আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছে। স্মার্টফোন আমাদের নিত্য প্রতিদিনের সাথি। বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া একটি মুহুর্ত চিন্তা করা প্রায় অসম্ভব। সাম্প্রতি সময়ে টেকনো মার্কেটে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে যেটি বাজারে অনেক সারা ফেলেছে। যা অনেকের কাছে গরিবের আইফোন নামে পরিচিতি পেয়েছে।
টেকনোর এই ফোনটি মডেল Tecno Note 10 Pro। যা ক্যামেরা মডিউল প্রায় আইফোনের মতোনই দেখতে। এছাড়া মিড বাজেটের এই স্মার্টফোনটিতে রয়েছে গ্লাস বডি। Tecno Spark 10 pro 2023 মডেলের নতুন স্মার্টফোন ২৩ মার্চ ১ম রিলিজ হয় ৷ এর মধ্যে বেশ নজরে এসেছে ৷ মিড রেঞ্জের এ স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে বড় পর্দা, বিশাল ব্যাটারি, 32mp সেলফি ক্যামেরা, শক্তিশালী র্যাম-রম। এবং 18W Fast Charging।
স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। যার পিপিআই ব্রাইটনেস ৩৭৫। যা এই বাজেটের স্মার্টফোনের জন্য স্বাভাবিক। তবে, ডিস্প্লেটি কি দ্বারা প্রোটেকটেড তা জানা জায়নি। আর এই ডিস্পপ্লেটির সাইজ 6.8″। এছাড়াও ডিসপ্লেটি 90Hz সমর্থন করে। এই বাজেটের মধ্যে ফুল এইচডি সাথে ৯০ হার্জ খুব কমই দেখা যায়
স্মার্টফোনটিতে ৫০০০ এম্পিয়ার নন রিমুভেবল Li-po ব্যাটারি পাবেন। স্মার্টফোনটি ফার্স্ট চার্জিং সমর্থন করে। বক্স কনটেন্টে 18W এর একটি চার্জার পেয়ে যাবেন।
ফোনটিতে পাবেন Octa-core (2×2.0 GHz Cortex-A75 & 6×1.8 GHz Cortex-A55)। অর্থাৎ G88 Gaming Processor। যারা গেমিং এর জন্য ফোনটি কিনতে চান তারা ফোনটিকে নির্বাচন করতে পারেন। ফোনটির গেমিং এক্সপেরিয়েন্স কেমন এটি ভালো ভাবে জানার জন্য আপনি ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে নিতে পারেন।
সঙ্গে রয়েছে 4/8 GB র্যাম এবং128/256 GB রম ৷ আলাদা মাইক্রো এসডি কার্ড বা ডেডিকেটেড স্লট সাপোর্ট করবে ।
ক্যামেরা হিসাবে রয়েছে 50MP AI Triple Rear Camera with Dual Flash এবং 32MP Front Camera with Dual Flash। ছবির কোয়ালিটি খুব যে ভালো তা নয়। তবে এই বাজেটে মানিয়ে নেওয়ার মতোন।
ফোনটি ২টি কালারে পাওয়া যাবে ৷ Starry Black এবং Pearl White।
Tecno Spark 10 pro 2023 স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট ফোনের সাইডে থাকবে । পাশাপাশি ফোনটিতে ফেইস আনলক তো আছেই।
ফোনের সিম নেটওয়ার্ক সাপোর্ট, ওয়াইফাই স্পিড, ভয়েজ কল এককথায় অসাধারণ। এই নিয়ে কোন অভিযোগ করার উপায় নেই। ব্লুটুথ, ওয়াইফাই স্পিড, ইন্টারনেট স্পিড যথেষ্ট ভালো, কারন সকল অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। Tecno Spark 10 pro 2023 স্মার্টফোনটি হ্যাং হওয়া বা ফোন স্লো হওয়ার সম্ভাবনা অনেক কম। G88 প্রোসেসরটি অনেক স্ট্যাবল ও দারুন একটি প্রসেসর এই বাজেটে। নিয়মিত ব্যাবহারে ফোনটিতে হিটিং ইস্যু থাকার সম্ভাবনা কম। টাচ রেসপন্স খুবই ভালো। ক্রেতাদের মনকার মত সমর্থ রাখে৷
আশা করি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Tecno Spark 10 pro 2023 মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন।
বর্তমানে মার্কেটে দুই ভেরিয়েন্টে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। একটি ৪ জিবি এবং অপরটি ৮ জিবি। ৪ জিবি র্যাম ভেরিয়েন্টের স্মার্টফোনটির বর্তমান মার্কেট প্রাইজ ১৫,৬৯০ টাকা এবং ৮ জিবি র্যাম ভেরিয়েন্টের মূল্য ১৭,৯৯০ টাকা। অনলাইন থেকে (যেমনঃ দারাজ) থেকে ফোনটি কিছু টাকা ছাড়ে পেলেও পেতে পারেন।
যদি আপনি আন-অফিশিয়াল ভাবে ফোনটি ক্রয় করতে চান তাহলে বর্তমান বাজার মূল্য থেকে ফোনটি দেড় থেকে দুই হাজার টাকা কমে পেয়ে যাবেন। যে কোন Tecno শো রুম থেকে কিনতে পারবেন৷
আশাকরি আমাদের আজকের এই আর্টিকেল থেকে Tecno Spark 10 pro 2023 মোবাইল সম্পর্কে যে তথ্য জানার প্রয়োজন ছিল সেগুলা জানতে পেরেছেন। এই ধরনের আরো ফোন রিভিউ জানতে ট্রিকবিডিতে চোখ রাখুন ৷ ধন্যবাদ।
চলে এসেছে রমজান মাস। রমজান মাসের সময়সূচি জানতে এই আর্টিকেলটি দেখে আসতে পারেন – রমজানের সময় সূচি 2023। সকল জেলার ক্যালেন্ডার আপনি এখানে পেয়ে যাবেন।
You must be logged in to post a comment.
Hey Imran vai
hmm vai ❤️?
Dam aro komuk. Pore kinbo
Valoi feature ache.
Issss রে লস হয়ে গেলো কয়দিন আগে পোস্ট করলে কিনে নিতাম বেশ ভালো লাগলো