বিসমিল্লাহির রাহমানির রাহিম

হেলো । আসসালামু আলাইকুম । আপনারা সবাই কেমন আছেন ? আমি ট্রিকবিডি থেকে তামিম আছি আপনাদের সাথে। আজকে আমরা Realme এর C সিরিজের একটি ফোন নিয়ে কথা বলব । এর মডেল হলো Realme C33 । রিয়েলমি এর C সিরিজের ফোন গুলোর ডিজাইন অনেকটা আইফোনের মত করা করা হয় । আমরা Realme C33 এর স্পেসিফিকেশন দেখে আসি – 

  • প্রসেসর –  Unisoc Tiger T612 (12 nm)
  • ডিসপ্লে –  IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
  • র‌্যাম –  ৩/৪ জিবি
  • রম- ৩২/৬৪/১২৮ জিবি
  • প্রাইমারী ক্যামেরা – ৫০ + ০.৩ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা – ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারি – ৫০০০ এম্পিয়ার (১০ ওয়াট চার্জিং )

ডিসপ্লে-

এই মোবাইলটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি সাইজের IPS LCD ডিসপ্লে। যার মধ্যে ১৬ মিলিয়ন কালার সাপোর্ট করে। সাথে আছে ৬০ হার্জ রিফ্রেশ রেট । ব্রাইটনেস জনিত কোন সমস্যা নেই । সরাসরি সূর্যের আলোর নিচে চালাতেও কোন সমস্যা হয় না। 

ক্যামেরা-

এই মোবাইলের পিছনে  ২ টি ক্যামেরা রয়েছে । ৫০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা আর একটি সেকেন্ডারি ক্যামেরা । মেইন ক্যামেরা দিয়ে সহজে ফোকাস করে ছবি তোলা যায়। মাঝে মাঝে ছবিতে অতিরিক্ত কালার দিয়ে থাকে । ডেপ্ত সেন্সর ক্যামেরা ঠিক আছে । পোট্রেট মোড দাম অনুযায়ী ঠিক আছে । ১০৮০ পি / ৩০  এফপিএস এ ভিডিও করা যায় । 

৫ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা রয়েছে । দিনের আলোতে সেলফি ক্যামেরা দিয়ে ভালো ছবি পাওয়া যায় । পোট্রেট মোড ও ঠিক আছে । তাছাড়া Gcam এর মতো অন্য ক্যামেরা ব্যবহার করা যায় না । 

ব্যাটারি-

মোবাইলটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে । সাথে ১০ ওয়াট এর চার্জার দেওয়া হয়েছে । মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে ৩ ঘণ্টা সময় লাগে । বেসিক ইউজ করলে ১ দিন এর বেশি ব্যাকআপ পাওয়া যায় । আর রাফ ইউজে ৫ ঘণ্টা ৩০ মিনিটের মতো  স্ক্রীন অন টাইম পাওয়া যায় । 

পারফরম্যান্স-

মোবাইলটির প্রসেসর হলো Unisoc Tiger T612 (12 nm) যা একটি গেমিং প্রসেসর ।  মোবাইলটিতে জিপিইউ রয়েছে Mali-G57 । ৩ জিবি র‌্যাম এর ভেরিয়েন্ট দিয়ে পাব্জি খেললে অনেক সময় ই লেগ এর দেখা পাওয়া যায় । Freefire এর মত গেম মোটামোটি ভালো মত খেলা যায় । COD গেম টি ও ভালো মত খেলা যায় । অতিরিক্ত সময় ধরে গেম খেললে ভালোই গরম হয় । 

 

এই মোবাইল টি ২০২২ সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয় । ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এর ভেরিয়েন্ট টি ১৫ হাজার টাকায় মার্কেট এ পাওয়া যায় । মোবাইল টিতে মাইক্রো  ইউ এস বি  চার্জিং পোর্ট দেওয়া হয়েছে ।চার্জার টা আর একটু বেশি ওয়াট এর দিলে ভালো হতো । এখন কার সময়ে এসে টাইপ-সি পোর্ট দিলে আরও উপকার হতো । মোবাইলটির স্পিকার ও ভালো ছিলো । এই মোবাইল দিয়ে যদি আপনাদের গেম খেলার ইচ্ছা থাকে তাহলে ৩ জিবি র‌্যাম এর ভেরিয়েন্ট টা না নিয়ে আপনারা ৪ জিবি র‌্যাম এর ভেরিয়েন্ট টা নেওয়ার চেষ্টা করবেন । আশা করি আপনারা মোবাইলটি সম্পর্কে ভালো একটি আইডিয়া পেয়ে গিয়েছেন । যদি অন্য কোন ফোনের রিভিউ দেখার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করতে পারেন ।

 

3 thoughts on "Realme C33 – আইফোনের মত দেখতে"

  1. Avatar photo Prantik Sarder Contributor says:
    কিন্তু প্রসেসরটা ভালো দেয় নি।
  2. সাথে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেট
    ভাই এটা কই তেকে পেলে এটা ভুল তথ্য সঠিক করেন এটা
  3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    আইফোন এর মতো হলেও আইফোন তো না ভাই?

Leave a Reply