কুলপ্যাড এবং সিকিউরিটি
ফার্ম ৩৬০ এর যৌথ উদ্যোগে ২৭
নভেম্বর ভারতের বাজারে আসছে
কুইকু কিউ টেরা নামে নতুন একটি
ফোন। এই ফোনটির রিয়ারে রয়েছে
দুটি ১৩ মেগা পিক্সেলের
ক্যামেরা। যার মধ্যে একটি
আপনাকে মুহূর্তেই সাদা কালো ছবি
তুলে দেবে। ফোনটিতে আছে
স্বতন্ত্র ইউজার ইন্টারফেস যা
ব্যবহারকারীকে ফোন ব্যবহার করতে

বাড়তি সুবিধা দেবে। অ্যাপ ফ্রিজ
নামে এতে একটি অ্যাপ রয়েছে যা
অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ করে
দিয়ে ব্যাটারির চার্জ রক্ষায়
সহায়ক হবে।

ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট
সুবিধা। সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি
বডি দেবে অতিরিক্ত কর্মক্ষমতা।
অক্টা কোর প্রসেসরের সঙ্গে
ফোনটিতে থাকবে ৪ জিবি র্যাম।
এর বিল্ট ইন মেমোরি ৬৪ জিবি।
মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে
মেমোরি বাড়ানোর সুযোগ
রয়েছে।

এর ক্যামেরার মান স্যামসাং
গ্যালাক্সি এস৬ এজ প্লাসের সমতুল্য।

সেলফি প্রেমিদের জন্য রয়েছে ৫
মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
সেটের মূল্য সম্পর্কে এখনো কিছু
জানা যায়নি।

সবাই ট্রিকবিডির সাথেই থাকবেন

2 thoughts on "এক ফোনে দুই রিয়ার ক্যামেরা"

  1. MR Showrob Contributor Post Creator says:
    Tnx

Leave a Reply