পুরো পোস্টটি ভালোভাবে পড়ে নিন
সর্তকতা
যাদের Display ছোটো হবার কারনে # Soft Key # enable করতে পারছেন না, তারা Display Density কমানোর পর চেষ্টা করুন। ১০০% কাজ করবে।
প্রথমে Root Explore এ যান। না থাকলে গুগল সার্চ করে Download করে নিন। সেখান থেকে Root > System ফোল্ডারে যান। সেখান থেকে build.prop ফাইলটি খুঁজে বের করুন। না বুঝলে Screenshot দেখুন।
এটাকে চেপে ধরে রাখুন। একটা মেনু আসবে, ওখান থেকে Open with সিলেক্ট করে Text editor দিন। সেখানে নিচের Box থেকে কোডটি Copy করে সবার নিচের লাইনে Paste করুন।
ro.sf.lcd_density=200
নিচের Screenshot দেখুন
আমি ২০০ করে দিছি। আপনি চাইলে এর থেকে বাড়াতে বা কমাতে পারেন। বাড়িয়ে দিলে Font ও Icon গুলো বড় হবে আর কমিয়ে দিলে ছোটো। তবে ২০০ অনেক ছোট। আগে এটা দিয়ে দেখুন। লাগলে পরে ছোট অথবা বড় করতে পারবেন।
সমস্যা হলে কমেন্ট বক্স অথবা
আমি থাকছি Facebook এ @ Negative Mithu
https://trickbd.com/android-tips/486685