আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমার আজকের টিউনের বিষয় হলো পেইড আ্যন্ড্রয়েড Launcher।

আমরা সবাই জানি গুগল প্লে স্টোরে হাজার হাজার Launcher পাওয়া যায়, কিন্তু সব গুলো তো আর ভাল না। তাই আমি আপনাদের সাথে শেয়ার করব গুগল প্লে স্টোরের জনপ্রিয় ৫ টি পেইড আ্যন্ড্রয়েড Launcher এর সর্বশেষ ভার্সন। আশা করি আপনাদের ভাল লাগবে।

১। Next Launcher 3D Shell

Next Launcher1

Next Launcher2

Next Launcher 3D Shell গুগল প্লে স্টোরের অন্যতম সেরা Launcher। চমৎকার ডিজাইন আর 3D Shell এর কারনে অনেকেই এই Launcher ব্যবহার করে। গুগল প্লে স্টোরে এটির দাম ১৬.৯৯ ডলার এবং রেটিং ৪.৫।

ডাউনলোড লিঙ্ক –  এখানে ক্লিক করুন (3.4 MB)

২। Nova Launcher Prime

Nova1Nova2

অসাধারণ কিছু ফিচার আছে এই Launcher টিতে, ব্যবহার করলেই বুঝতে পারবেন। গুগল প্লে স্টোরে এটির দাম ৪.৯৯ ডলার এবং রেটিং ৪.৮।

ডাউনলোড লিঙ্ক –  এখানে ক্লিক করুন (4.5 MB )

৩। Apex Launcher Pro

Apex Launcher1Apex Launcher2

এই Launcher টি অনেক ফাস্ট এবং স্মথ কাজ করে। গুগল প্লে স্টোরে এটির দাম ৩.৯৯ ডলার এবং রেটিং ৪.৫।

ডাউনলোড লিঙ্ক –  এখানে ক্লিক করুন (3 MB)

৪। Smart Launcher Pro 3

Smart Launcher1Smart Launcher2

এই Launcher টি আকারে অনেক ছোট এবং অনেক ফাস্ট কাজ করে। গুগল প্লে স্টোরে এটির দাম ৩.৯২ ডলার এবং রেটিং ৪.৭।

ডাউনলোড লিঙ্ক –  এখানে ক্লিক করুন (3.3 MB)

৫। LAUNCHER 8 PRO

LAUNCHER1LAUNCHER2

আমার অনেক পছন্দের একটি LAUNCHER এটি। এই LAUNCHER ব্যবহার করে আপনি আপনার আ্যন্ড্রয়েড ফোনকে মাইক্রোসফট লুমিয়ার মত করে ফেলতে পারবেন। গুগল প্লে স্টোরে এটির দাম ৪.৯৯ ডলার এবং রেটিং ৪.৩।

ডাউনলোড লিঙ্ক –  এখানে ক্লিক করুন (3.2 MB)

LAUNCHER গুলো রুট বা আনরুট আ্যন্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন। আশা করি সবার কাজে আসবে। আশা করি ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।  ধন্যবাদ সবাইকে।

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Trickbd.Com এর সাথেই থাকুন।

Leave a Reply