ট্রিকবিডিতে আপনাকে স্বাগতম, সবাই কেমন আছেন,

এবার আপনি নিজেই আপনার মোবাইল ফোন দিয়ে আপনার মেমরির যেকোনো ফাইল জিপ আকারে সেইভ করে রাখুন, এবং পাচওয়ার্ড দিন।এর জন্য আপনার es file Explorer pro এপস টা ডাউনলোড করতে হবে

প্রায় সবার ফোনেই এপস টা আছে তাই ডাউন লোড লিংটা দিলাম না

প্রথমে আপনার
Es file Explorer pro এপসটা অপেন করুন

তারপর যে ফাইলটা জিপ করবেন সেটার উর সামান্য চাপ দিয়ে ধরে মার্ক করুন

তারপর উপরের দিকে তিনটা ডট চিহ্ন দেয়া আছে ওটাতে চাপ দিন

তারপর নিচের দিকে compress লেখায় ক্লিক করবেন

তারপর দুইটা অফসন পাবেন zip/7z এখান থেকে জিপ সিলেক্ট করুন

তার নিচে পাচওয়ার্ড এর অফসন পাবেন। নিচের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন আর মনে রাখবেন।,
ভুলে গেলে কিন্তু পরে আর অপেন করতে পারবেন না পাচওয়ার্ড দিয়ে ওকে করে দেন

এবার কিছু সময় লোড নিবে,লোড নেবার পর সাকসেসফুল হবে

ব্যাস কাজ শেষ এবার দেখুন আপনার ফাইল জিপ হয়ে গেছে

আসা করি সবার ভালো লেগেছে। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

ভুল হলে ক্ষমা করবেন, সবাই ভালো থাকবেন

Leave a Reply