Dolby atoms এই অ্যাপলিকেশন টা মুলত লেনেভো ও অ্যামাজনের ফোন
গুলাতে বিল্ট ইন হিসেবে দেওয়া
থাকে । যেমন : সনির ফোন গুলাতে
ওয়াকম্যান. কিন্তু আমরা যারা সাধারণ Android ব্যবহার কারী তারা এই ফিচার গুলো পাইনা। তাই আজ আপনাদের দেখাবো কি করে Dolby Atoms Install দিবেন। এটা নিয়ে Riayad ভাই একটা পোস্ট করেছিল অনেক আগে। তাই নতুনদের জন্য আমি আবার শেয়ার করলাম।
install করতে যা যা লাগবে-
১।আপনার ফোন এর ভার্সন 4.3.x এর উপরে
হইতে হবে।
২। কাস্টম রিকভারি।
৩। Dolby atoms install zip Download
৪। Dolby atoms uninstall uninstall.zip Download
যেভাবে ইন্সটল করবেন:
রাখবেন,যাতে করে ঝামেলায় পড়তে
না হয়।
১- ফোন অফ করে recovery mod এ অন করুন। install zip from sd card সিলেক্ট করুন।
২। স্টোরেজ থেকে ডাউনলোড করা zip ফাইলটি সিলেক্ট করুন।
৩- Yes সিলেক্ট করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
৪। Successful হলে Reboot System দিয়ে ফোন অন হলে হোম স্কিনে Dolby Atoms নামে নতুন অ্যাপ দেখতে পাবেন।
সেটা ওপেন করে পাওয়ার অন সাইনে
ক্লিক করলেই কাজ শেষ। বাদ বাকি
অপসান গুলা অন/অফ করে নিজের মত ইউস করতে পারেন।
বি দ্রঃ এই ভাবে install দেওয়ার
কারনে অ্যাপ টা প্রচলিত নিয়মে
uninstall করা যাবে না। তাই uninstall
করতে হলে যা যা লাগবে এর ৪নং
ফাইলটি নামিয়ে সেইম ওয়েতে ফ্লাশ
করে দিলেই হবে….
সাথেই থাকুন
এটা ফোনের সাউন্ড কোয়ালিটি কে সুন্দর করে , বাড়িয়ে দেয়। ইকুলাইজার থাকে।
unrooted phn a poweramp diye Dolby er moto clear sound ase…
jahok nice tune ????
ধন্যবাদ দাদা
stock rom ta ki , kindly aktu bolen…ar etar back nibo kivabe??
ar app ta ki root chara cholbe naki cholbe na??
see that….
Ar vai , amar android 4.1.2 < aita ki kaj korbe?
hmm kaj korte pare
tnx