মাইক্রোসফটের সঙ্গে নোকিয়ার স্মার্টফোন ব্যবসার চুক্তি শেষ হবে ২০১৬ সালে। এরপর নোকিয়া নামে হ্যান্ডসেট তৈরি করতে আর কোনো বাধা নেই। চুক্তির এই শেষ সময়ে নোকিয়া এখন হ্যান্ডসেট বানাতে ব্যস্ত। ইতোমধ্যে নোকিয়া বেশ কয়েকটি ফোন সেটও তৈরি করেছে।
সবকিছু ঠিকঠাক চললে এবছরের শেষেই নোকিয়ার দুটি স্মার্টফোন বাজারে আসবে। সেগুলো অবশ্য উইনডোজ নয়, অ্যানড্রয়েড।
অ্যানড্রয়েডের পরবর্তী ভার্সন নৌগাট ৭.০ ভার্সনে চলবে এ ফোনগুলো। দুটি মডেলেরেই এখনও নামকরণ না হলেও জানা গেছে এ ফোনগুলো মেটাল ডিজাইনের হবে। দুটি ফোনে ৫.২ এবং ৫.৫ ইঞ্চির কিউএইচডি স্ক্রিন, ফিংগারপ্রিন্ট স্ক্যানার এবং ক্যামেরায় অভিনব কিছু ফিচার থাকবে। এছাড়াও গেমিং, স্ক্রিন মোডে কিছু তাক লাগিয়ে দেয়া ফিচার থাকবে ফোনগুলোতে।
দু’বছর আগে মাইক্রোসফট নোকিয়ার মোবাইল ব্যবসা অধিগ্রহণ করলেও মাইক্রসফট ব্যান্ডের মোবাইলও বাজার ধরতে ব্যর্থ হয়েছিল। ফলে আস্তে আস্তে মোবাইল ব্যবসা গুটিয়ে এনেছে সংস্থাটি। আবারো নোকিয়া ব্র্যান্ডের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।
15 thoughts on "বাজারে আসছে নোকিয়ার ফোন,ফিরবে কি জনপ্রিয়তা?"