ট্রিকবিডির প্রিয় দর্শকেরা আসা করি সকলেই ভালো। অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটি পোস্ট নিয়ে হাযির হলাম।আসা করি সকলে মনযোগ সহকারে পোস্টটি পরবেন।পোস্ট টি ভাল লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর বেশি কথা না বারাই।

মোবাইল জগতে প্রতিযোগিতা চলছে কে কাকে দমিয়ে উপরে উঠতে পারে। সম্প্রতি কিছুদিন আগেই বাজারে আসা ফোন Reame 9 pro plus unofficial ভাবে বাংলাদেশের বাজার দখল করে নিচ্ছে।আবার তারা আরেকটি ফোন লঞ্চ করতে যাচ্ছে।Realme GT Neo3

TENAA সার্টিফিকেশন সাইট থেকে মোবাইল এর ডিজাইন এর ছবি পাওয়া গেছে।

ফোন টিতে যা যা থাকছে :

১.ফোনটিতে প্রথমবারের মত থাকছে পাঞ্চ-হোল কাটিং।

২. ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। যেখানে ওআইএস (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।

৩.থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৪.6.7 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে থাকবে যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

৫.শোনা যাচ্ছে যে সম্ভবত ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর টি ব্যবহার করা হবে ফোন টিতে। তবে এই বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি।

৬.ফোন টির তিনটি ভ্যারিয়েন্ট আসতে পারে ৬/৮/১২ জিবি র‍্যাম।তবে সব সময়ের মত বাংলাদেশে সবচেয়ে বেশি ভ্যারিয়েন্ট অফিসিয়াল ভাবে পাবেন বাকি ভ্যারিয়েন্ট আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে।

৭.৫ জি প্রসেসর এবং ৫১২ জিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন।

৮.সফ্টওয়্যার হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১২ ওএস ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ দেখা যেতে পারে।

৯.এর মধ্যে একটি মডেল ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ অফার করতে পারে, যেখানে অন্যটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

১০.৫০ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর, ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি সেন্সর দেখা যাবে বলে আশা করা যায়। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এর সামনের দিকে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে আশা করা যায়।

যতটুকু জানা গেছে তত টুকুই আপনাদের জানলাম।কোম্পানি কোন ধরনের পরিবর্তন আনলে আপনাদের জানানর চেষ্টা করব ইনশাল্লাহ।

ফেসবুকে আমি:For any problem

অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:

Telegram Channel

Leave a Reply