ইন্টারনেট কি?? আসলেই কীভাবে কাজ করে এই জিনিষ… কীভাবে নিমিষেই আমরা যা চাই তাই পেয়ে যাচ্ছি …
আসলে জিনিষ টা কি??? কীভাবে আমরা তথ্যবহুল সব জিনিষ পাচ্ছি নিমিষেই… কীভাবেই বা কাজ করছে এই জিনিষ??
যদি আপনার মনে কখনো এই কোয়েশ্চন উঁকি মারে তবে আপনার প্রশ্নের উত্তর নিয়েই আমার এই পোষ্ট ?
প্রথমেই আসা যাক ইন্টারনেট নিয়ে সকলের প্রচলিত ধারনা কি সেই বিষয় টা জানি … ইন্টারনেট নিয়ে সকলেরই ই ধারনা মোটামোটি এই টাইপ
থাকে যে মেঘের উপর হাজার হাজার মুভি,গেমস ভেসে বেড়াচ্ছে আর আমরা যখনি ইচ্ছে হয় তাদের মোবাইল বন্দি করছি …
আসলে তো তেমন টাই ধারনা করার ই কথা… কারন আমরা তো সত্যিই কোন প্রকার তার বা কেবলের সাহায্য ছাড়া মোবাইলে কত্তো সুন্দর ভাবে ডাওনলোড করতেছি…
তাহলে অবশ্যই তারা মেঘের উপর বা আকাশে ভেসে বেড়াচ্ছে আর সেখান থেকে আমরা মোবাইল বন্দি করছি … ফেসবুক চালাচ্ছি,ইচ্ছা হলেই মেঘের উপর ভাসমান ডাটা থেকে বন্ধুদের খুজে নিচ্ছি… মাঝে মাঝে আবার অনেকে হয়তো ভেবে ও ফেলছি মেঘের উপর এত্তো কোটি কোটি ডাটার ভিতর থেকে আমার কাংখিত ডাটা কীভাবে আমি খুজে পেয়ে যাই… খুব ই আশ্চর্য ও হয়েছেন অনেকেই …
কিন্তু আপনাকে আশাহত করে বলা হচ্ছে না … ইন্টারনেট সম্পর্কে যদি আপনি সত্যিই অইসব আকাশে উড়াউড়ি টাইপ চিন্তা করে থাকেন(আমার মতো :p ) তাহলে আপনাকে
আমি এখন যা শোনাবো হয়তো চমকেই উঠবেন …
আসলেই ইন্টারনেট এর ডাটা অতীতেও কোনদিন মেঘে বা আকাশে ভেসে বেড়াই নাই এবং বর্তমানে ও ভেসে বেড়াচ্ছে না… ব্যপার টা পুরাটাই হার্ডওয়্যার ডিপেন্ডেট… ?
এখন চলুন ইন্টারনেট এর ব্যপার টা ভিতর থেকে বুঝার চেষ্টা করি …
ইন্টারনেট কি ?
