সমস্ত জল্পনার অবসান! প্রকাশ্যে এল অ্যান্ড্রয়েড এন-এর পুরো নাম৷ গুগলের নতুন উদ্ভাবিত স্মার্টফোন অপারেটিং সিস্টেমের ‘এন’ বর্ণটির অর্থ ‘নুগাট’৷ বৃহস্পতিবার স্ন্যাপচ্যাটে নতুন নামটি প্রকাশ করে গুগল।

মার্শমেলো-র চেয়ে কতটা আলাদা নয়া অপারেটিং সিস্টেম? বেটা ভার্সন টেস্ট রানিং বলছে, খুব যে বড় কোনও পার্থক্য রয়েছে এমনটা নয়৷ তবে মাল্টি-টাস্কিংকে নয়া উচ্চতায় নিয়ে যাবে অ্যান্ড্রয়েড এন৷ একটি অ্যাপ বন্ধ না করেই থেকে অন্য অ্যাপে যাওয়ার সুবিধা মিলবে৷ ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করার জন্য থাকছে ‘ক্লিয়ার অল’ বোতাম৷ মিলবে স্প্লিট স্ক্রিনের সুবিধাও, সহজেই ফোনের স্ক্রিন ছোট-বড় করে ব্যবহার করা যাবে৷ হোয়াটসঅ্যাপ-এ কোনো মেসেজ এলে অ্যাপ না খুলেই ফোনের হোমস্ক্রিনেই নোটিফিকেশন দেখে রিপ্লাই করা যাবে৷ সহজ হচ্ছে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া৷ ব্যাক বোতামটি দ্রুত দু’বার টিপলেই একটি থেকে অন্য অ্যাপে চলে যাওয়া যাবে৷ নয়া অপারেটিং সিস্টেমে ফোনের ‘ডিফল্ট’ কি-বোর্ড পাল্টানো যাবে সহজেই, আরও রঙিন-আকর্ষণীয় থিম পাওয়া যাবে৷ যুক্ত হচ্ছে নতুন ইমোজি, যেমন প্রফেশনাল উইমেন, পুলিশ৷ গুগল ব্রাউজারে আরও দ্রুত সার্ফিং করা যাবে।

গত মার্চে এই নতুন অপারেটিং সিস্টেম ঘোষণার পর থেকেই স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে এই নিয়ে জল্পনা ছিল৷ কিন্তু গুগল কখনই কোনও স্পষ্ট আভাস দেয়নি৷ জল্পনা ছিল, এই ‘এন’-এর অর্থ হতে পারে ‘নিউটেলা’, ‘নাটমেগ’, ‘নেকটারাইন’, ‘নাকোস’ কিংবা ‘নুডলস’৷ কারণ, অ্যান্ড্রয়েডের ভার্সানগুলির নামকরণ কনফেকসনার্স ডেজার্টের তালিকা থেকেই করে থাকে গুগল৷ যেমন ‘আইসক্রিম স্যান্ডউইচ’ বা ‘কিটক্যাট’৷ জল্পনা না মিললেও এবারও তার অন্যথা হয়নি৷ পশ্চিম এশিয়া বা স্পেনে নুগাট ডেজার্টটি খুব পছন্দের৷ চিনি আর মধুর সঙ্গে বাদাম ও ডিমের সাদা অংশের মিশ্রণে তৈরি সুস্বাদু খাদ্যটি হল নুগাট৷ দেখতে অনেকটা বাদামচিটের মতো৷ Xperia Z3 মোবাইল হ্যান্ডসেটে এই সফটওয়্যারটি ব্যবহার করা যায় কিনা, তা নিয়ে উৎপাদন সংস্থা সোনির সঙ্গে আলোচনা করছে গুগল।

আরো নতুন কিছু পেতে ভিসিট করুন ~TipsAdd.Com

3 thoughts on "একগুচ্ছ ফিচারসহ Android nugat 7.0-এর আত্মপ্রকাশ।"

  1. mizan Contributor says:
    symphony p6 এ OTG support করার মত app or setting জানা আছে কার…

Leave a Reply