নতুন দুটি স্মার্টফোন
বাংলাদেশের বাজারে খুব ভাল ব্যবসা করছে সিম্ফনি। নতুন আরও ক্রেতাদের কাছে পৌঁছে যেতে নতুন দুটি স্মার্টফোন এনেছে তারা।

সামনে পাঁচ আর পিছনে আট মেগাপিক্সেল ক্যামেরা থাকবে স্মার্টফোন দুটিতে।

এইচ৬০ ও এইচ১২০ মডেল দুটি যথাক্রমে সাত হাজার ৯৯০ এবং আট হাজার ৩৯০ টাকায় পাওয়া যাবে।

সিম্ফনি এইচ৬০ ও এইচ১২০ নামে কালো রঙের দুটি মডেলেই পাঁচ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ললিপপ ভি৫.১ এবং ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর রয়েছে।

দুটি ফোনেই এক জিবি করে র‍্যাম আছে। তবে এইচ৬০ মডেলে ৮জিবি রম আর এইচ১২০ তে ১৬ জিবি রম সুবিধা পাওয়া যাবে। এছাড়াও দুটি মডেলেই ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।এইচ৬০তে ২৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে। এছাড়াও ফুল চার্জে একটানা ১০ ঘণ্টা কথা বলা যাবে।অপরদিকে, এইচ১২০ মডেলে ৩২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৪ ঘণ্টা পর্যন্ত একটানা কথা বলার সুবিধা দেবে

2 thoughts on "[Smart Phone Review] বাজারে এসেছে অসাধারন ফিচার নিয়ে সিম্ফনির দুটি স্মার্ট ফোন"

  1. Anik Contributor says:
    ভাই p6 টা এর চেয়েও valo
    2GB Ram, 8GB Rom front 5mp with flash and 13mp back.
  2. Jakaria Khan Contributor Post Creator says:
    price koto?

Leave a Reply