Symphony H400 মোবাইল বাজারে বের হওয়ার আগেই অনেক সাড়া ফেলে দিয়েছে।আর সারা ফেলবেই না কেন এতে কম ফিংগার প্রিন্ট স্যান্সরের সুবিধা আছে, আগে এন্ড্রয়েডের নতুন ভারসন,লম্বা ব্যাটারি,২.৫ কারভড ডিসপ্লে …।তো চলুন দাম সহ আসন্ন নতুন মোবাইলের খুটিনাটি জেনে নেই ??

প্রথমত এ ফোন যদি কিনবেন তাহলে তার একমাত্র কারন হবে এর ডিসপ্লে! এ ফোনের ডিসপ্লে এত সুন্দর আর ২.৫D প্রযুক্তি আরও এর ডিসপ্লেকে ভাল মানের বানিয়েছে। বিশ্বাশ করুন বা নাই করুন! এ ফোনের ডিস্পলে নোট ৫ থেকেও ভাল!!!

ক্যামেরা নিয়া কোন কথা হবে না! ১৩ মেগাপিক্সেল পিউর এইচডি ক্যাপচার করে এ ফোন!!!

রাতে অন্ধকারে তোলা

ফিংগার প্রিন্ট খুব ভাল কাজ করে! সেকুরিটি লেভেল হাই!!! ফিংগার প্রিন্ট টা খুবই ফাস্ট!! এখনও ফোনে কোনোই সমস্যা পাই নাই!!! সঠিক আংগুলের হালকা টাচেই ফোন ফিংগার রেকগ্নাইজ করতে পারে!! ভুল আংগুলে এখনো ফোন খুলতে পারি নাই!!!

০ থেকে ১০০ হতে সময় নিয়েছে প্রায় ৩ ঘন্টা! আর চার্জ একবার দিলে ২ দিন ভালভাবে টিপ্লেও চলে যাবে! ব্যাটারীটা নন রিমুভেবল!

.
Gta San andreas, need for speed most wanted, Asphalt বিদ্যুতের গতিতে চলতেছে! এ ফোনে Mali T-720 mp2 gpu ব্যাবহার করা হয়েছে!!!!।
Android Marshmallow

আমি ফোন টি ব্যবহার করছি খুবি ভালো। ফোন এ কিছু software জনিত প্রব্লেম ছিলো।তাই ফোন টি symphony updated করে।আমিও আপডেট করলাম এখন আর কোনো প্রব্লেম বা বাগ নেই

দাম-৯৬০০টাকা

Facebook Contact

11 thoughts on "দেখে নিন নতুন আসা Symphony H400 এর সম্পূর্ণ খুটিনাটিসহ রিভিউ[বাংলা রিভিউ]"

    1. Raj gh Author Post Creator says:
      দাম-৯৬০০টাকা
  1. K M Al-amin Contributor says:
    দাম কত
    1. Raj gh Author Post Creator says:
      দাম-৯৬০০টাকা
  2. Raj gh Author Post Creator says:
    জানি না হতে পারে।
  3. nYn Contributor says:
    ধন্যবাদ রাজ ভাই
    1. Raj gh Author Post Creator says:
      সবি আপনার জন্য ভাই
  4. Raj gh Author Post Creator says:
    otg nai bro
  5. মোঃ মিলন Contributor says:
    OTG nai to mobile dea ke korbo…
  6. durjoy09 Contributor says:
    এই ফোনের একটা কমতি হচ্ছে ওটিজি, বাকি সব ভালো, তবে সব ফোনেরই ফার্মওয়্যারে সমস্যা, আপগ্রেড করা লাগে, আমার এক ফ্রেন্ড এর আপগ্রেড করার পরও সমস্যা হচ্ছে। সম্ভবত ডাউনগ্রেড করলে ঠিক হয়ে যেতে পারে।
  7. Raj gh Author Post Creator says:
    Akhon tik Asa.Ame use kore

Leave a Reply