নিত্য নতুন স্মার্টফোন বাজারে আসতেছে প্রযুক্তিপ্রেমীদের চমকে দিতে, আর সেই চমক আরো বাড়াতে Oppo A57 বাজারে নিয়ে আসছে মুঠোফোন নির্মাতা কোম্পানি অপো।

স্মার্ট ফোন যেন এখন মানুষের নিত্য প্রয়োজনীয় গেজেট, মানুষের ডিজিটাল লাইফকে এখন আরো আধুনিক করে তুলছে সাশ্রয়ী দামের সব উদ্ভাবনী ফিচারস সমৃদ্ধ ফোন।

দেশের বাজারে সাশ্রয় দামে উন্নত ফিচার সমৃদ্ধ স্মার্ট ফোন oppo a57 উন্মোচন করেছে।

ডিভাইসটি ওপো কোম্পানির এ সিরিজের আগের ফোন গুলোর চাইতে আরো বেশি উন্নত প্রযুক্তি সমৃদ্ধ।

ব্যাটারি সম্পর্কে জানি চলুন-
oppo a57 ডিভাইস এ ৩৩ ওয়াটের সুপার ফ্লাশ চারজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরফলে ফোনটি মাত্র ৩০ মিনিটে শূন্য থেকে একান্ন শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া যায়।

এছাড়া পাঁচ মিনিট চার্জ দিয়ে ব্যবহারকারি তিন ঘন্টারও বেশি কথা বলতে পারবেন।

ওভারভল্টেজ এবং ওভার কারেন্ট প্রটেকশন প্রযুক্তি ফোনটির ৫০০০ মিলিমিয়ার এর শক্তিশালী ব্যাটারিকে খুবই সুরক্ষিতভাবে চার্জ করবে। টেম্পারেচার সেন্সর ব্যাটারিকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষিত রাখে।

সম্পূর্ণ চার্জের মাধ্যমে oppo a57 ডিভাইস দিয়ে ১৫ ঘণ্টা youtube স্টিমিং করা যাবে, এবং স্টান্ড বাই মুডে ১২.৭ দিন পর্যন্ত চার্জ থাকবে।

এবার বলি ক্যামেরার প্রসঙ্গে-
ডিভাইস টিতে ব্যবহার করা হয়েছে এ আই ডুয়েল ক্যামেরা সেটআপ সহ আলট্রা হাই রেজুলেশনের ১৩ মেগাপিক্সেল এর ক্যামেরা ও এ আই সহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

স্পিকার-
oppo a57 ডিভাইসে রয়েছে আল্ট্রা লিমিয়া স্টিরিও স্পিকার। যা ব্যবহারকারীদের জন্য বিনোদনের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করবে।

রেসপন্স পারফরম্যান্স-
এই ফোনের র্যাম সম্প্রসারণ প্রযুক্তি এবং octa core প্রসেসর এর কারণে অ্যাপ চালু করা এবং এক অ্যাপ থেকে আরেক অ্যাপ এ যাওয়া এখন আগের চেয়ে আরো দ্রুত এবং সহজ।

ডিসপ্লে-
বিনোদনের অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে ডিভাইস টিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির কালার রিচ ডিসপ্লে যা গেম মুভি বা ছবি দেখার ক্ষেত্রে উন্নত ও অসাধারণ কালার অভিজ্ঞতা দিবে। আউটডোর এর ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করবে ডিভাইসটির ৬০০ নিটস উজ্জ্বলতা।

মাত্র দুই নিটস ব্রাইটনেস এর সাহায্যে রাতে চোখের ওপর কোন চাপ ফেলা ছাড়াই নিরি বিচ্ছিন্ন ব্রাউজিং অভিজ্ঞতা উপভোগ করা যাবে।

কালার-
Oppo a57 ডিভাইসটি blowing green, এবং ব্লোইং ব্ল্যাক এই দুইটি ট্রেন্ডি রঙে পাওয়া যাচ্ছে।

ও-এস-
ডিভাইসটির কালার ওএস ১২.১ সুরক্ষা ও পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি চার্জ শেষ হয়ে যাওয়ার সময় সিপিইউ এর স্পিড ও কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য ডিভাইসটিতে রয়েছে সুপার পাওয়ার সেভিং মোড।

আপনার কি ওয়েবসাইট লাগবে? আমার কাছ থেকে চাইলেই আপনি ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন- আমার ফেসবুক আইডি: http://fb.com/Anamika016

এখানেই শেষ করছি আজকের পোস্ট দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত TrickBD এর সাথেই থাকুন।

7 thoughts on "Oppo A57 – বাংলা রিভিউ"

  1. MD Hasan Xhmed Contributor says:
    ভালোই আছে ফোনটি।
  2. Abubokor Neo Contributor says:
    ধন্যবাদ ভাইয়াআআআ
  3. Asif Contributor says:
    রেম , রম বলে দিলে ভালো হতো
  4. ishan Contributor says:
    Oppo র মতো বাজে ফোন,জীবনে দেখিনি?
    হ্যাং এর রাজা, ওয়াইফাই range অনেক কম,lag করে,ওজন বেশি:: একেবারে বিরক্তিকর মোবাইল?️
    1. Asif Contributor says:
      oppo এর কম দামি ফোন গুলায় এই প্রব্লেম বেশি দেখা যায় ।
  5. MD Musabbir Kabir Ovi Author says:
    Oppo ভালো ফোনের মধ্যে পড়ে

Leave a Reply