Be a Trainer! Share your knowledge.
Home » Android root » পাসওয়ার্ড ছাড়াই চালান একবার কানেক্টেড করা ওয়াইফাই! WPS পিন এর মাধ্যমে।

পাসওয়ার্ড ছাড়াই চালান একবার কানেক্টেড করা ওয়াইফাই! WPS পিন এর মাধ্যমে।

হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ টিপস! আপনার কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বদলে গেলেও, আপনি সেটা ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই! জানতে চান কীভাবে? চলুন দেখে নেওয়া যাক!
শর্ত:
* আপনার ফোন রুটেড হতে হবে (ফোন রুট করতে না পারলে, আমার পূর্বের পোস্টগুলো দেখতে পারেন)।

যা যা লাগবে:


* একটি রুটেড অ্যান্ড্রয়েড ফোন
* WPS অ্যাপ (নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করুন)

কিভাবে কাজ করবেন:


১. নিচের লিংক থেকে WPS অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন।
২. যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ হলেও ব্যবহার করতে চান, সেটি কানেক্ট করুন।
৩. WPS অ্যাপটি ওপেন করুন এবং রুট পারমিশন ও অন্যান্য প্রয়োজনীয় পারমিশনগুলো এলাও করুন।
৪. অ্যাপটিতে কানেক্ট করা ওয়াইফাইটি খুঁজুন (অথবা অন্যান্য ওয়াইফাইয়ের মধ্যে থেকে আপনার কাঙ্ক্ষিত ওয়াইফাইটি খুঁজুন) এবং সেটির উপর ক্লিক করুন।
৫. “Connect with PIN” অপশনটি সিলেক্ট করুন।
৬. “Try all PINs” অপশনে ট্যাপ করে “Connect with Root” অপশনে ক্লিক করুন।
৭. কিছুক্ষণের মধ্যেই আপনার কানেক্ট করা ওয়াইফাইয়ের WPS পিন এবং পাসওয়ার্ড সহ অন্যান্য তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে।

তারপর ওখান থেকে wps পিনটি কপি করে নোট করে রাখবেন।
তারপর যখন ওই ওয়াইফের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবে তখন আপনি এই wps app এ ঢুকে কাস্টম পিন এর উপর ক্লিক করে সেই পিনটি দিয়ে কানেক্ট উইথ রুট লেখায় ক্লিক করুন।
তাহলে আপনার ফোনটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে অথবা ওই ওয়াইফাইটির বর্তমান পাসওয়ার্ড আপনার সামনে শো হবে।

এখন অনেকে এসে বলবে এটা তো অনেক আগে থেকেই জানি।
এ সকল কথা যারা বলবে তাদের জন্য বলছি ভাই জানলে তো ভালোই যারা জানেনা তাদের জন্য পোস্টটি করা হয়েছে।তাই দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না।

ডাউনলোড লিঙ্ক:


WPS App ডাউনলোড করুন
আশা করি, টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। আপনারা যদি জানতে চান কিভাবে ওয়াইফাই এডমিন প্যানেল হ্যাক করবেন অথবা যেকোনো ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে চালাবেন, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমি এই নিয়ে পরবর্তীতে পোস্ট করবো।

সমস্যা হলে যোগাযোগ করুন:


কোনো সমস্যা হলে ফেসবুকে আমাকে নক করতে পারেন:
Facebook

6 days ago (Mar 10, 2025)

About Author (12)

Rajib
contributor

স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে।

Trickbd Official Telegram

4 responses to “পাসওয়ার্ড ছাড়াই চালান একবার কানেক্টেড করা ওয়াইফাই! WPS পিন এর মাধ্যমে।”

  1. Sarwartrick76 Contributor says:

    কিভাবে wifi হ্যাক করা যায় নন রুটেড ফোনে ওইটা দেন

    • Majedul Sonju Contributor says:

      রাউটারের রিসেট পিন জানতে হবে। ওয়াইফাই এর wps on থাকতে হবে। android v8-9 হতে হবে।

  2. Md Parvej Contributor says:

    Ai app akhon r kaj kore na correct wps pin thakleo connect hoy na old jinis notun kicu thakle share koren

  3. ৬-৭বছর আগের ট্রিক্স, এখন সব রাউটারে ডিফল্ট ভাবে wps disable করা থাকে, সূতরাং এই ট্রিক কোনো কাজের না।

Leave a Reply

Switch To Desktop Version