আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার মনটা তেমন বেশি ভালো না হলেও খারাপ না। আকাশ খারাপ, তাই ভাবলাম বাহিরে না গিয়ে ঘরে বসে কিছু লেখালেখি করি।

আজ আমি আপনাদের সাথে কিছু এন্ড্রয়েড এপ্স শেয়ার করব। আমার মনে হচ্ছে এপ্স গুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেননা এগুলো অনেক কাজের এপ্স। তাহলে আমরা এপ্স গুলো নিয়ে আলোচনা শুরু করি।

আমি এখন আপনাদের সাথে যে এপ্স গুলো শেয়ার করতে যাচ্ছি তা আসলেই খুব কাজের। এই এপ্স গুলো যদি আপনার মোবাইলে থাকে, তাহলে আপনার মোবাইলের চেহারাই পালটে যাবে।

তাহলে চলুন শুরু করা যাক।

১। Go Launcher Z : আমার দেখা লাঞ্চার গুলোর মধ্যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন সেরা কোনটি? আমি নিঃসন্দেহে বলে দেব Go Launcher. আমি আপনাকে যে ভার্সনটা দিচ্ছি সেটা paid version এবং সর্বশেষ ভার্সন।
ডাউনলোড লিনকঃ Go Launcher Z

২। Go Locker: অসাধারন একটি লকার এপ্স। এটিও আমার দেখা সেরা লকার। এতে কিছু সিকিউরিটি সিস্টেম আছে যা আপনাকে মুগ্ধ করবেই। এটা paid এবং সর্বশেষ ভার্সন।
ডাউনলোড লিনকঃ Go Locker

৩। Go SMS: আপ্নিও কি আমার মতো ফোনের ডিফল্ট SMS এপ্স চালাতে চালাতে বিরক্ত? তাহলে নিচ থেকে এপ্সটির সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিনকঃ Go SMS

৪। EX Dialer: অসাধারন একটি ডায়েলার এপ্স। নিচ থেকে এপ্সটির সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিনকঃ EX Dialer

৫। Go Filemaster: অসাধারন একটি ফাইল ম্যানেজার এপ্স। নিচ থেকে এপ্সটির সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিনকঃ Go Filemaster

৬। Go Notepad: অসাধারন একটি Notepad এপ্স। নিচ থেকে এপ্সটির সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিনকঃ Go Notepad

এই এপ্স গুলো এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমার মনে হয় আমি প্রথম শেয়ার করছি।

আশা করি Software গুলোসবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

4 thoughts on "আপনার এন্ড্রয়েড ফোনকে সাজান মনের মাধুরি মিশিয়ে। নিয়ে নিন আমার সাজেস্টেড কিছু এপ্স। আর আপনার ফোনকে বানান অন্যদের থেকে আলাদা।"

  1. StopBD.Com Contributor says:
    নতুন গান,ছবি ও নাটকের সন্ধানে এবার-StopBD.Com
  2. Rafi Contributor says:
    আমার Android এ পেছন Camera আসে না। শুধু সামনেরটা আসে। ফোন ক্যামেরা আর ডাউনলোড করা DSLR Camera etc দিয়ে ট্রাই করছি প্লিজ সমাধান দেন।
  3. sorowardy Author says:
    aponar Sera apps golo sob ‘go, dia kano.

Leave a Reply