- আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।
বর্তমানে বাজারে Infinix কোম্পানি ব্যাপকহারে জনপ্রিয়তা অর্জন করে আসছে। আজকে আপনাদের মাঝে infinix কোম্পানির একটি স্মার্টফোন Infinix Hot 20s এর সম্পন্ন রিভিউ শেয়ার করব।
অনেকে ভাবতেছে এই স্মার্টফোনটি কেনা ঠিক হবে কিনা, আজকের আর্টিক্যালটি মনোযোগ সহকারে পড়লে, আপনি নিজেই ধারনা নিতে পারবেন যে,এই স্মার্টফোনটি কেনা ঠিক হবে কিনা।
এক এক সময় বাজারে এক এক কোম্পানির ফোনগুলো ভালো বিক্রি হয়। তবে এখন অন্যান্য কোম্পানির মতো Infinix কোম্পানি বাজারে ভাল স্থান পেয়েছে।
কথা না বাড়িয়ে শুরু করা যাক,
Infinix Hot 20s
স্মার্টফোনটির কিছু ফটো দেখে নিনঃ-
স্মার্টফোনটি প্রথম বাজারে আসেঃ- ১৩ই অক্টোবর ২০২২
স্মার্টফোনটির কালারঃ- Sonic Black, Tempo Blue,
Fantasy Purple, Light-rider White.
নেটওয়ার্কঃ- ২জি ৩জি-৪জি।
সিমঃ ডুয়েল ন্যানো সিম।
ডুয়েল ব্যান্ড হটস্পট।
ব্লুটুথঃ ভোল্টেজ ৫.০
ওটিজি সাপোর্ট করবে।
ইউএসবি টাইপ -সি।
পান্স হোল বডি।
সাইজঃ ৬.৭৮ ইঞ্চি।
রেজুলেশনঃ ফুল এইচডি ১০৮০*২৪৬০ পিক্সেল।
আইপিএস এলসিডি টাসস্কীন।
ব্যাক ক্যামেরাঃ ট্রিপল ৫০ ২ ২ মেগাপেক্সেল।
ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপেক্সেল।
( ব্যাক ক্যামেরা অসাধারণ লুক দেয়া হয়েছে)
ব্যাটারিঃ ৫০০০ এম্পেয়ার, নন রিমুভেবল।
১৮ ওয়ার্ড ফাস্ট চার্জিং।
অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ১২।
চিপসেটঃ MediaTek Helio G96 (12 nm)
র্যামঃ ৮ জিবি(৫ জিবি এক্সটার্নাল)।
রমঃ ১২৮ জিবি।
প্রসেসরঃ Octa-core, up to 2.05 GHz
ফিংগারপ্রিন্টঃ সাইড মাউন্টেড।
দামঃ ১৮,৯৯০ টাকা।
এই স্মার্টফোনটির সকল কনফিগার এবং দাম দেখতে পেলেন।
এই স্মার্টফোন এই বাজেটে অনেক সুন্দর কনফিগার দিয়েছে। এখন আপনি কিনবেন নাকি কিনবেন না এটি আপনি দেখে ডিসিশন নিবেন।
আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-
- ধন্যবাদ।
19 thoughts on "Infinix Hot 20s রিভিউ, স্মার্টফোনটি কেনা ঠিক হবে কিনা, দেখে নিন।"