বিষয়ঃ itel S15 pro মোবাইল ফোন রিভিউ ৷

হাইলাইটস:

 

  • S15 pro ফোনে 6.1 ইঞ্চি HD এর সাথে Waterdrop FullScreen ডিসপ্লে রয়েছে ।

 

  • itel s15 ফোনটিতে  16 মেগাপেক্সেল সেলফি ক্যামেরা ৷
  • ফোন স্টোরেজ ৩২ জিবি ৰ়্যাম ২GB, up to 128gb.

 

আলোচনাঃ 

বাংলাদেশে আইটেল মোবাইলের দাম কম হলেও তাদের ফোন গুলা দেশের অন্যান ফোন কম্পানিকে পিছনে ফেলেছে ৷ বাংলার মাটিতে মাত্র তিন বছরে গরিবের আস্তা হয়ে উঠেছে itel phone গুলা ৷ চলে ভালো দামে কম তাই তো সবার পছন্দ itel ৷ itel selfie সিরিজের সব ফোনগুলাই সেলফির জন্য বিশেষ আক্রশন করে তৈরী করেছে ৷ পৃথিবীর প্রায় সব দেশেই itel পাওয়া যায় ৷ বাংলাদেশে itel S15 pro এর দাম মাত্র ৳7,890.00 টাকা 

itel s15 pro ফোনটিতে s15 এর মতই ট্রিপল ব্যাক ক্যামেরা রয়েছে 8MP Main Camera+5MP Macro Camera+ 0.8mp Depth Sensing

 অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ ইত্যাদি বৈশিষ্ট্য এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপেক্সেল, selfie look shinny ও dark light  ৷ এটিতে 2 জিবি র‌্যাম, 1.4 গিগাহার্টজ কোয়াড কোর সিপিইউ । ডিভাইসটি 16 গিগাবাইট স্টোরেজ এবং 128 গিগাবাইট পর্যন্ত ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সাপোর্ট করবে ৷ এই ফোনে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে । 

 

অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এফএম রেডিও, ডুয়াল 4 জি সিম, ফেস আনলক এবং OTG ইত্যাদি ৷

 

Itel S15 pro – Price, Features, Specifications & Reviews ৷

 

Price: ৳7,890.00

Body:

  • Build: Glass & Plastic
  • SIM: Dual SIM (Nano-SIM, dual stand-by)
  • Colors: Crystal Blue, Dazzle Black and Ceramic Rad.

 

Processor

  • Quad-core 1.3GHz

 

Memory

  • 1GB RAM 
  •  16GB ROM (Up to 128GB)

Battery 

Battery Type

  • Li-Ion (Lithium Ion)

Capacity

  • Removable Li-Ion 3000 mAh battery

Standby

  • Up to 360 hours

Talk Time

  • Up to 23 hours

Music Play

  • Up to 25 hours

 

Operating System

  • Android™ 9 (Go Edition)

 

Itel S16 Display

  • Type: IPS LCD capacitive touchscreen, 16M colors
  • Size: 6.1“ HD Waterdrop Full Screen, 68.9 cm2 (~81.2% screen-to-body ratio)
  • Resolution: 720 x 1600 Pixels

Camera

  • Rear: 8MP Main Camera+5MP Macro Camera+0.8mp Depth Sensing
  • Selfie: 16MP Camera

Security

  • Face Unlock +
  •  Fingerprint Sensor

 

||–: শেষ কথা:–||

itel s15 pro ফোনটি বাংলাদেশের সব itel শো রুম বা নন শোরুমে পাওয়া যাবে ৷ 

বাংলাদেশের সবখানে আনঅফিসিয়ালি (৳৭,৮৯০) দাম নিবে ৷ ফোনটি সবার চাহিদা মিটাবে ৷ ফোনটিতে ভালো দিক হলো ৩০০০ mAh ব্যাটারি 23+ ঘন্টা কথা বলার সুবিধা ৷ s15 এর আরএকটা চমক হলো সামনে ১৬mp ক্যামেরা যা বিশেষ করে সেলফির জন্য তৈরী ৷ যারা tik tok করে তাদের জন্য খুব ভালো ৷ ফোনটি গেম উপোযোগী ৷ 

 

ধন্যবাদ

 

8 thoughts on "itel s15pro এখন মাত্র ৭৮৯০ টাকায় || 2/32 স্টোরেজ সহ 16MP সেলফি ক্যামেরা ৷"

  1. Rakib Hasan Ayon Contributor says:
    Is it possible to change my username on trickbd?

    Anyway, I think it may batter to see other devices in this price range. A octa core proccessor is needed in this entry budge smartphone category.

    1. Shakib Expert Author says:
      username change kora jabe
      From desktop-
      click profile }} edit }} change username
    2. Shakib Expert Author says:
      androaid এও same process.
      সম্ভবত শুধুমাত্র Display name change করা যায়
    3. MD Shakib Hasan Author says:
      @Shakib vi fb ld link plz
    4. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      ১মে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি উত্তরটা দিতে আমার অনেক দেরি করে দিবার জন্য ৷ ট্রিকবিডিতে ইউজার নাম পাল্টানো যায় না ৷ তবে ডিসপ্লে নাম পাল্টাতে পারবেন যতবার খুশি ৷

      আপনি কি বোঝাতে চাইছেন (7000-8000) এই বাজেটের ভিতরে অক্টা কোর প্রসেসর কোন স্মার্ট ফোন আছে কিনা ?

    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      ধন্যবাদ ৷

Leave a Reply