এলজি আমার সবথেকে পছন্দের মোবাইল ফোন ৷ আমি নিজেও এলজি ফোন ব্যবহার করি ৷ মোবাইল ইন্টারনেট ফাস্ট, গেমস খেলার সময় মোবাইল স্লো হয় না ক্যামেরার দিকেও ভালো ৷ এলজি বেশির ভাগ স্মার্ট ফোনে এক্সট্রেন মেমোরি কার্ড তোলা যায় না ৷ তবে OTG এর সাহায্যে পেনড্রাইভ বা SD Card ব্যবহার করা যায় ৷ কিনতু বড় সুখবর হলো এই ফোনে SD Card ব্যাবহার করা যায় ৷ 

এলজি ফোন কেনা খুবই বড় বেপার সেপার কারন আমরা বাংলাদেশিদের আর্থিক যে অবস্থা তাতে এলজি ফোন কেনা খুব কস্টকর ৷ কিনতু সম্প্রতি এলজি কয়েকটি কম দামের (10-20)ফোন লঞ্চ করেছে ৷ 

আমি আজ lg w30 pro এর রিভিউ দেখাবো ৷ 

 

হাইলাইটঃ

  • W30 দিয়ে ৫১ঘন্টা ৫০মিনিট কলে কথা বলতে পারবেন, ৯ ঘন্টার উপরে গেমস খেলতে পারবেন ৷  
  • সামনের 16 Megapixel Camera ফুল HD video Recording (1080).
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন 632 (14 এনএম), 4 জিবি র‌্যাম, অক্টা কোর  প্রসেসর, 64 GB Rom & supports up to 512GB
  • ফাস্ট চার্জিং সুবিধা (৩৫ মিনিটে ৫০% চার্জ হবে) ৷

Price: আনঅফিসিয়াল মুল্য ১৫,৫০০ টাকা ৷

LG W30 Pro Full Specifications

? কালার 

?Display   

Size:    6.22 inches

Resolution:    HD+ 720 x 1520 pixels (270 ppi)

Technology:    IPS LCD Touchscreen

Features:    Multitouch

?Back Camera   

রেজোলিউশন    Triple 13+8+5 Megapixel

Features    PDAF, LED flash, ultrawide, depth, HDR & more

Video Recording    Ultra HD (2160p)

?Front Camera   

রেজোলিউশন 16 মেগাপিক্সেল,

Features F / 2.2, ভিডিও রেকর্ডিং পুরো এইচডি (1080 P)

?Battery   

Type and Capacity    Lithium-polymer 4050 mAh (non-removable)

Fast Charging (50% in 35 minutes)

?Performance   

Operating System    Android Pie v9.0, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 632 (14 এনএম), র‌্যাম 4 জিবি,প্রসেসর অক্টা কোর, 1.8 গিগাহার্টজ পর্যন্ত, জিপিইউ অ্যাড্রেনো 506 ৷

Capacity

RAM: 4GB

ROM: 64GB, expandable up to 512GB

Ports

2 + 1 card slot

Type-C USB

Security   

Fingerprint & Face Unlock

Connectivity

Dual-band Wi-Fi, Bluetooth 4.2, OTG


যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
So, কেমন লাগলো এলজি w30 pro রিভিউ, কমেন্ট করতে ভুলবেনা ৷

 

19 thoughts on "কম বাজেটে (৳১৫,৫০০) সেরা স্মার্ট ফোন LG W30 pro বাংলা রিভিউ না দেখলে মিস করবেন"

  1. Vodrosoytan Contributor says:
    Sob kisui thik thak but processor???
    1. sopon Author Post Creator says:
      কোয়ালকম স্ন্যাপড্রাগন 632 ( 1.8 গিগাহার্টজ, জিপিইউ অ্যাড্রেনো 506 )
    2. Vodrosoytan Contributor says:
      15k budget a 635 moteo jay na
    1. sopon Author Post Creator says:
      কই বেশি ৷ এলজি এতো কম মুল্যে বাজারে পাওয়া যাবে সেটাই বড়
  2. Rasel khan Contributor says:
    কোয়ালকম স্ন্যাপড্রাগন 632, এটা ভালো না ভাই,,
    1. sopon Author Post Creator says:
      তাহলে কোন প্রসেসর ভালো
    2. Rasel khan Contributor says:
      মিনিমাম 665 দেওয়ার দরকার ছিল,
  3. Mr_Triple_X Contributor says:
    vai lg, symphony ki amdr deser brand ?
    1. sopon Author Post Creator says:
      Lg কোরিয়া & samphony বাংলাদেশি
  4. rasel336 Contributor says:
    Version 9 এটা ভাল লাগেনি
    1. sopon Author Post Creator says:
      Wellcome…bro
  5. Emon One1 Contributor says:
    Ar thaki official xiaomi poco m3 valo. Bad phone.
    1. sopon Author Post Creator says:
      কখনো এলজি ব্যবহার করেছিলেন?
  6. Emon One1 Contributor says:
    Ar thaki official xiaomi poco m3 valo.
    1. sopon Author Post Creator says:
      হতে পারে
  7. Rasedul Hasan Contributor says:
    ভাই, এইদামে ডিসপ্লে কোয়ালিটি হেভি নরমাল….ব্যাটারি যেখানে অন্য ব্র‍্যান্ড 5k+ দিচ্ছে সেদিকে পিছিয়ে….ব্যাক ক্যামেরা আরো ভালো করা উচিত ছিল…তাছাড়া প্রসেসর ব্যাপক চার্জ ড্রপ করে….আর এদিকে ব্যাটারি… এছাড়া এর থেকে কম বাজেটে xaomi poco m3 এবং narzo 20 ব্যাপক ভালো পারফরম্যান্স দিবে….ভাই এইটা ২০১৯ হলে ১৫ হাজারে ভালো ছিল…আমার মতামত ২০২১ এসে এটা খুব বাজে ফোন
    1. sopon Author Post Creator says:
      মতামত ভালো করেছেন

Leave a Reply