USD সেল করে নিজের দেশীয় মুদ্রাতে যদি পেমেন্ট নিতে চান হতে পারে এটা একটা সহজ সমাধান চলুন দেখে নেই বিস্তারিত।

 

আমরা যারা GPT সাইট এ কাজ করি তারা গিফট কার্ড এর সাথে কম বেশী সবাই পরিচিত যেমন তা হতে পারে Amazon, Google Play, Itunes, Netflix Etc.

 

 

 

তবে প্রবলেম টা শুরু হয় যখন গিফট কার্ড হাতে চলে আসে কিন্তু সেল করার সঠিক জায়গা টা খুজে না পাওয়া। তাই আজকের পর্বে দেখানোর ট্রাই করব কিভাবে আপনি যে কোন USD ট্রাস্টেড ভাবে সেল করতে পারবেন।

 

 

 

তবে এই নিয়মে সেল করার জন্য আপনাকে এক্সটা কিছু ফি গুনতে হবে তারপরেও ভালো কারন হলো নিজেই সেল করতে পারছেন কারো কাছে যেতে হবে না সেল করার জন্য।

 

প্রথম স্টেপ হলো এখানে ফান্ড এড করা যা গিফট কার্ড সেল করেই আপনি করতে পারবেন। গিফট কার্ড সেল করার পর আপনার ব্যালেন্স আপনার পছন্দ মত মাধ্যমে নিতে পারবেন।

 

এছাড়াও চাইলে অন্য ইউজারদের কোন প্রকার ফি ছাড়াই সেন্ড করতে পারবেন সাথে রিসিভ।

এরজন্য আপনাকে যা করতে হবে নিচের লিংক থেকে একটা একাউন্ট তৈরী করতে হবে।

Website Link

সবাই উপরের লিংক থেকে একাউন্ট তৈরী করার ট্রাই করবেন তাহলে এক্সটা বোনাস পাবেন।

যদি একাউন্ট তৈরী করা শেষ হয়ে থাকে তবে এবার চলুন বাকীটা ভিডিও থেকে দেখে নেওয়া যাক।

 

 

 

তাহলে আশা করি আমরা কিভাবে গিফট কার্ড সেল করতে পারি তার একটা ধারনা হয়ে গেছে আপনাদের।

 

প্রথমেই আপনার একটি একাউন্ট তৈরী করতে হবে আপনি চাইলে ওয়েব কিংবা যেটা ভালো লাগবে সেটার ব্যবহার করতে পারেন।

 

 

এড ফান্ড মেথড টা ব্যবহার করে আপনার গিফট কার্ড সেল করবেন। AirUSD তে ব্যালেন্স রিসিভ করবেন। এখানে আপনি বিভিন্ন দেশের ক্লায়েন্ট পেয়ে যাবেন তবে চেষ্টা করবেন রাতে সেল করার দিনে পেন্ডিং বেশী থাকে।

 

৪০০ থেকেও বেশী পেমেন্ট মেথড রয়েছে আপনার যেটা দরকার সে অনুযায়ী পেমেন্ট নিতে পারবেন হোক তা ব্যাংক , মোবাইল ওয়ালেট কিংবা অন্য কিছু।

 

আশা করি এখন থেকে এদিক সেদিক ঘুরে বাশ খাওয়া লাগবেনা জাস্ট Airtm এ যাবেন আর ঠাস করে সেল করে টুস করে নিয়ে নিবেন।

তাই আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।

লেখকঃ Cyber Prince & ImDarkMagician

3 thoughts on "How To Sell Any Gift Card Or USD Trusted And Easy Method (পর্ব – ২০ )"

  1. assa bro ekta question, ekta adnetwork theke payoneer account e $112+ payment pabo. ekkhetre payoneer ki barti charge ney? bkash/nagad e withdrawal korle around 2% fee nei. barti kono maintance fee ase ba charge katbe?
    1. Cyber_Prince Author Post Creator says:
      ব্যাংক ট্রান্সফারে এড নেটওয়ার্ক কোম্পানী গুলো ফি কাটেনা তবে পেওনিয়ার কাটতে পারে অন্য দিকে যদি Wise ট্রান্সফার ব্যবহার করেন এক্সটা ফি লাগে সেক্ষেত্রে আর যদিও পেওনিয়ার ব্যবহার করা হয়না তবে তাদের মেইনটেইনেন্স ফি অবশ্যই আছে
    2. ami propellerads/monetag theke payment nicci. around 115 doller. ami unader deya link theke direct payoneer,com e acc open koreci. zate bkash e withdraw kora zay.

Leave a Reply