ইন্টারনেট নাম টার ভিতর ই জিনিষটা আসলে কি বুঝা যাচ্ছে… নেট তথা জাল যেহেতু নামের ভিতর আছে তবে অবশ্যই জালের কোন ব্যপার স্যপার আছে ভিতরে
সেটা বুঝতেই পারছেন…
পুরো বিশ্বে ছড়িয়ে থাকা কম্পিউটার গুলো একসাথে যুক্ত হয়ে জালের মতো যে নেটওয়ার্ক বুনেছে সেটাই ইন্টারনেট… ওপস মনে হুইতেছে বাচ্চাকালের মুখস্ত করা ইন্টারনেট এর সংজ্ঞা টা এই প্রথম কোন জায়গায় বুঝে ব্যবহার করতে পারলাম :p
যাইহোক আপনাদের এই সংজ্ঞা নিয়ে মাথা ঘামাতে হবে না… :3
আমি জিনিষটা বুঝাইয়া দিতেছি …. ইন্টারনেট হিসেবে পুরো বিশ্ব কে কল্পনা না করে আপনার এলাকাকেই কল্পনা করুন…
ধরুন আপনার এলাকায় কম্পিউটার আছে ২০ টা… সব গুলো কম্পিউটার ই একটার সাথে অপরটা যুক্ত আছে তারের মাধ্যমে… তাহলে অবশ্যই তার গুলো
জালের মতো দেখাবে… এখন আপনি মুভি পছন্দ করেন আপনার কম্পিউটার এ অনেক মুভি আছে… আপনার এলাকার বাকী ২০ জন্য সেই মুভি যেকোন সময় ডাওনলোড
করতে পারবে… আপনি ও বাকীদের থেকে গেমস,নাটক, ইত্যাদি ডাওনলোড করতে পারবেন… হুম এইটাই ছোট খাট একটা ইন্টারনেট এর নেটওয়ার্ক তৈরী হয়ে গেলো।
হতাশ হওয়ার কিছু নাই আমি জানি আপনি মনে মনে বলতেছেন আপনি ইন্টারনেট যেভাবে ব্যবহার করেন তার সাথে আমার এই উদাহরণ এর কোন মিল ই নাই…
কারন আপনারা জিংদেগীতেও এলাকার বন্ধুর কম্পিউটার এর সাথে তার লাগাইয়া এইভাবে ফাইল ট্রান্সফার করেন নাই হয়তো [টরেন্ট এ অবশ্য করছেন কিন্তু সেটা এলাকার বন্ধু না পুরা বিশ্বের মানুষের কম্পিউটার এর সাথে ফাইল ট্রান্সফার… ]
আপনারা যেটা করেন সেটা হলো বিভিন্ন ওয়েবসাইট ভিসিট …বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্যের আদান প্রদান… এখন আমি সেটা দিয়েই ইন্টারনেট কে বুঝাতে চাচ্ছি… ভালো ভাবে বিহশয় গুলো লক্ষ্য করুন
বুঝানোর জন্য আমি জনপ্রিয় ওয়েবসাইটে ফেসবুককেই ধরে নিলাম…
আপনি আপনার ফ্রেন্ড কে ফেসবুকের মাধ্যমে মেসেজ দিচ্ছেন আর আপনার ফ্রেন্ড ও সাথে সাথে রেসপন্স করছে আসলে কী এই তথ্যের আদান প্রধান খালি আপনার আর আপনার ফ্রেন্ড এর কম্পিউটার এর মাঝেই সীমাবদ্ধ থাকছে?? অথবা আপনি মেসেজ দিচ্ছেন সেটা মেঘে চলে যাচ্ছে সেখান থেকে ভেসে ভেসে আপনার ফ্রেন্ড এর কম্পিউটারে চলে যাচ্ছে…
উহু// যা ভাবলেন তার কোন কিছুই হচ্ছে না … যা হচ্ছে=>
আপনি মেসেজ দিলেন… সেটা প্রথমে বংগোপসাগর এর তলদেশ দিয়ে প্রবাহিত হওয়া অপটিক্যল ক্যবল দিয়ে আলোর বেগে এমেরিকা তে থাকা ফেসবুক এর সারভার এ স্টোর হচ্ছে… আবার সেই এমেরিকা থেকে আপনার ফ্রেন্ড এর মোবাইল/পিসি তে সেই মেসেজ ফিরে আসতেছ…[বিঃদ্রঃ আমাদের (isp)internet service provider দের সাথে অপটিক্যল ক্যবল এর সংযোগ করা আছে প্রথমে isp এর কাছে ডেটা যাচ্ছ সেখান থেকে অপটিক্যল কেবলের মাধ্যমে এমেরিকা যাচ্ছে … isp বলতে Grameenphone,robi এদের বুঝানো হইছে ]
হুম এইটাই সত্যি… ছোট্ট একটা মেসেজ ই পুরা এমেরিকা ভ্রমন করে আপনার ফ্রেন্ড এর কাছে যাচ্ছে… আর এমেরিকাতে অবস্থিত ফেসবুক এর ডাটা সেন্টার এর কম্পিউটারেই আপনার প্রোফাইল,ফ্রেন্ড সব কিছু সেভ করা আছে এবং তাদের ডাটাব্যস এর সাথে প্রোগ্রামিং এর মাধ্যমে লিংক করা আছে… অর্থাৎ আপনি যে তথ্য পাচ্ছেন সব ফেসবুকের সেই সার্ভার অথবা একটা কম্পিউটার বিবেচনা করলে ফেসবুকের কম্পিউটারের ভিতর থেকেই পাচ্ছেন… অর্থাৎ মেঘে কোন ডাটা উড়ে বা ঘুরে বেড়াচ্ছে না… ?
