প্রথমে আমার সালাম নিবেন আশাকরি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।
আজকে আপনাদের কে দেখাব কিভাবে আপনার Android এ Magisk Manager ব্যবহার করে Greenfiy Modules ইউস করে কিভাবে ভাল ব্যাটারির ব্যাক আপ বাড়ানো যাই।
অনেকেভাবতেছেন যে Xposed Modules এ Greenify Use করে এর থেকে বেশি ব্যাক আপ পাওয়া যাই প্রথমত আমি এটাই মানতাম কিন্তু,তার থেকে Magisk Modules এ Greenify Modules ইউস করে তার থেকে বেশি ব্যাক আপ পাওয়া যাই।তার প্রমান পাবেন আপনি নিজে ব্যবহার করে।Xposed Greenify ইউস করে (Root+boost) এর কাজ করে আর Magisk Greenify ইউস করে (root+priivileged+rom-integrated)এর কাজ করে,সব থেকে বড় কথা হলো ব্যাকগ্রাউন্ড এর এপ ত বন্ধ করেই তার সাথে Recent panel এ যতগুলা এপ থাকবে সেইগুলা কেও ছাড়বে না।
চলুন শরু করা যাক!!
How To Use Magisk Greenify using systemless method
যা যা লাগবে!
1=Magisk Manager Installed.
2=Greenify magisk.zip
3=Rooted Android 5.+ Device.
প্রথমে জিপ ফাইল টা ডাউনলোড করেন।
+ চিনহ তে ক্লিক করে আপনার ডাউনলোড করা জিপ ফাইল টা সিলেক্ট করুন।
Installing…….
installation succeeded!!!!
Reboot Now…
দেখুন Greenify এপ টা আপনার মোবাইলের System এপ হয়েগেছে এপ টা ওপেন করুন রুট পারমিশন গ্রেন্ট দিন।
Features!
Uinstall করতে চাইলে Delete চিনহটাতে ক্লিক করে মোবাইল রিবুট দেন।
সবাই ভাল থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।
29 thoughts on "[Magisk][Modules]Greenify ব্যবহার করুন অন্যরকমভাবে_আরো শক্তিশালী+আরো বেশি ব্যাটারির ব্যাক আপ_Posted By Os"