলেই হবে।

অতিরিক্ত প্রশ্ন থাকলে মতামত বক্সে জানাতে পারেন! সময় পেলে রিপ্লাই করবো।

12 thoughts on "উইন্ডোজ এ সিস্টেমওয়াইড এডব্লক করার উপায়| AdGuard Home"

  1. Abdus Sobhan Author says:
    Atir subidha/osubidha somporke kichu line likhle aro valo hoto.
    Thanks For Post.
    1. Abu Sayed Contributor Post Creator says:
      সুবিধাঃ উইন্ডোজে কোন ধরনের এড দেখবেন না! অনেক সাইট ব্রাউজ করতে গেলে ফোর্স করে এডব্লক এক্সটেনশন এ হোয়াইটলিস্ট করা লাগে! কিন্তু, সিস্টেমোয়াইড এড ব্লক করলে তখন এড না দেখেও সাইট ভিজিট করতে পারবেন! তবে, যারা মেইন ডোমেইন(ফেসবুক/ইউটিউব) এর মাধ্যমে এড সার্ভ করে তাদের এড ব্লক করার জন্য ব্রাউজার এক্সটেনশন লাগবে! অন্য একদিন লিখবো।
  2. Rohan Contributor says:
    পরে কেউ যদি vpn ব্যাবহার করতে চায় বা করে, তখন কি হবে! vpn কি চলবে? ip কি চেঞ্জ হবে?
    1. Abu Sayed Contributor Post Creator says:
      হাঁ, চলবে। আপনি যখন একটা রিকুয়েস্ট পাঠাবেন তখন এটা আপনার আইএসপি থেকে ভিপিএন সার্ভার এ যাবে। সেখান থেকে আপনার কাংখিত সার্ভার থেকে ড্যাটা আবার আপনার ভিপিএন সার্ভার এ আসবে। সেখান থেকে আপনার পিসিতে আসবে। পিসিতে আসার পর এডগার্ড হোম ডোমেইন চেক করবে আপনার সামনে আপনার কাংখিত ড্যাটা দেখাবে।

      তবে, প্রায় সব পেইড ভিপিএন এ এডফিল্টার আছে বা কনফিগার করা যায়! অথবা, ক্লাউড ডিএনএস ব্যবহার করতে পারেন।

  3. Naim Siddique Author says:
    আপনার জন্য শুভকামনা রইল।
  4. najmul421 Contributor says:
    Vai, apnar pc te je taskbar e internet, gpu, cpu running show hocche oitar app er link ta diben please.?
    1. Abu Sayed Contributor Post Creator says:
      Github Link: https://github.com/zhongyang219/TrafficMonitor/blob/master/README_en-us.md

      এভাবে সেটআপ করার জন্য পরে কোন একসময় লিখবো।

  5. Levi Author says:
    Installation প্রক্রিয়াটা আরেকটু বিস্তারিত দেখাতে পারতেন। তবু, চেষ্টা করে দেখি।
    1. Abu Sayed Contributor Post Creator says:
      পারবেন! জিপ ফাইলটা ডাউনলোড করে রান করে সিএমডি দিয়ে ইন্সটল দিবেন। আর, লোকালহোস্ট এ ঢুকে সেটআপ করে নিবেন।
  6. MD Musabbir Kabir Ovi Author says:
    Oh Vai besh Valo laglo ?
  7. TareqT Contributor says:
    AdBlock extention jemon YT er ad block korte pare eta ki parbe? Ami dekechi j apni bolesen ad block er theke eta better karon onek site a ad blocker off na korle browse kora jaina bhalo but ami jante cassi eta ki youtube er ad block korte parbe naki site er only popup ad gulo?
    1. Abu Sayed Contributor Post Creator says:
      না! ইউটিউব এ প্রায় সব এড বন্ধ হলেও কিছু কিছু এড দেখাবে! কারণ, তাদের মূল ডোমেইন থেকে এড সার্ভ করে। ফেসবুক এর ক্ষেত্রে আলাদা এড ব্লকার লাগবে! জায়ান্ট এসব কোম্পানি প্রায় ই তাদের এড সার্ভিং টেকনোলজি পরিবর্তন করে! ফেসবুক এর ফিড এড+আজাইরা জিনিস মুক্ত রাখার জন্য টেম্পরমাঙ্কি/গ্রিজমাঙ্কি+ক্লিন মাই ফিড ব্যবহার করতে পারেন! এছাড়া, আপনি এডব্লক হোম এর প্যানেল এ ডিএনএস রেকর্ড দেখতে পারবেন।

      https://file.coffee/u/YJsfMUabjSLIhOnZGcmXb.png

      ক্লিন মাই ফিডঃ https://file.coffee/u/0WnGZxTVEtNjZhngfguLe.png

Leave a Reply