শুভ সকাল ট্রিকবিডির সকল বন্ধুরা।
আশা করি সবাই ভাল আছেন।
আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটা রুটেড ট্রিক, যার মাধ্যমে আপনি আপনার মার্শম্যালো ভার্সনের ফোনে মাল্টি উইন্ডো সাপোর্ট করিয়ে নিতে পারবেন।
তো চলুন শুরু করা যাক।
কিছু কথাঃ
মার্শম্যালো এন্ড্রয়েডের একটি নতুন প্রায় ভার্সন। কারন এখন বাংলাদেশে অনেকেই কিটক্যাট ভার্সনের ফোন চালায়। সুখবর এটাই যে এখন মার্শম্যালো ভার্সনের সেট ৪০০০- ৫০০০ টাকায় পাওয়া যাচ্ছে। তাই ট্রিকটা দিলাম।
আরেকটি কথা, কিছু টিউনার আছেন যারা ট্রিকবিডি, টেকটিউন্স ও আরো কিছু বাংলা ব্লগে পোস্ট করে থাকেন। তাই কোন পোস্ট কপি বলে কমেন্ট করা বা রিপোর্ট করার আগে লেখক সম্পর্কে জানুন, যদি লেখক একই না হয় তবেই রিপোর্ট অথবা কমেন্ট করুন
যা যা লাগবেঃ
১। রুটেড অ্যান্ড্রয়েড ফোন। অবশ্যই মার্শম্যালো ভার্সনের হতে হবে।
২। Build.prob Editor. গুগল অথবা প্লে স্টোর থেকে নামান।
কার্যপদ্ধতিঃ
১। Build Prob Editor ওপেন করুন, নিচে যেতে থাকুন যতক্ষন পর্যন্ত ro.build.type লেখা না আসে। তারপর লেখাটায় ক্লিক করুন। তারপর Property Value তে user থেকে userdebug করে দিন। স্ক্রিনশট দেখুনঃ
২। সেভ করুন, তারপর রিবুট করুন।
৩। ফোন রিবুট হলে Developer Option থেকে মাল্টি উইন্ডো চালু করে দিন।
মাল্টি উইন্ডো কিভাবে চালাব?
আপনি যখন রিসেন্ট অ্যাপ এ যাবেন তখন দেখবেন প্রত্যেক অ্যাপ এর উপরে একটা চারকোনা বক্স থাকবে। যে অ্যাপ মাল্টি উইন্ডো মোডে চালাতে চান সেই অ্যাপ এর বক্স এ ক্লিক করে ইচ্ছা মত চালান।
স্ক্রিনশট দেখুনঃ
বুঝতে কোন অসুবিধা হলে কমেন্ট করুন। এই পোস্ট আগে হয়ে থাকলে বলবেন, ডিলিট করে দিব। সবাই ভাল থাকুন।
Find me on:


mob.synergize.co
Note: king root,kingo root sob try korci…but kaj hoy na…
v6.0 marshmallow….1gb ram …
onek root korar cesta kore kinto hossena …king root k
diea o korce hossena ….akn ami kivabe Root korbo …plz help krn…