সেপ্টেম্বরে রিলিজ হয়ে গেলো রেডমি নতুন বাজেট কিল্লার! প্রথমেই এর স্পেসিফিক্যাশন জেনে নিব। তারপর এ আসব আমার ব্যক্তিগত মতামতে।

ইন্ট্রোডিউসিং ইউ উইথ নিউ শাওমি রেডমি এ১

  • মডেলঃ Xiaomi Redmi A1
  • বাজারমূল্যঃ₹ 6,299 ইন্ডিয়ান রুপি। বিডিটিঃ ৯০০০ টাকা (এক্সপেক্টেড)
  • র‍্যামঃ ২ জিবি
  • রমঃ ৩২জিবি। (ডেডিক্যাটেড SDCard স্লট থাকছে। ইউ ক্যান স্প্যান্ড)
  • কালার ভ্যারিয়েন্টঃ লাইট গ্রিন, লাইট ব্লু, ব্ল্যাক
  • ফোনটি রিলিজ হয়ঃ সেপ্টেম্বর ৯, ২০২২

ডিস্প্লেঃ

  • ডিস্প্লে সাইজঃ ৬.৫২ইঞ্চি
  • ডিস্প্লে রেজুলেশনঃ ৭২০ x ১৬০০
  • ডিস্প্লে রেশিওঃ ২০ঃ৯
  • পিপিআই ডেন্সিটিঃ ~২৬৯

এবার আসি মৌলিক স্পেক্সগুলোতে যা না জানলেই নয়ঃ

  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড। ফোনটি রান করবে এন্ড্রয়েড ১২ (গো ইডিশনে)
  • নেটওয়ার্ক ব্যান্ডসঃ ২জি/৩জি/৪জি। থাকছে ডাবল সিম স্লট
  • চিপসেটঃ মিডিয়াটেক হেলিও এ২২ (১২ ন্যানোমিটার)
  • সিপিইউঃ কোয়াডকোর ২.০ GHz কোরটেক্স-এ৫৩
  • জিপিইউঃপাওয়ারভিআর জিই৮৩২০

ব্যাটারীঃ

  • টাইপঃ লিও-পলিমার ৫০০০ এম্পিআর, নন-রিমুভেবল
  • চার্জিং সুবিধাঃ টাইপ-বি তে চার্জ হবে ব্যাটারী। যার জন্য রয়েছে মাইক্রো ইউএসবি ২.০ পোর্ট।

ক্যামেরাঃ

  • ফ্রন্টঃ ৫ মেগাপিক্সেল, এপার্চার এফ/২.২
  • ব্যাকঃ ২টি ক্যাম [৮ মেগাপিক্সেল, এপার্চার এফ/২.০ (ওয়াইড লেন্স) + ০.৮ মেগাপিক্সেল (কিউভিজিএ)]
    ব্যাককেমেরার সাথে ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকছে এবং থাকছে এইচডিআর সাপোর্ট

এছাড়া থাকছেঃ

  • হেডফোন এক্সপেরিয়েন্স নেয়ার জন্য ৩.৫এমএম জ্যাক
  • জিপিএস তো থাকছেই
  • ব্লুটুথ ৫.০, এটুডিপি, এলই
  • ওহ ফোনটির ওজন বলতে তো ভুলেই গেলাম, যা কিনা ১৯২ গ্রাম

ফোনটির যে দিকগুলো ভালো লেগেছেঃ

  • ফোনটিতে থাকছে ৫০০০ এম্পিআরের ব্যাটারি; যা দিয়ে কিনা একদিন টানা চলার কথা। নর্মাল ইউজে দুইদিন যাবে।
  • মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট পাচ্ছেন, যা কিনানেই বাজেটে ভালোই বলা চলে।
  • গেমিং প্রসেসর উনিটটা আমার কাছে ভালো লেগেছেঃ পাওয়ারভিআর জিই৮৩২০। সাধারণত ১৪/১৫হাজার টাকার ফোন মডেলগুলোতে এই জিপিউ পাওয়া যায়। সেই হিসেবে সাশ্রয়ী রেটেই পাচ্ছেন।
  • ফোনটা দেখতে মোটামুটি প্রিমিয়াম লুক দেয়
  • এন্ড্রয়েড ১২ গো ইডিশন দেয়ায় সাপোর্টিভ লেগেছে। যেহেতু ২/৩২ জিনি ভ্যারিয়েন্ট একটু স্লো তো হবেই। কিন্তু গো ইডিশন দেয়ার ফলে স্টোরেজ কম ইউজ হবে এবং পার্ফর্মিং এর সময় ল্যাগ কম পাবেন

ফোনটির যে দিকগুলো ভালো ঠেকেনি আমার কাছেঃ

  • প্রথমত এর ক্যামেরা, নূন্যতম ফ্রন্টে ৮ এবং ব্যাকে ১৩ এক্সপেক্ট করছিলাম।
  • নেই ফাস্ট চার্জিং সুবিধা, নেই টাইপ-সি চার্জিং পোর্ট। ফলে ৫,০০০ এম্পিয়ার ব্যাটিরিটি চার্জ দিতে আপনাকে ভালো বেগ পেতে হবে?
  • ভালো পার্ফর্ম্যান্স এর তুলনায় ভালো ক্যামেরা যদি আপনার প্রায়োরিটি হয়, তাহলে এই ফোনটি আপনার জন্য নয়

.

