আসসালামু আলইকুম

তো ফাইনালি Infinix তাদের নতুন ফোন 05 অক্টোবর 2022-এ ঘোষণা করে দিল যার নাম Infinix Zero Ultra এবং এই মাসে লঞ্চ করা হবে এই ফোনটি। এই ফোনে রয়েছে দুর্দান্ত কিছু জিনিস। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসা যাক এর স্পেসিফিকেশন।

ডিসপ্লে:

এতে রয়েছে 6.8 ইঞ্চি AMOLED টাচস্ক্রিন, 16M কালার সমর্থিত। পাঞ্চ-হোল ডিসপ্লে ফোনটির রেজোলিউশন 1080 x 2400 পিক্সেল, যার পিপিআই 387।

বডি এবং সেন্সর:
সামনে গ্লাস, প্লাস্টিকের ফ্রেম এবং পিছনে প্লাস্টিক এর তৈরি। মোবাইলটি বাজারে ২টি রঙে পাওয়া যাচ্ছে। রঙগুলি হল কসলাইট সিলভার এবং জেনেসিস নয়ার। সেন্সর এর মধ্যে প্রায় সবগুলি সেন্সরই পাওয়া যাবে। যেমন: অ্যাক্সিলোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস সেন্সর রয়েছে। আন্ডার ডিসপ্লে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট বেশ সঠিকভাবে এবং দ্রুত কাজ করবে। ফেস আনলক ও আছে।

কানেকটিভিটি:
ফোনটিতে 2G, 3G, 4G এবং 5G নেটওয়ার্ক সুবিধা রয়েছে। তাছাড়া GPRS এবং EDGE সুবিধাও রয়েছে। HSPA 42.2/11.5 Mbps, LTE-A Cat7 300/75 Mbps৷

কর্মক্ষমতা:
ফোনে Android 12 অপারেটিং সিস্টেম এবং MediaTek Dimensity 920 (6 nm), Octa-core (2×2.5 GHz Cortex-A78 এবং 6×2.0 GHz Cortex-A55)।

RAM এবং ROM:
কোম্পানি ফোনটির 8GB/256GB এর একক ভেরিয়েন্টে লঞ্চ করবে। গেমিং এর ক্ষেত্রে গ্রাফিক্স, র‍্যাম মোটামুটি ভালো। FHD-মানের গ্রাফিক্স গেমগুলি সহজেই চালানো যাবে এবং বেশ স্মুথভাবে খেলা যাবে।

ক্যামেরা:
ফোনের পিছনে রয়েছে 200MP+13MP+2MP যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 4K@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে একটি 32MP সেলফি ক্যামেরা রয়েছে যা দিয়ে আপনি সুন্দর মানের ছবি এবং সেলফি তুলতে পারেন। আপনি সামনের ক্যামেরা দিয়ে সর্বাধিক 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন৷ ফোনের ক্যামেরা দিয়ে উচ্চ-মানের সেলফির কাজ অনায়াসে করা যায়।

ব্যাটারি:
মোবাইলটিতে একটি নন রিমুভাবল Li-Polymer 4500 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে আপনি গড়ে 140 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম এবং 18:46 ঘন্টা নেট ব্রাউজিং পেতে পারেন। সম্পূর্ণ চার্জে, আপনি 3G-তে প্রায় 34:08 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন। ফোনটিতে 180W সুপার ফাস্ট চার্জিং রয়েছে যাতে করে সম্পূর্ণ চার্জ হতে মাত্র 12 মিনিট সময় নেবে।

Price: এর দাম USA তে 399 ডলার যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে 41,000 টাকার আশেপাশে হয়।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

14 thoughts on "Infinix Zero Ultra. 200MP Camera. আসলে কেমন? ফুল স্পেসিফিকেশন।"

  1. Avatar photo TAHER Author says:
    দামসহ উল্লেখ করবেন ?
    1. Avatar photo Ashraful Author Post Creator says:
      Dam to ekhono announc hoini. Dam jana gele post update kore debo
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    Infinix ফোন গুলো আমার কাছে ভালোই লাগে
    1. Avatar photo Ashraful Author Post Creator says:
      Hmm. Valo
  3. Avatar photo Sajid Blue Author says:
    S23 Ultra নিয়ে পোস্ট করেন
    1. Avatar photo Ashraful Author Post Creator says:
      Ok
  4. Avatar photo RJ Sohel Contributor says:
    দম বলবেন না??
    1. Avatar photo Ashraful Author Post Creator says:
      Dam ekhono jana nei. Jana gele edit kore debo.
    2. Avatar photo RJ Sohel Contributor says:
      দাম জানেন না আর বলছেন “মোবাইলটি বাজারে ২টি রঙে পাওয়া যাচ্ছে। ”
      বাহহ বাহহ?
  5. Avatar photo RJ Sohel Contributor says:
    দাম জানেন না আর বলছেন “মোবাইলটি বাজারে ২টি রঙে পাওয়া যাচ্ছে”
    বাহহ বাহহ??
    1. Avatar photo Ashraful Author Post Creator says:
      Vaia ektu mathai buddhi thakle ei kotha bolten na. Phone launch houar age er dam bole na. Kintu onek kichu tease kore dei. Like colors, ram, rom, fast charging etc. Asha kori bujhechen.
    2. Avatar photo RJ Sohel Contributor says:
      Onk kicu age ber hoy jani?..

      Apni je bolsen bazar e pawa jasse??
      Copy paste nki?

    3. Avatar photo Ashraful Author Post Creator says:
      Apnare bujhano amar shomvob nah. Aar price update kore disi.

Leave a Reply