হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেকের জন্যই খুব দরকারি। যাদের Realme ফোনে DeepTest App কাজ করছে না, মানে বুটলোডার আনলক করতে পারছেন না, তাদের জন্য আমার কাছে একটা সহজ সমাধান আছে।
.

.
.

.

রোলব্যাক প্যাকেজের মাধ্যমে বুটলোডার আনলক:


.
দেখুন ভাই, যাদের ফোনে DeepTest অ্যাপ কাজ করে না। তাদের জন্য রোলব্যাক প্যাকেজ একটা কাজের জিনিস। এটা দিয়ে ফোনটাকে আগের একটা সফটওয়্যার ভার্সনে নিয়ে যাওয়া যায়। এটা করলে বুটলোডার আনলক করা সহজ হয়ে যায়।
.
1.
.

.
2.
.

.
.
“কিভাবে রোলব্যাক প্যাকেজের মাধ্যমে বুটলোডার আনলক করা যায়?”.
.
সহজ কথায় রোলব্যাক প্যাকেজ দিয়ে ফোনের এখনকার অ্যান্ড্রয়েড ভার্সন ধরুন অ্যান্ড্রয়েড ১২, থেকে আগের ভার্সন, যেমন অ্যান্ড্রয়েড ১১ তে নামিয়ে আনা হয়। এতে ফোনের সিস্টেমের কিছু পরিবর্তন হয়, যা বুটলোডার আনলকের জন্য দরকার এবং এর কারণে ডিপ টেস্ট এপ ভালোমতো কাজ করে।
.
আপনার ফোনের জন্য রোলব্যাক প্যাকেজ কিভাবে ডাউনলোড করবেন:

১. প্রথমে Google এ যান, আর সেখানে “[আপনার Realme ফোনের মডেল] roll back package download” লিখে সার্চ করুন।
.
২. এরপর Realme এর অফিসিয়াল ওয়েবসাইট বা অন্য কোনো বিশ্বস্ত ওয়েবসাইট থেকে প্যাকেজটা ডাউনলোড করে নিন।
.
কিভাবে রোলব্যাক প্যাকেজ ফ্ল্যাশ করে ডাউনগ্রেড করবেন:
.
১. প্রথমে ফোনটা বন্ধ করে ফেলুন।

২. পাওয়ার এবং ভলিউম ডাউন বাটন একসাথে চেপে ধরে থাকুন। যখন Realme এর লোগো দেখবেন, তখন পাওয়ার বাটন ছেড়ে শুধু ভলিউম ডাউন বাটন ধরে থাকুন।

৩. ভাষা সিলেক্ট করুন।
.

.

৪. ফোনের স্টোরেজে যান, আর ডাউনলোড করা রোলব্যাক প্যাকেজটা সিলেক্ট করে ইন্সটল করে নিন।
.

.

.
৫. ইন্সটল হয়ে গেলে সাথে সাথে রিবুট করবেন না। আগে ডেটা ফরম্যাট করে নিন।
.
.

.
.
৬. এবার ফোনটা চালু হলে DeepTest অ্যাপ দিয়ে বুটলোডার আনলক করার চেষ্টা করুন।

1.

.
2.
.

.
3.
.

.

আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আছি আপনাদের সাহায্য করার জন্য।
(

আর হ্যাঁ, যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন

👉 Facebook
.

3 thoughts on "Realme DeepTest কাজ না করলেও বুটলোডার আনলক সম্ভব দেখুন কীভাবে!"

  1. sagor Contributor says:
    এটা করলে কি লাভ হবে বুঝিয়ে বলুন।
  2. Saikat Contributor says:
    Realme bootloader Unlock Officially Off
  3. Adx Showkot Contributor says:
    কপি Display লাগানো ফোনে এটা করলে। Display খতম হয়ে যাবে আমি নিজে প্রমাণ

Leave a Reply