শুধু ক্যামেরা ছাড়া বাদ বাকি স্পেক্স আমার ভালোই লেগেছে। বাজেটের তুলনায় ভালোই পার্ফর্ম্যান্স এক্সপেক্ট করতে পারেন আপনি শাওমি রেডমি এ১ থেকে।
আপনার কাছে এস্পেক্সগুলি কেমন লেগেছে? জানাবেন। আর সময় পেলে আমার সাইট থেকে ঘুরে আসবেন

27 thoughts on "বাজারে এসে গেল শাওমি নতুন বাজেট কিলার রেডমি এ১ [স্পেক্স+রিভিউ]"

  1. Najmul Nazu Author says:
    GSMARENA এর বাংলা ভার্শন!
    1. Xein Ahmed Author Post Creator says:
      porisrom kom hoyni post ti likhte? but ekta demo ready hoye gelo, erpr ei demo diyei onk specs+review lekha jbe?
    2. Najmul Nazu Author says:
      তা অবশ্য ঠিক ?
    3. Xein Ahmed Author Post Creator says:
      কিছু ঠিক নাই! পড়াশুনার ১২টা বাজতাসে?
    4. MD Zakaria Contributor says:
      জি অনেকটাই মিল আছে
  2. Alex Razib Contributor says:
    ভাই আপনার মতো ওয়েবসাইট বানাবো কিভাবে?
    1. Xein Ahmed Author Post Creator says:
      blogger theke banate prben. bt amr theme ta personally customized kora. erkm theme chaile jogajog krte paren amr sthe
    2. MD Zakaria Contributor says:
      শুরুটা bolgger diye করতে পারেন তবে wordpress রিকমেন্ডেড
  3. MD Zakaria Contributor says:
    Post aro detailed howa uchit
    1. Xein Ahmed Author Post Creator says:
      kheyal thkbe?
  4. AMIT✪ Author says:
    Low Badget Ar Maje Best akta Phone
    1. Xein Ahmed Author Post Creator says:
      hae! arh je price rate dekhlm india te pura market nerechere dbe model ta
    2. AMIT✪ Author says:
      Hmm Ato Low Hole To Market A Agun Tulbe
  5. MD Musabbir Kabir Ovi Author says:
    আমার পার্সোনালি ভালো লাগে নী
    1. Xein Ahmed Author Post Creator says:
      shavabik?
    2. MD Zakaria Contributor says:
      এই দামে এরকম ডিভাইস বাজারে খুব কমই আছে
  6. Aubdulla Al Muhit Contributor says:
    ২ জিবি র্যামের মোবাইল আজ কাল কেউ পছন্দ করে না । কারণ এগুলো গেম খেলার জন্য উপযোগী নয় । ব্রাউজিং ও ভিডিও দেখার জন্য বেস্ট ফোন হবে ।
    1. Xein Ahmed Author Post Creator says:
      হুম। কিন্তু এই প্রাইসরেটে ৩জিবি কে দিবে ইনফিনিক্স ছাড়া??
    2. MD Zakaria Contributor says:
      আপনাকে দামের কথাটা মাথায় রাখতে হবে
  7. MD Zakaria Contributor says:
    দাম অনুযায়ী আমার কাছে অনেক বেস্ট একটা ডিভাইস
    1. Xein Ahmed Author Post Creator says:
      pricerange er ktha mthy rkhle xiaomi shbshmy best
  8. MD Zakaria Contributor says:
    জি ভাই ঠিক বলছেন এজন্য শাওমি সবচেয়ে বেশি বিক্রি হওয়ার রেকর্ড অর্জন করেছিল
    1. Xein Ahmed Author Post Creator says:
      tai naki? kto shale?
  9. MD Zakaria Contributor says:
    আমার যতদূর মনে পড়ে ২০২১ সালে
    1. Xein Ahmed Author Post Creator says:
      amar janamote 2017-19 ei timeline ea xiaomir rajotto chilo shbcheye beshi
  10. MD Zakaria Contributor says:
    ২০২১ সালেও mi এর রাজত্ব বেশ ভালো ছিল
    1. Najmul Nazu Author says:
      করোনার আগেই যা দাপট ছিলো। এখন সেটা ধীরে ধীরে কমতেছে। মার্কেটের বড় অংশ রিয়েলমী দখল করতেছে।

Leave a Reply