আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি।অনেক সময় আমরা ভুলবশত এমন অনেক গ্রুপে জয়েন করি বা নিজের ফ্রেন্ডলিস্টে থাকা কোন বন্ধু একটা অস্বস্তিকর গ্রুপে জয়েন করে যা আপনার৲ মোটেও পছন্দ না।তাই আপনি৲ এই গ্রুপ থেকে বিদায় নিতে চান কিন্তু পারছেন না।আর এই ঝামেলা সমাধানের জন্যই এই পোস্ট।

গ্রুপ ছাড়তে
প্রথমে ওই গ্রুপে যান৲।
[img id=96486]

[img id=96487]
[img id=96488]
এবার একবারে নিচে যান দেখবেন অনেকগুলো অপশন আছে যেমন

Info
Add member ইত্যাদি ইত্যাদি।আপনি৲ Info তে ক্লিক কর।

[img id=96489]
এবার দেখবে আবারও অনেকগুলো অপশন দিছে ।আপনি এবার নিচে যান।দেখবেন Leave group নামে একটি অপশন আছে।ওটাতে ক্লিক করুন।
[img id=96490]
আবার একটা পেজ এসেছে।এখানে আপনার গ্রুপটি ছাড়ার কারণ জানতে চাইবে আপনি কিছুই না দিয়ে Leave group এ ক্লিক করবেন।
[img id=96491]
বাস কাজ শেষ।

গরিবের সাইট একবার ঘুরে আসবেন

One thought on "আপনার মোবাইল দিয়েই মুক্তি পান ফেসবুকের বিরুক্তিকর সব গ্রুপ থেকে Whit sshot"

  1. Black Contributor says:
    thanx brother

Leave a Reply