Symphony H400 মোবাইল বাজারে বের হওয়ার আগেই অনেক সাড়া ফেলে দিয়েছে।আর সারা ফেলবেই না কেন এতে কম ফিংগার প্রিন্ট স্যান্সরের সুবিধা আছে, আগে এন্ড্রয়েডের নতুন ভারসন,লম্বা ব্যাটারি,২.৫ কারভড ডিসপ্লে …।তো চলুন দাম সহ আসন্ন নতুন মোবাইলের খুটিনাটি জেনে নেই ??
প্রথমত এ ফোন যদি কিনবেন তাহলে তার একমাত্র কারন হবে এর ডিসপ্লে! এ ফোনের ডিসপ্লে এত সুন্দর আর ২.৫D প্রযুক্তি আরও এর ডিসপ্লেকে ভাল মানের বানিয়েছে। বিশ্বাশ করুন বা নাই করুন! এ ফোনের ডিস্পলে নোট ৫ থেকেও ভাল!!!
।
ক্যামেরা নিয়া কোন কথা হবে না! ১৩ মেগাপিক্সেল পিউর এইচডি ক্যাপচার করে এ ফোন!!!
রাতে অন্ধকারে তোলা
০ থেকে ১০০ হতে সময় নিয়েছে প্রায় ৩ ঘন্টা! আর চার্জ একবার দিলে ২ দিন ভালভাবে টিপ্লেও চলে যাবে! ব্যাটারীটা নন রিমুভেবল!
.
Gta San andreas, need for speed most wanted, Asphalt বিদ্যুতের গতিতে চলতেছে! এ ফোনে Mali T-720 mp2 gpu ব্যাবহার করা হয়েছে!!!!।
Android Marshmallow
।আমি ফোন টি ব্যবহার করছি খুবি ভালো। ফোন এ কিছু software জনিত প্রব্লেম ছিলো।তাই ফোন টি symphony updated করে।আমিও আপডেট করলাম এখন আর কোনো প্রব্লেম বা বাগ নেই
।
দাম-৯৬০০টাকা
11 thoughts on "দেখে নিন নতুন আসা Symphony H400 এর সম্পূর্ণ খুটিনাটিসহ রিভিউ[বাংলা রিভিউ]"