আসসালামু আলাইকুম
নোকিয়া বাজারের অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের তুলনায় প্রতিযোগিতায় বলা যায় ভালোই পিছিয়ে আছে। সে যায় হক না কেন নোকিয়া প্রতিনিয়তই চেষ্টা করছে সবার সাথে টেক্কা দেওয়ার। তার ধারাবািকতায় Nokia তাদের Nokia G সিরিজে নতুন 5G স্মার্টফোন যোগ করেছে- Nokia G400 5G ।
এটি ভারতে 18 জানুয়ারী 2023-এ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে এবং যার প্রত্যাশিত মূল্য 19,990 টাকা থেকে শুরু হবে। যা বাংলাদেশী টাকায় দাড়ায় 25,300 টাকার আশেপাশে।
এটিতে Fingerprint Sensor এবং Face Unlock থাকবে এবং এটি Meteor Gray রঙে আসবে।
Nokia G400 5G এর বিশেষত্ব –
নোকিয়ার এই স্মার্টফোনটিতে 1080*1920 পিক্সেল সহ 6.5 ইঞ্চি FHD+ রেজোলিউশন এর ডিসপ্লে থাকবে এবং ফোনটির থীকনেস হবে 8.8mm।
Nokia G400 5G এ একটি অক্টা-কোর 480+ প্রসেসর থাকবে যা 4GB র্যাম এবং 64GB মেমরির সাথে লঞ্চ করা হবে যা 1TB মেমোরি পর্যন্ত বাড়ানো যাবে।
এই ডিভাইসটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে – একটি f/1.8 অ্যাপারচার সহ 48MP এর একটি মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার সহ 5MP এর একটি সেকেন্ডারি ক্যামেরা, f/2.4 অ্যাপারচার সহ 2MP এর একটি ক্যামেরা এবং 16MP এর একটি ফ্রন্ট ক্যামেরা। কিন্তু ফ্রন্ট ক্যামেরা Water Drop নচ হওয়ার একটু পুরানো পুরানো লুক দেয়।
এতে 5000mAh এর লি-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে USB টাইপ C সহ 20W ফাস্ট চার্জিং রয়েছে।
ডিভাইসটিতে ন্যানো সাইজের ডুয়াল সিম স্লট রয়েছে এবং শুধুমাত্র একটি সিমে 5G নেটওয়ার্ক সমর্থন করবে।
এতে রয়েছে 5G, 4G, 3G, 2G, VoLTE, wifi এবং ব্লুটুথ v5.1।
এর সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনটিকে একটি স্টাইলিশ লুক দেয়। অন্যান্য সেন্সরগুলির মধ্যে রয়েছে – প্রক্সিমিটি, অ্যাক্সিলোমিটার, ব্যারোমিটার, জাইরো, কম্পাস।
তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।
24 thoughts on "বাজারে আসতে চলেছে নোকিয়ার নতুন ফোন Nokia G400 5G."