এখন তো গেলো ফেসবুকের কথা এখন অন্যন্য যে ওয়েবসাইট ব্যবহার করছেন তারা কীভাবে কি করছে?? এই ধরুন আমাদের ট্রিকবিডি এর কথাই…
আমরা তেমন কিছুই করছি না,সারাদিন নিজের কম্পিউটার অন রেখে নেট কানেক্টেড করে আপনাদের সাথে ডাটা আদান প্রধান ও করছি না… এই দায়িত্ত্ব নিয়েছে অন্য এক কোম্পানী
যেখানে ডেটা স্টোর করতে মাসিক কিছু ফি দিতে হয়(পেইড হোষ্টিং) অথবা ফ্রী তেই ডেটা ষ্টোর করে রাখা যায় (ফ্রী হোষ্টিং) … তারাই তাদের কম্পিউটার সবসময় অন করে রেখেছে এবং ইন্টারনেট এর সাথে কানেক্টেড করে রেখেছে… আপনি ট্রিকবিডি তে একসেস করলেন মানে তাদের কম্পিউটারের ডেটাতে একসেস করলেন(অবশ্যই অপটিক্যল ক্যবল এর সাহায্যে) … আর ট্রিকবিডি তে কোন ডাটা স্টোর করলেন মানে তাদের কম্পিউটার এ ই ডাটা স্টোর করলেন… 😉
সো আশা করি সবাই এইটা ক্লিয়ার হইছেন যে ইন্টারনেট মানে মেঘে তে ভাসমান ডাটা না… ইন্টারনেট মানে ফিজিক্যল একটা কম্পিউটার এর সাথে অন্য কম্পিউটার এর সংযোগ ……
ভালো থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন 🙂
….. জানা ছিলো.. এখন clear হলাম..
কানেক্ট হওয়ার পর যখন একটা পেজ লোডিং দিই তখনি প্রক্সি চেন্জ হয়ে যায় এবং পেজ লোডিং ফেইলড হয়। এটার একটা সমাধান দিন প্লিজ!!
আমার ফেসবুক আইডি : m.facebook.com/100008235468009
এরকম পোস্ট আরো চায় ।
বি: দ্র: উপরের পোষ্টটি নিযে কার কোন জিজ্ঞাসা নেই বা বিষয়টি নিয়ে কোন কিছু জানতে চাওয়ার আগ্রহও নেই কমান্ডগুলোতে দেখলাম সবাই গুল মারা নিয়েই ব্যস্ত!
অনেক ফালতু পোস্ট ও পাবলিশ হচ্ছে! অথচ আমরা যে নতুনরা পোস্ট করছি তার কোন মূল্য নেই! এইটা কোন কথা হলো! Try to Understand!
Thank you Dear for give me general knowledge….
আমার মোবাইল সিম্ফনি Xpolorer W69Q
Trickbd থেকে Quick Launcher নামের একটা
apps download করে install দেই, তারপর থেকে
সেটা uninstall হচ্ছেনা এমনকি SD Cord
কোথাও নেই ,এখন আমি খুব ঝামেলায় আছি ,
আমি চাই Launcher কে ফোন থেকে সরিয়ে
ফেলতে |
কিভাবে…সরিয়ে ফেলবো কেউ যদি বলতেন
তাহলে বড় উপকার হতো
আমি কোনদিন ট্রিকবিডির
কোন নিয়ম ভংগ করব না
প্লিজ make me treinar