আমরা
প্রতিনিয়ত
ইন্টারনেটে
বিভিন্ন সাইট
থেকে
প্রয়োজনীয়
ফাইল /
সফটওয়্যার /
মুভি
ডাউনলোড
করি। কিন্তু
কিছু MediaFire,
Google Drive,
DropBox
ইত্যাদি
ক্লাউড
স্টোরেজ বাদে
অধিকাংশ
Website ফাইল
ফ্রী
ডাউনলোডের
সময় Speed
Limited করে
রাখে, এমনকি
Resume Capability
ও থাকে না।
এগুলো শুধু
ওইসাইট
সমূহের
প্রিমিয়াম
ইউজারদের
জন্য
সংরক্ষিত
থাকে।
অনেক
ক্ষেত্রেই 99%
Download এর পর
হটাত নেট
ডিসকানেক্টেড
হওয়ার কারনে
আবার শুরু
থেকে
ডাউনলোড
করতে হয় যা
খুবই
বিরক্তিকর।
Resume Capability
থাকেনা বলে
এমন হয়।
কিন্তু একটু
বুদ্ধি খাটিয়ে
আমরা যেকোন
ফাইল সরাসরি
Google Drive /
DropBox এ
ট্রান্সফার
করতে পারি
নিজেদের MB
দিয়ে
ডাউনলোড –
আপলোড না
করেই! তারপর
Download করতে
পারি Resume
Capabity সহ ফুল
স্পীডে যেকোন
সময়!
এজন্য যা
করতে হবে
Puffin
Browser
নিন। (লিংক
পোস্টের
শেষে)
Drive /
DropBox এ
ফ্রী
একাউন্ট
খুলে নিন।
Google Drive এ
একাউন্ট
খোলা লাগে
না, Gmail এ
একাউন্ট
থাকলেই
হয়। আর
DropBox এ
যেকোন
ইমেইল
দিয়ে ফ্রী
একাউন্ট
খোলা যায়।
ইমেইল
খুলতে
ঝামেলা হলে
Temp Mail
System
ব্যবহার
করতে
পারেন।
Puffin
Browser Install
করে Run
করুন।
ফাইল
ডাউনলোডের
Website এ
গিয়ে
ডাউনলোড
এ ক্লিক
করলেই Local
Download এবং
Transfer to
Google Drive
এবং Transfer
to DropBox
অপশন
আসবে।
Google Drive
অথবা
DropBox Select
করুন।
সাথে সাথে
Google Drive /
DropBox এর
ওয়েবসাইটে
চলে যাবে।
Log in করা
থাকলে Puffin
Browser এর
Plugin কে Allow
করার
পারমিশন
চাইবে। Log in
করা না
থাকলে লগ
ইন করতে
হবে।
পারমিশন
Allow / Grant
করবেন।
তৎক্ষণাৎ
দেখবেন
Preparing File
আসবে।
Puffin
Browser এর
সার্ভার এর
ডাউনলোড-
আপলোড
স্পীড
100-200 MBPS
বা তারও
বেশি। ওরা
আপনার 1-2
GB এর ফাইল
৪-৫ মিনিট
এর মধ্যেই
ডাউনলোড
করে
আপনার
Google Drive
বা DropBox এ
আপলোড
করে দিবে।
আপনার
কোন
মেগাবাইট
ব্যবহার
হবে না।
Upload
Complete হলে
Puffin Browser
Notification
দিবে।
তখন
আপনি
যেকোন
ব্রাউজার
দিয়ে Google
Drive /
Dropbox
একাউন্টে
লগ ইন
করলেই App/
Puffin Browser
Folder এ
আপনার
ফাইল
দেখতে
পাবেন।
এরপর
যখন ইচ্ছা
ফুল স্পীডে
রিসিউম
ক্যাপাবিলিটি
সহ ফাইল
ডাউনলোড
করতে
পারবেন।
৯৯% এ নেট
ডিসকানেক্ট
হলেও
Download corner
Download puffin Browser Latest from
techbarks.com/archives/5769