Howdy ,

আজকে দেখাবো কিভাবে dead ফোন দার করাবেন । মূল কথা হচ্ছে আজকে xiaomi  file নিয়ে আলোচনা করবো ।

Firmware কি ?

ফার্মওয়্যার হলো এক ধরনের সফ্টওয়্যার। ফার্মওয়্যারকে হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের মাঝামাঝি গাঠনিক অবস্থান বলে অভিহিত করা যায়। এ প্রোগ্রামগুলি স্থায়ীভাবে মেমোরিতে সংরক্ষিত থাকে এবং সাধারণভাবে পরিবর্তন করাও সম্ভব নয়। আরো সহজ ভাবে বলতে গেলে আমরা যে ফোন ব্যবহার করে থাকি সেটা firmware সাহায্য চলে । আমরা চাইলেই সেটা পরিবতন করতে পারি না । ফোনে যা আছে সব firmware মধ্যেমে থাকে ,যেমন camera, map, google, playstore etc .আশা করি এইবার বুঝতে পারছেন ।

Firmware কিভাবে হারিয়ে যায় ?

আমাদের ফোনের লক হলে আমরা  দোকানে যাই সেটা ঠিক করতে , এখানে লক অনেক ধরনের আছে । যদি সেই দোকানদারের firmware নিয়ে ধারনা থকে তাহলে  ঠিক আছে । অনেক সময় লক কাটার জন্য বিভিন্ন ধরনের টুলস use করে । ওই টুলস মাঝে মাঝে match না হলে ফাইল চলে যায় । আমরা এমনিতেও অনেক দিন use করলে firaware সমস্যা  করে । তাছাডা আর ও অনেক কারণ আছে firmware যাওয়ার ।

ফোন dead হয় কিভাবে ?

আমরা ফোন update দেওয়ার সময় ফাইলে চলে যেতে পারে , লক কাটার সময় dead হতে পারে , রুট করে custom use করলে dead হতে পারে , root phone root directory থেকে কিছু ডিলিট হলে dead হতে পারে ,twrp double install করতে গেলে dead হতে পারে ।তাছাডা আরো অনেক কারণ আছে dead হওয়ার ।

Dead ফোন কি ঠিক হয় ?

হ্যা অবশ্যই ঠিক হয় । তার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে , যেমন ফোনের model, andoid version ,miui version , এই গুলো ঠিক মনে থাকলে ফোন ঠিক হবে ।

dead ফোন ঠিক করার মূল কাজ হচ্ছে firmware ঠিক ভাবে নিবাচন করা । online আমরা একটা ফোনের হাজার হাজার firmware পেয়ে যাবো । কিন্ত সব গুলো যে কাজ করবে তা নয় । যদি ফোন dead হয়ে থাকে তাহলে অই ফোনের আগে যে firmware ছিল ঠিক একই firmware দিতে হয়ে তাহলে ঠিক হয়ে ।

এখন কথা হচ্ছে orginal ফাইল পাবো কই ? google পাবে এবং হাজার হাজার ফাইল থেকে আপনার ধরকারেরটা পাবেন কোন টেনশন নিয়েন না ।

তো কোথায় পাওয়া  যাবে দেখে আশা যাক ।

আজকে শুধু  xiaomi ফোনের গুলো দেখাবো ।

Download 

আমরা দেওয়া লিঙ্ক চলে যাবেন ।

 

এই রকম আসলে আপনার ফোনের model লিখে search করবেন ।

দেখেন একটা ফোনের update ,old সব version পেয়ে যাবেন ।

সাথে পাচ্ছে recovery mode file  যারা TWRP করে ফোন use করে তাদের জন্য recovery firmware ।

এখানে ১১ টা দেখতে পাচ্ছে বাকি গুলো দেখার জন্য আমরা চলে যাব google এ ।

ফোনের মডেল আমার মতো করে search করবেন এবং আমার দেওয়া সেই ওয়েবসাইটি খুজে বের করবেন ।

এখানে আপনি সব ফাইল পাবেন । মডেল অনুযায়ী নামিয়ে নিবেন ।

 

যারা twrp দিয়ে flash করবেন তারা recovery file download করবেন ।

 

যারা flash tools use করে flash করবেন তারা fastboot mode ফাইল download করবেন ।

 

fastboot flash করার জন্য আছে

  • unlocktools ( paid)
  • mi flash (free)

তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Facebook 

Youtube 

15 thoughts on "Xiaomi Dead ফোন ঠিক করে নিন নিজে এবং xiaomi firmware stock room ডাউলোড করে নিন ।"

  1. Tasik047 Contributor says:
    Mi Rom Flash korar por MI Account login korte bole but ami amar ID : Password lost kore felsi ki korbo?
    1. Nayan Contributor says:
      Apnar phone ses ar kicu korar nai
    2. abir Author Post Creator says:
      Eta bypass korte parbo kinto paid. Bro
    3. abir Author Post Creator says:
      Je number diye mi account korcen seta thakle free te kore dite parbo
  2. Md hassn Contributor says:
    Eto sohoj na abir bai box Lage aro onek kisu Lage

    internet file dnld diley Jodi hoto taile Kew r dokan khole bosto na apni nijey Jodi kaj kar korte Jan 5 ta phn file dite giye 3 tai dead kore felben???? Eto sohoj na bojo nai

    1. abir Author Post Creator says:
      vai na jene kaj na kore post kora hoy ni …jara pare tader kace thik e sohoj …ekhon kon phone amar hate dead hoyni flash korar somoy ….
  3. Md hassn Contributor says:
    Taile asen amader savar razzak plaza dekbu koto flas korte paren box Sara ..
    1. abir Author Post Creator says:
      thik ase jabo somoy kore ………
  4. Nafis Fuad Contributor says:
    vaya amr phone e miui e onk laggy akhon custom rom install korbo kivabe aida nite akta post korte parle valo hoy
    device : Poco X4 Pro 5G
    1. abir Author Post Creator says:
      Prothome bootloder unlock koren…. Then twrp install koren tahole custom rom install dite parben
  5. Rasedul Hasan Contributor says:
    এই পোস্ট টা আগের ফোনের আর কিছু মিডিয়াটেক প্রসেসর ক্ষেত্রে প্রযোজ্য। বর্তমানে ৮০% ফোন physical বুটলক করা থাকে। আর ডেড ফোন ফ্ল্যাশ দিয়া ঠিক করা যায় না। ওই টা সরাসরি ডেড না বলে ফার্মওয়্যার ডেড বলুন। সরাসরি ডেড হলে আপনাকে storage চেঞ্জ ছাড়া ঠিক করা পসিবল না। যাইহোক ভালো লিখেছেন। থ্যাংকস
  6. MD. Fahim Contributor says:
    দেখতে যত সহজ মনে হচ্ছে বাস্তবে তত কঠিন, *নুবদের জন্য প্রযোজ্য নয়*
    1. abir Author Post Creator says:
      vai bujle sohoj na bujle kothinn
  7. poco m3 mbl off hole calu hoy na sohoze. ei problem er kono solution beroise?
    1. abir Author Post Creator says:
      poco phone gholo te processore er problem hoy tai reboling kore dekhte paren

Leave a Reply