[Fix][New Method] যারা এখনো ভার্চুয়াল র্যাম তৈরি করতে পারননি বা হচ্ছেনা তারা দেখুন। (CWM ছাড়া)
আমি যে পোস্টটির কথা বলছি–
[Root][Mega Post] 450MB Virtual Ram সকল
রুটেড ডিভাইসের জন্য (No Need To
Damage Sdcard) [High Performanced Ram]
[Gaming] by Riadrox
অনেকই পেরেছেন আমি জানি। তবে কিছু কিছু সমস্যা তো থাকবেই।
এই ধরুন কারও ফোনে
# CWM/TWRP ইনস্টল করা নাই
# Install Zip from sdcard দিলে error দেখায়।
# ফোন ব্রিক হয়।
# র্যাম শো করে না।
# ফোন স্লো হয়।
আরও অনেক। তবে এসব সমস্যা আমি কিংবা আমার দেওয়া স্ক্রিপ্ট সৃষ্টি করে নি। এই সমস্য সৃষ্টি করেছেন হয় আপনি নয়ত আপনার ফোন।
তবে আমি আমার অনেক বন্ধুর ফোনে ট্রাই করে পুরোপুরি সফল হয়েছি।
আজকে আমি সব সমস্যার সমাধান নিয়ে আসলাম সাথে একটি সুন্দর উপায়। যেখানে থাকবে না কোন
ইরর, লাগবে না কোন CWM/TWRP।
যা যা লাগবেঃ
## রুটেড সেট।
## Ram Manager Premium Cracked Latest
## DiskInfo Pro
কার্যপ্রণালিঃ
## Busybox Pro যাদের আগে থেকেই আছে তারা চেক করুন যে লেটেস্ট কিনা!! না হলে লিংক থেকে ডাউনলোড করুন এবং ইনস্টল দেন। এরপর ওপেন করে load হওয়া শেষে Install এ ক্লিক করুন। Congratulation আসলে কাজ শেষ।
## এবার Root explorer দিয়ে রুট ফোল্ডারের /Cache ফোল্ডারে যান। এবার চিত্রের মত কত mb জায়গা ফ্রি আছে দেখে নিন। চাইলে নোট করেও নিতে পারেন।
## Back এ এসে এবার /data ফোল্ডারে যান এবং কত mb free আছে দেখুন।
## দেখতেই পাচ্ছেন আমার ফোনের /cache ফোল্ডারে 363mb মত ফাঁকা আছে আর /data ফোল্ডারে 635mb
## এবার Ram Manager Pro তে গিয়ে Extra তে যান।
## এরপর Swap এ ক্লিক করুন। এবং swap file location এ /cache সিলেক্ট করুন। আর আপনার ফোনের /cache ফোল্ডারে যত জায়গা ফাঁকা আছে তার থেকে ৫০ এমবি কম দেন এবং Create এ ক্লিক করুন।
## আবার Swap এ ক্লিক করুন। এবং swap file location এ /data সিলেক্ট করুন। আর আপনার ফোনের /data ফোল্ডারে যত জায়গা ফাঁকা আছে তার থেকে ৩০০ এমবি কম দেন এবং Create এ ক্লিক করুন।
## Create হয়ে গেলেই কাজ শেষ। ফোন রিবুট দিন।
## Diskinfo তে কত র্যাম হল দেখুন।
১০০% কাজ করবে।
কিভাবে বুঝব র্যাম বাড়ছে??
## বড় গেম এ ঢুকে দেখুন আগের থেকে তাড়াতাড়ি ওপেন হচ্ছে।
## অনেক গুলো এপস ইনসৃটল করে দেখুন। ফোনের আর কিছু যায় আসে না।
## ব্যাকগ্রাউন্ড এ অ্যাপস রেখে মাল্টিটাস্কিং করে দেখুন কত ফাস্ট।
যাদের স্লো হচ্ছে তারা কি করবেন??
## কোনো বুস্টার ক্লিন মাস্টার থাকলে ফিকে মারেন।
## Ram Manager Pro তে Ram ট্যাব এ গিয়ে Ram Tuner থেকে Default করে দিন।
## আপনি চাইলে নিজের ইচ্ছে মত কাস্টমাইজ করতে পারবেন। (Ram Tuner/Custom)
## বাকি সব কমেন্টে।
বিঃদ্রঃ আমার স্ক্রিপ্ট যে কাজ করত এই Ram Manager দিয়ে ঠিক একই কাজ হচ্ছে।কেউ চাইলে আগের স্ক্রিপ্ট চালাতে পারেন। আর পারলে এটাও ট্রাই করেন।
এতে সুবিধা এটাই যে আপনি আপনার ইচ্ছামত Ram Swap সিলেক্ট করবেন।এবং Ram Tune বা কাস্টমাইজ করতে পারবেন।
ধন্যবাদ।
Credit: Riadrox
FB/myself.riadrox
swap e 4MB cache + data dicilam…. but phone er space running out dekhai..!! ki korbo..????
royese.apni.bolsilan cache 100 mb & data na dita.kin2 data vul kore 4mb dia felesi..disc info namer apps ta te gia dekhsi data olpo kisu ase…storage space running out o dekhasse phn a…phn er data barbe ki kore.?any solution?
model _j100f
(samsung)
amk akta cwm direct
link diben pls…!!
.
but, ram bareni!!!
Device: samsung galaxy fame lite
version : 4.1.1
data 710.47 mb use r197.99 mb free
এখন কিভাবে কি করবো? সকল এপ এর data ক্লিয়ার করছি।
Tobe apni root sarai ai kajti korte paren. I mean fast data on. Install Apus launcher
and data free 80 mb…swap file a koto koto dibo …plz janaben..
.
আমার তো ডিস্ক ইনফো তে র্যাম আগে যা দেখাইছিল এখনো তাই দেখায়।।
Swap নামের অপশন এ অবশ্য ৩৬০এম বি দেখায়। আমার কি এক্সপেন্ড হইসে???
Data 4.5gb
Now কি করবো?