সালাম নিবেন আমি লাভলু হোসাইন এটি আমার চার নম্বর টিউন আসুন কাজের কথায় আসি

প্রথমে SD CARD খুলবি তারপর ফোন্টা বন্ধ করবি তারপর পাওয়ার বাটন এবং ভলিউম নিচের বাটন চেপে ধরবি একসাথে দুইটাই তখন ফোনটায় অনেক লেখা আসবে তারমধ্য থেকে SELECT করবি >Wipe data/factory reset(এই সিস্টেমে নিয়ে আসার পর পাওয়ার কি চাপপি চাপলে ওকে সিলেক্ট হবে)
AND THEN, অনেক লেখা আসবে তার মধ্য থেকে এইটা সিলেক্ট করবি
>>Yes(delete all user data)(এই সিস্টেমে নিয়ে আসার পর পাওয়ার কি চাপপি চাপলে ওকে সিলেক্ট হবে)
এখন আরেকটা স্টেপ আসবে ওখান থেকে অনেক লেখার মধ্য থেকে এইটা সিলেক্ট করবি

>>>Reboot system now(এই সিস্টেমে নিয়ে আসার পর পাওয়ার কি চাপপি চাপলে ওকে সিলেক্ট হবে)
এখন ফোনটা নিজে থেকে কিছু কাজ করবে
একটু পর দেখবি ফোন অন হয়ে গেছে আর জাদু দেখবি আর আমায় একটু স্বরন করবি

বি:দ্র অপশন চেন্জ করতে VOLUME UP,DOWN কি ব্যবহার করবি এবং সিলেক্ট করতে POWER KEY.

>>কথা কিন্তু একটাই ভাল থাকবেন ভাল রাখবেন

IF THERE IS ANY PROBLEM TO CONTACT ME:

EMAIL:[email protected]

PHONE: 01719515285

8 thoughts on "এক তুড়িতে খুলে ফেলুন এন্ড্রয়েড ফোনের BLOCK প্যাটার্ন লক"

  1. Lovelu hossain Contributor Post Creator says:
    ভাইয়েরা কেউ কিছু মনে করিয়েন না
    1. sumon0 says:
      ★★★অফার★অফার★অফার★
      BTS এজেন্ট নিন, ফেইসবুক থেকে টাকা
      ইনকাম করুন ।
      BTS এজেন্ট মাত্র 100টাকা, আপনার
      এজেন্ট একাউন্টে থেকে অন্য কে যত
      খুসি তত
      এজেন্ট বানাতে পারবেন আর bts
      নাম্বার 0096xxxxxxxxx এরকম বানাতে
      পারবেন
      এই অফার সীমিত সময়ের জন্য ।
      Hotline: 01784132599
      &&&&&&****&&&&&&****&&&&&&
    2. Lovelu hossain Contributor Post Creator says:
      ভাইয়া কি কি লাগবে
    1. Lovelu hossain Contributor Post Creator says:
      ভাইয়া ট্রিকবিডির সাথে থাকুন ধন্যবাদ
  2. MH KHOKON Author says:
    ভাই এটা অনেক আগে থেকেই জানা আছে ৷ আপনি কি জানেন সব এন্ড্রয়েড ফোনেই আপনার পোস্টের মতো সিস্টেম থাকেনা ৷
    1. Lovelu hossain Contributor Post Creator says:
      জ্বি ভাইয়া আমি জানি সব ফোনের সিস্টেম এক না ঐটা সিম্ফোনীর জন্য

      এছাড়া SAMSUNG, APPLE,IPHONE6 WALTON এসব বিষয়েও জানা আছে
      ভাল থাকবেন

    2. Shakib Rony Author says:
      Vai plz sony mobile ar jonno jana thakla bolan…

Leave a Reply