কেমন আছেন সবাই? আশা করি ভালো।
আজ মাথা থেকে অনেক বড় একটি
চিন্তা দূর হল তাই মনের আনন্দে
লিখতে বসলাম। আমি আজ আপনাদের
সাথে দারূণ একটি এপ শেয়ার করব।
এপটি আমি পেয়ে আমার ভালো
লেগে গিয়েছে।

তাই ভাবলাম
আপনাদের সাথে শেয়ার করি। আজ যে
এপটি আপনাদের সাথে শেয়ার করব এই
এপটি আপনাদের পড়ে শুনাবে।
মানে

আমরা যে বৈগুলো ইন্টারনেট থেকে
অনলাইনে বা অফলাইনে পড়ি। সেই
বৈগুলো এই এপটি নিজেই পড়ে শুনাবে।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন
এই এপটি কেমন হবে। শুধু তাই নয় এই এপটি
দিয়ে খুব ভালো ভাবে পড়তে
পারবেন। এই এপটির কাজগুলোই অন্যরকম।
এই এপটি আপনি চাইলে গুগল প্লে-ষ্টোর
থেকে ৫ডলারে কিনে ব্যবহার করতে
পারবেন কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি।
আমি এই এপটিকে গুরুত্ত দিচ্ছি কারণ
এটা পড়ে শুনাতে পারে আর সব থেকে
বড় কথা এটা সম্পূর্ণ ফ্রি।

এই এপটি দিয়ে খুব ভালো ভাবে পড়তে
পারবেন আর আপনি যদি কষ্ট করে পড়তে
না চান তাহলে এই এপটি নিজেই
আপনাকে পড়ে শুনাবে এই এপটিতে

নিম্নলিখিত ফাইলগুলো চলবেঃ epub,
pdf, mobi, chm, cbr, cbz, umd, fb2, txt, html, rar,
zip or OPDS formats.
এই এপটি এর আগে কেউ আপনাদের
সাথে শেয়ার করেছে কিনা

জানিনা। তবে আমি প্রথম শেয়ার
করছি। কারো প্রয়োজন মনে হলে
ডাউনলোড করতে পারেন।

নিচ থেকে এপসটি ডাউনলোড করুর →→→→→

Click here Download

আশা করি Softwareটি সবার ভালো
লাগবে। আপনাদের যদি


One thought on "আপনাকে আর কষ্ট করে পড়তে হবে না। এই Software নিজেই পড়ে শুনাবে যেকুন বই।"

  1. tanvir5656 Contributor says:
    vai use ki babe Kore akto boila den!!!!
    Boj te parci na

Leave a Reply