[TWRP] কেমন হয় যদি – রিকভারি মুডে ফাইল ম্যানেজার (File Manager) চালানো যায় !! – by Riadrox
Introduction
## রিকভারি মুড কি তা হয়ত আর বলতে হবে না। কারন পোস্টের টাইটেল এ CWM / CTR দেখেই হয়ত বুঝে গেছেন।
## যারা এগুলোর নামই শোনেননি তাদের এর থেকে দূরে থাকাই ভাল।
,
,
,
,
,
,
,
,
আমরা ফোনে CWM (Clockworkmod) / TWRP / CTR রিকভারি কেন ইন্সটল করি??
## এই ধরুন কাস্টম রম ইনস্টল করা, জিপ ফাইল ইনস্টল, সফটওয়্যার আপডেট, ফ্যক্টরি রিসেট, এডভান্সড বুট মেনু আরও অনেক কিছু।
## ভাবতেই অবাক লাগে ফোন অফ থাকা অবস্থায় কত কি করছি আমরা !! সে যাই হোক, আজ আমি যে ফিচার টা শেয়ার করব তা আপনি রিকভারি মোডেই করতে পারবেন, যা হয়ত অনেকে কখনও ভাবতেই পারেননি।
## আমিও ভাবিনি, আর তা হলো ফাইল ম্যানেজার এপ রিকভারি মোডে চালানো। যারা অলরেডি চালিয়েছেন তারা বুঝতেই পারছেন।
এর সুবিধা কি কি?
## সবচেয়ে বড় সুবিধা – ধরুন কোনো কারনে আপনার ফোন অন হচ্ছে না, ব্যাটারি ১% এরও কম। কিন্তু একটা ফাইল ডিলিট বা ইডিট করতে হবে বা মুভ করতে হবে – এদিকে ফোন তো আর অন হচ্ছে না,,, সচরাচর আমরা যা করে থাকি তা হলো মেমরি কার্ড টা খুলে অন্য ফোনে লাগিয়ে কাজটা সেরে ফেলি। কিন্তু হাতের কাছে অন্য ফোনও যদি না থাকে। তখন এই ফাইল মেনজারই আপনার কাজে লাগবে।
## অনেক সময় নতুন রম ফ্লাশ করার সময় মনে পড়ে – ফোনের আগের ব্যাকআপটা আছে তো? ব্যাকআপটা ঠিকঠাক আছে কিনা তা দেখতে ফোন অন করে দেখে আবার রিকভারি মোডে যাওয়া – কি ঝামেলা!!!!! এর থেকে রেহাই পাওয়া সম্ভব।
## এই ফাইল ম্যানেজার এ কাজ করতে বাটন টিপাটিপি করে ফোনের বারোটা বাজানোর প্রয়োজন নেই – এটা টাচ্ ফাইল ম্যানেজার।
ইনস্টলেশন প্রক্রিয়াঃ
## এখান থেকে এই Zip File টি ডাউনলোড করে Sdcard এ রাখুন।
### এবার যেকোনো রিকভারি থেকে এটা ফ্লাশ করুন। (install zip from sdcard)
## উপভাগ করুন।
(((( রিকভারি মোড হওয়ায় স্ক্রিনশট তুলতে পারি নাই তাই গুগল থেকেই দিয়া দিলাম । ))))))
## সেটিংস থেকে থিম চেন্জ করে দেখুন মজা।
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
ভাই একটা সমস্যা আছে,আপনার সাহায্য দরকার কাজে,plz plz
Mt6582 r custom rom ki mt6582 te cholbe without porting or porting?
boot img ta delete korben.
plz bolen..
plz bolen..
clear data
Note: software Ti hocce “kingo Root”, not “king root”
full tutorial for boot.img port for mt6582….
er ekta post koren….
pls pls pls
আপনার সব পোষ্টের শেষে আপনি এই কথাটি লেখেন…
পোস্টটি আর কোথাও করা হয়নি.
এমনকি গুগলেও নেই..
আচ্ছা এই পোস্টটি যদি গুগলে না থেকে থাকে তবে, গুগল থেকে এই ফটোগুলা কিভাবে দিলেন????
আপনি একটা সাইট ফলো করেন.
এবং আমি সেটা ধরে ফেলেছি.
আমি রানা ভাইয়ের কাছে আপনার নামে রিপোর্ট দিব যে আমি কপি পেস্ট করেন..
কেউ যদি এর lolipop rom এর খবর জেনে থাকেন তাহলে দয়া করে জানাবেন
but you’re totally gone…
it’s already 2 months…
come back please…