আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

কেমন হতো?
যদি আপনার শখের স্মার্টফোনটির ব্যাটারি নিয়ে অর্ধেক চিন্তা কমে যেতো! অর্থাৎ আপনার ফোনের ব্যাটারি লাইফ দ্বিগুণ করা যেতো!
অবাক হচ্ছেন তো?আদৌ কি এটা সম্ভব?
অবাক হবার কিছু নেই গাইজ!??আমি তো আছিই সমাধান নিয়ে আসার জন্য।?
আসুন তাহলে বিস্তারিত শুরু করা যাক!

প্রথমেই জানবো Bypass charging নিয়ে:

বাইপাস চার্জিং বা Battery Idle mode হচ্ছে এমন একটা বিশেষ ফিচার যার মাধ্যমে আপনি আপনার ফোনে চার্জার কানেক্ট করলে এবং ফোনে পর্যাপ্ত চার্জ হয়ে গেলে তখন আপনার ফোন আর আপনার ব্যাটারিকে চার্জ করবেনা চার্জারের মাধ্যমে আবার ব্যাটারিকে ইউজ না করে ফোন চলবে সরাসরি চার্জার থেকে পাওয়ার নিয়ে,অর্থাৎ চার্জার কানেক্টেড অবস্থায় ব্যাটারিকে আইডল মোডে সুইচ করে দিবে। আমরা এই ফিচারটি সাধারণত ল্যাপটপে দেখে থাকি যে পাওয়ার এডাপ্টার কানেক্ট করা অবস্থায় ল্যাপটপ আর ব্যাটারিকে ইউজ করেনা।শুধুমাত্র পাওয়ার এটাপ্টার এর মাধ্যমে সকল প্রসেসিং সম্পন্ন করে।
আবার কিছু এক্সপেন্সিভ ফ্ল্যাগশীপ ফোনেও এই ফিচার রয়েছে যেনো গেমিং বা হেভি কোনো কাজ করার সময় ফোনের ব্যাটারি ডেমেজ না হয়।


এটি কিভাবে ব্যাটারিকে দীর্ঘদিন ঠিক রাখে?


ধরুন যে আপনার ফোন আগে যতক্ষণ চালু থাকতো সম্পুর্ণ সময়টা আপনার ফোনের ব্যাটারিকে ইউজ করে চলতো, এতে স্বাভাবিক ভাবেই ব্যাটারির লাইফস্প্যান কমে যেতো।কিন্তু এমন কোনো উপায় যদি থাকতে যে যতক্ষণ আপনি চার্জার কানেক্টেড করে আছেন এবং আপনার ব্যাটারি একটা নির্দিষ্ট পরিমাণে চার্জ হবার পর আপনার ফোন থেকে একপ্রকার ডিসকানেক্ট হয়ে থাকবে এবং ফোন চলবে সরাসরি চার্জার থেকে কারেন্ট নিয়ে!!আর এই অপশনটাই হচ্ছে আজকের আলোচিত বাইপাস চার্জিং।

আপনার ফোনে কিভাবে চালু করবেন:



Requirement :
1.Magisk /Kernel SU

N.B: Try it with your own risk.I will not responsible for any damage of your device.?

প্রথমে:
Advance Charging Controller (ACC) মডিউলটি এবং ACCA অ্যাপটি নিচে দেওয়া ডাউনলোড লিংক হতে ডাউনলোড করে নিন।

এরপরে:
KSU/Magisk এর মাধ্যমে ACC মডিউলটি আপনার ফোনে ফ্ল্যাশ করে ACCA অ্যাপটি ইনস্টল করুন এবং ফোনটিকে একবার রিবুট করে নিতে পারেন।

অতঃপর: নিচে দেখানো ধাপগুলো অনুসরণ করুন:
1.ACCA অ্যাপটি অপেন করে মার্ক করা জায়গায় ক্লিক করুন:

2.স্ক্রিনশট দেখে Resume এবং Stop value স্ক্রিনশট অনুযায়ী সেট করুন, তবে স্টপ ভ্যালু ৭০-৮০% এ রাখা ব্যাটারির জন্য উপকারী।

