সামরিক বাহিনীর সদস্যদের কাঁধে যে ব্যাগ থাকে সে ব্যাগে কি থাকে? তা ৯০% মানুষ ই জানে না !! এবং আমার মনে হয় যে এই বিষয় এ আমি ই প্রথম টিউন দিচ্ছি । ত চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ।

আমাদের মাঝে একটা সাধারণ ভুল ধারণা হচ্ছে, সেনারা যখন যুদ্ধে যায়, তখন তাঁদের ব্যাগে কেবল মাত্র বুলেট বোমা আর অস্ত্রই থাকে।
কিন্তু বাস্তবতা হচ্ছে,
সেনারা যখন যুদ্ধে যায়, তখন শত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার পাশাপাশি প্রকৃতি কর্তৃক বিপন্ন হওয়ারও আশঙ্কা থাকে।
আর তাই যুদ্ধক্ষেত্রের ধরণ, যুদ্ধের ধরণ, আবহাওয়া, যুদ্ধের সময়কাল ইত্যাদির উপর ভিত্তি করে
পৃথিবী জুড়ে সেনাবাহিনীগুলো তাঁদের সেনাদের ছোট কিংবা বড়, খুবি ব্যবহারিক একটি ব্যাগ তৈরি করে দেয়।
লম্বা সময়ের যুদ্ধের জন্য এই ব্যাগে কি কি উপকরণ থাকে তার একটি সংক্ষিপ্ত তালিকা নিয়ে আজ আমরা জানবো ।

তালিকাটি পৃথিবীর বিভিন্ন স্থলবাহিনীর (সব স্থলবাহিনী না) ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু নৌ সেনা এবং বিমান সেনাদের স্থলবাহিনীর মত পরিস্থিতিতে পড়তে হয় না,
তাই তাদের ব্যাগের উপকরণ স্থলবাহিনীর চেয়ে সামান্য ভিন্ন থাকে।

প্রকৃতিতে সম্পূর্ণ একা বেঁচে থাকতে হলে বা সার্ভাইভ করতে হলে এই বিষয়ে জানা থাকতে হয়। যেমন- বিভিন্ন গাছপালা, লতা -পাতা, কীট পতঙ্গ, পশু, বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ সম্পর্কে জ্ঞান থাকতে হয়।
কোন জীবের কি উপকার, কোন পদার্থের কীরূপ ব্যবহার জানা থাকলে, প্রতিকূল অবস্থায় টিকে থাকা সহজ হয়।
এ সম্পর্কে কমান্ডো ট্রেনিং এ সেনাদের শেখানো হয়। এর একটা জলজ্যান্ত উদাহরণ হল, ম্যান ভার্সেস ওয়াইল্ডের বেয়ার গ্রিলস।
এছাড়া কিছু নির্দিষ্ট উপকরণও তাদের দেয়া হয়। এবং এগুলো প্রধানত চার প্রকার।

নাম্বার – ১. আগুন ও বাসস্থান : ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী এ তালিকায় বিভিন্ন জিনিষপত্র যুক্ত করা হয়। যেমন, তাঁবু, গরম কাপড়, রেনকোট, ম্যাচ , ফেরো-সিয়াম রড ইত্যাদি। বাসস্থানের ব্যবস্থা থাকুক আর না থাকুক আগুনের ব্যবস্থা সব সময় থাকে।
কারণ আগুন কেবল উষ্ণতাই দেয় না, মনোবলও দৃঢ় করে। এবং এটি গবেষণায় ও প্রমাণিত হয়েছে ।

২. প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম : প্রাকৃতিক বা অন্য কোন কারণে আহত হলে সেনারা যেন নিজেরা নিজেদের খেয়াল রাখতে পারে তার জন্য এ ব্যবস্থা থাকে।

এসবের মধ্যে সামরিক চিকিৎসক কর্তৃক নির্ধারিত ঔষধ-পত্র, গজ-ব্যান্ডেজ, জীবাণুনাশক, সানগ্লাস, সান্সক্রিম ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে।
অনেক সময় পুরা একটা ফার্স্টএইড বক্স ও দিয়ে দেয়া হয়।

৩. খাদ্য ও পানীয় : যুদ্ধকালীন সময়ে সেনাদের শক্তি আর মনোবল দৃঢ় রাখার জন্য ব্যাগে অভিযানের সময়সীমা অনুযায়ী খাদ্যের ব্যবস্থা করে দেয়া থাকে।
কানাডিয়ান সশস্ত্র বাহিনী তাদের সেনাদের ‘ইনডিভিজুয়াল মিল প্যাক’ নামে একটি প্যাকেট-জাত তৈরি খাদ্য সরবারহ করে থাকে।
এটির বৈশিষ্ট্য হল সামান্য পানি মিশিয়ে, চাইলে গরম করে অতি সহজে খেয়ে ফেলা যায়। এবং এটি বেশ সুস্বাদু ও পুষ্টিকর।

