আসসালামু আলাইকুম।
TrickBD তে আপনাদেরকে স্বাগতম।
আশা করি সকলেই ভাল আছেন।
আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমরা জানবো Kernel SU কি এবং এর ব্যবহার:
Kernel SU কি?:
Kernel Super User মূলতে কার্নেল ভিত্তিক রুট সুবিধা।এটি আপনার মোবাইল ফোনে সরাসরি কার্নেল এর মাধ্যমে রুট পারমিশন প্রদান করে।
KSU/Kernel SU এর সুবিধা:
Kernel SU থার্ডপার্টি কোনো অ্যাপস বা আপনার বুট ইমেজকে প্যাচ করা ছাড়াই রুট সুবিধা প্রদান করে।এবং রুট পারমিশন সরারসি কার্নেল থেকে হওয়ায় কোনো অ্যাপ আপনার ফোনকে রুটেট ফোন হিসেবে ডিটেক্ট করতে পারেনা যতক্ষণ না আপনি নিজে থেকে রুট পারমিশন দিচ্ছেন এর ফলে আপনার মোবাইল ফোনে কোনো ঝামেলা ছাড়াই ব্যাংকিং অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন।
যারা ম্যাজিস্ক/Magisk SU ব্যবহার করেন তারা জানেন রুটেট ফোনে রুট হাইড করে Banking Apps চালানো কতটা প্যারা দায়ক।
এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্নেল SU ব্যবহার করলে গুগল প্লে স্টোর সার্টিফাইড থাকে এবং সেফটি নেট পাস থাকে যা Magisk SU এর ক্ষেত্রে থাকে না।
আপনার ফোনে কিভাবে ব্যবহার করবেন:
আপনার ফোনের মডেল গুগলে লিখে আপনার পছন্দ অনুযায়ী KSU সাপোর্টেড কার্নেল ডাউনলোড করে নিন এবং রিকভারির মাধ্যমে এটি ফ্ল্যাশ করুন।যদি কার্নেল খুজে না পান তাহলে আপনার মডেলের রম ডেভলপ করে এমন কোনো ডেভলপারের সাথে যোগাযোগ করুন আশা করি সমাধান পাবেন।
ভুলত্রুটিগুলো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকুন।
আল্লাহ হাফিজ।
-আহমাদ তাজনুর হাবীব
ফেসবুকে আমি – Ahmad Tajnur Habib
টেলিগ্রামে আমি
https://xdaforums.com/t/how-to-root-realme-c3-rmx2027-rmx2020.4134299/
Root korte help korben plz..kon app ba tutorial
Root method share koren please?
er ata ki 32 bit device a support korbe?
Er jonno ki vabe pabo???
Root Korar Jonne Valo Kono Wey Paccina?
Aktu Valo Kono Way Thakle Aktu Bolen Please ? ??
এখনো পার্ফেক্ট না, অনেক বাগ আছে। তাই আপাতত Magisk Alpha ইউজ করাই ভাল. ইউটুব দেখে রিভিউ ও দেখে নিতে পারেন, আর কার্নেল সু সব কার্নেলে কাজ করেনা,
তারজন্য প্যাচ করা লাগে, যা অনেকটা ঝামেলার
যেটা শুরুতে ম্যাজিস্ক এও ছিল
-DippyGamer
Oneplus 9R Community
armv7 er jnoo kernel neii
Pls Give me another Module link like your SS