২০১৬ এর প্রথমার্ধের সবচেয়ে কাঙ্খিত ফোন হচ্ছে
গ্যালাক্সি এস৭। তবে ফোনটি সম্পর্কে বাতাসে
নানান গুজব থাকলেও এখন পর্যন্ত এর খুব বেশি তথ্য
আমাদের হাতে এসে পৌঁছেনি। এ রকম একটি
অবস্থায় বিশ্বখ্যাত ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি
তাদের এক প্রতিবেদনে এ সব গুজবের কিছু কিছু
তথ্যকে সঠিক হিসেবে উপস্থাপন করেছে।
পত্রিকাটির তথ্য অনুযায়ী এস৭ এ থাকবে প্রেসার
সেনসেটিভ ডিসপ্লে যেমনটি ছিল অ্যাপেল এর
সর্বশেষ আইফোনে-থ্রিডি টাচ টেক। এই একই
প্রযুক্তির ডিসপ্লের দেখা মিলবে হুয়েই এর মেট এস
ফোর্স টাচ ভার্সনে।
টাচ ও কন্ট্রোল প্রযুক্তির নির্মাতা সিনাপ্টিক্স
কিছুদিন আগে স্যামসাং এর সাথে একটি চুক্তি
করেছে। চুক্তি অনুসারে স্যামসাং এখন তাদের
টেকনোলজির অন্যতম বড় অংশীদার। স্যামসাং এর
আসন্ন স্মার্টফোন গ্যালাক্সি এস৭ এ তাই এই
প্রযুক্তিটির ব্যবহার হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
ওয়াল স্ট্রিট জার্নাল আরো জানিয়েছে যে, এই
ফোনটিতে থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট যার
সাহায্যে খুব দ্রুততম সময়ে মোবাইল ফোনে চার্জ
দেয়া ও তা থেকে ডাটা স্থানান্তর করা যাবে।
উপরন্তু ফোনটিতে সারাদিনের জন্যে চার্জ দিতে
প্রয়োজন হবে মাত্র ৩০ মিনিট। এমনটি হলে
গ্যালাক্সি এস৭ ই হবে স্যামসাং এর সবচেয়ে
দ্রুততম চার্জ গ্রহনকারী ফোন।
এই ফোনের ক্যামেরাতে থাকবে বিশেষ কিছু
বৈশিষ্ট্য – ২০ মেগা পিক্সেলের প্রধান ক্যামেরা
ও বড় সেন্সরযুক্ত ১২ মেগাপিক্সেলের দ্বিতীয়
ক্যামেরা।
পত্রিকাটি জানিয়েছে যে, আগামী মার্চের
মাঝামাঝি গ্যালাক্সি এস৭ আমেরিকার বাজারে
পাওয়া যাবে। অবশ্য গুজবে আগেই শোনা গিয়েছিল
ওয়ার্ল্ড কংগ্রেসে এই ফোনটি অবমুক্ত করা হবে
এবং তার ২/৩ সপ্তাহ পরে ফোনটি গ্রাহকেরা
বাজারে কিনতে পারবেন।
ভাল লাগলে আমার সাইটে ঘুরে আসবেন
3GTune.Com
ফেসবুকে আমি