৪. সংকেত, যোগাযোগ, দিক নির্ণয় ও যুদ্ধ সহায়িকা : যুদ্ধক্ষেত্রে প্রবেশ, নির্গমন, যুদ্ধক্ষেত্রের ধরণ, যুদ্ধক্ষেত্রের পরিকল্পনা, প্রয়োজনীয় দিকনির্দেশনা,
কৌশল ইত্যাদি বিষয়ে সেনাকে অবগত রাখতে, হারিয়ে গেলে বা পথ ভুল করলে, পথ ফিরে পেতে সেনাদের ব্যাগে রেডিও, সিগনাল মিরর, বাইনোকুলার,
কম্পাস এবং যুদ্ধের কোন অবস্থায় কি করা উচিৎ ও যুদ্ধক্ষেত্রের বৈশিষ্ট্য অনুযায়ী কিছু দিক নির্দেশনা-পত্রসহ ইত্যাদি উপকরণ দেয়া থাকে।
একটা ওয়ার ম্যানুয়াল হল ‘সম্ভবত’ শাস হ্যান্ডবুক।

এছাড়া অপারেশনের উপর ভিত্তি করে আরও উপকরণও দেয়া থাকে.

যেমন – অস্ত্র ও বোমার পর্যাপ্ত মজুদ।
অলস সময় কাটানোর জন্য বই বা ম্যাগাজিন, খেলার উপকরণ যেমন দাবা, তাস ইত্যাদি।
এটা করা হয় কারণ অলসতা সেনার মোড়াল নষ্ট করে দেয়।
ব্যক্তিগত পরিচ্ছন্নতা উপকরণ যেমন সাবান,ক্লিন থাকার জন্য জন্য রেজার, কাঁচি, নেলকাটার, চিরুনি ইত্যাদি।
এছাড়াও –
কলম -পেন্সিল, কাগজ।
ব্যক্তিগত পরিচয়পত্র।
অতিরিক্ত কাপড়, এবং জুতা।
সেনাদের নিজস্ব পছন্দ মাফিক জিনিষপত্র।
এবং দড়ি, থালা, মগ, ছুরি, ফ্লাস্ক ইত্যাদি।

এছাড়াও খাদ্য ঘাটতি মোকাবেলা করার জন্য মাছ ধরার হুক, ফাঁদ পাতার তার, প্যারাকর্ড ইত্যাদি দেয়া থাকে। বিশুদ্ধ পানি যোগাড় করার জন্য, পানি বিশুদ্ধ-করন ট্যাবলেটও দেয়া থাকে। এর-বাহিরেও প্রয়োজন মোতাবেক জিনিষ দেয়া হতে পারে।

এবং এরপর কি বিষয় জানতে চান তা আমাকে জানান । সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফে-য ।

আমাদের ইউটিউব চ্যানেল Career Message ও চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ।

আমাদের ফেসবুক – Facebook.com/CareerMessageTXT

আল্লাহ হাফেয । #Trickbd এর সাথেই থাকুন আশা করি এমন অনেক কিছুই পাবেন । যা আগে কখনো কোথাও পান নি ।

THANKS FOR YOUR VISIT & WITH LOVE ❤️

#CareerMessage #BangladeshArmy_Navy_Airforce #BangladeshArmedForces #MilitaryForces #DefenseAcademy #GovtJobBangladesh #BdDefenseJobCircular #BDJob #Trickbd

3 thoughts on "সেনা সদস্যদের কাঁধের ব্যাগে কি থাকে ?? ৯০% মানুষ জানে না"

  1. Md Al-Amin Contributor says:
    লিখলেন পোস্ট, উপরে শুরুতেই বললেন ভিডিও দিচ্ছেন! হুবহুব কপি করে পোস্ট করলে যা হয়। আর ৯০%, ৯৯% লোকে জানেনা এসব শব্দ আজাইরা ইউটিউবার গুলা ইউজ করে।
    1. CAREER MESSAGE Author Post Creator says:
      বেশি বোঝেন বলেই এখনো Contributor হয়ে আছেন, আমার চ্যানেল এর স্ক্রিপ্ট আমি নিজেই লিখে ভিডিও আগে আপলোড করে সেই স্ক্রিপ্ট এখানে দেয়া হয়েছে, চ্যানেলে এ যেয়ে দেখে আসেন ।। আর কপি করছি কিনা সেটা বিবেচনা করার জন্য এডমিন আছে আপনাকে কস্ট করে কামলা দিতে হবে না … ধন্যবাদ …
    2. Md Al-Amin Contributor says:
      আপনার মত থার্ড ক্লাস পোস্ট করার মত এত সময় আমার নাই, যে অথর হতেই হবে। ট্রিকবিডির সেই শুরু থেকেই নিয়মিত ভিজিটর।

Leave a Reply