3.নিচের স্ক্রিনশট দেখে Prioritize Battery Idle mode এনাবেল করুন এবং কোনায় থাকা সেভ আইকনে ক্লিক করে সেভ করে নিন।

4.লক্ষ্য করুন যে ডেমনটি চালু আছে কিনা,না থাকলে স্টার্ট বাটনে ক্লিক করে চালু করে নিন।

ব্যাস আপনার কাজ শেষ,এখন ফোনটি চার্জে কানেক্ট করলে আপনি স্টপ চার্জিং যতো % সেট করছেন ফোন ততটুকু চার্জ হয়ে ব্যাটারিকে আইডল মোডে সুইচ করবে এবং আপনার ফোন চলবে সরাসরি চার্জার থেকে।

বি:দ্র: সকল ফোনে কাজ না করতে পারে।

Download Link :


ACC module-Telegram Link
ACCA apk -Telegram Link
Module and Apk (mega link)

আজকে এতোটুকুই।
আশা করি আপনারা উপকৃত হবেন।
দোয়া রাখবেন।
ভুল ত্রুটি গুলো নিজ দায়িত্বে ক্ষমা করে দিবেন।
আল্লাহ হাফিজ।


প্রয়োজনে যোগাযোগ:
Telegram

18 thoughts on "বাইপাস চার্জিং বা Battery Idle mode কি জানেন? KSU/Magisk ব্যবহারকারীরা Bypass charging চালু করে ব্যাটারি লাইফ স্প্যান দ্বিগুণ করুন।"

  1. Red444 Contributor says:
    Vaiya phone root korar latest method niye akta post diyen
    1. Ahmad Tajnur Habib Author Post Creator says:
      Insha allah vai
  2. FerdousZone Contributor says:
    vaii amr phone a jodii 25 percent charge thake, taholee amii koto resume start rakhboo?
    1. Ahmad Tajnur Habib Author Post Creator says:
      রিজাম আর স্টপ এর বিষয়টা হচ্ছে আপনি যতটুকু চার্জ করতে চান আপনার ফোনে সে অনুযায়ী সেট করবেন।
      ধরুন আপনার ফোনে আপনি সর্বোচ্চ ৮০% চার্জ করবেন, এজন্য স্টপ এ ৮০% সেট করবেন।এবং আপনি চান যে আপনার চার্জ ৭৫ % এর নিচে আসলে আবার চার্জ হওয়া শুরু হবে,তাহণে রিজাম ৭৫% সেট করবেন।
  3. FerdousZone Contributor says:
    kintu amii chai amr phone 100% hok, taholee?
    okhne highest 70/75 ache
    1. Ahmad Tajnur Habib Author Post Creator says:
      তাহলে স্টপ চার্জিং ১০০% সেট করুন,রিজাম করুন ৯০ %
  4. FerdousZone Contributor says:
    70/75 er upore er neiii
    1. Ahmad Tajnur Habib Author Post Creator says:
      Stop % ta baran..resume % tao barano jabe vai..
  5. FerdousZone Contributor says:
    70/75 er upor er nei vai, ata e highest dehkai
    1. Ahmad Tajnur Habib Author Post Creator says:
      Amr to 85 kora bhai??
  6. FerdousZone Contributor says:
    aitaa meybee battery health ?
    1. Ahmad Tajnur Habib Author Post Creator says:
      Knock me to Telegram with ss.
  7. Shahadat Contributor says:
    সত্যিই অনেক সারপ্রাইজ হয়ে গেলাম। সিস্টেম টা ভালো লাগছে । এতে কি ফোনের কোনো প্রবলেম হবে না ।
    1. Ahmad Tajnur Habib Author Post Creator says:
      না,সমস্যা নেই কোনো।
  8. Shahadat Contributor says:
    ফোন গরম হচ্ছে আপনি সিস্টেম টা বলেন??
    1. Ahmad Tajnur Habib Author Post Creator says:
      পোস্ট করব শীঘ্রই, অপেক্ষা করুন।
  9. Shahadat Contributor says:
    Vai waiting

Leave a Reply