সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
।
পোস্ট এর টাইটেল দেখেই হয়ত বুঝেই গেছেন এটা এন্ড্রয়েড নিয়ে চেইন বা সিরিজ টিউন।
Android.
বর্তমানের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। আর ওপেন সোর্স হওয়ায় এর মোড / চেঞ্জ সবাই করতে পারে। আমার এই সিরিজের মাধ্যমে নতুনদের কে সঠিক ভাবে কাজ করার প্রক্রিয়া, ধাপ ও বিভিন্ন ট্রিক সম্পর্কে জানানো হবে। তাই আশা করি সাথেই থাকবেন।
তার আগে একটা ধাপ জেনে নিন যেটা সবার জানা উচিৎ । এই ধাপেধাপে কাজ করলে ফোন নিয়ে কাস্টোমার কেয়ারে দৌড়াদৌড়ি করতে হবে না (আমার মনে হয়)
*
*
রুট > Xposed > কাস্টম রিকভারী > স্টক রমের ব্যাকাপ > ফার্মওয়ার ব্যাকাপ (Optional) > নতুন রম পোর্ট > নতুন রম দেওয়া. (ভার্সন ভেদে কাস্টম রিকভারীর সিরিয়াল একটু চেঞ্জ হবে)
*
*
আমার এই সিরিজে এই ধাপ গুলো বেশ ভালোভাবেই বলা হবে। অনেকে হয়ত এই ধাপ গুলো নিয়ে বিভিন্ন মত প্রকাশ করবে তাদের উদ্দ্যেশেঃ আমি আরো অনেক জিনিস স্কিপ / বাদ দিয়ে ছোট করে নিয়েছি।
আজ সিরিজ এর ৬ষ্ট পর্ব। আর এই পর্ব হচ্ছে কিভাবে আপনি আপনার এন্ড্রয়েড ললিপপ, মার্শম্যালো বা তার উপরের ভার্সন রুট করবেন সেটা নিয়ে। যদি কোন প্রশ্ন থাকে তো কমেন্ট ও ফেসবুকে যোগাযোগ করতে পারেন
তো চলুন শুরু করা যাক।
প্রথম কথাঃ
সত্যি কথা বলতে এই পোস্ট লেখার সময় আমিও খুব কনফিউজড ছিলাম। কারন বিভিন্ন সেটা রুট করার সময় কিছুটা ভিন্ন কাজ করতেই হয়। আর এইজন্য অনেক দেরিতে পোস্ট করলাম। এই পোস্ট এ আমি শুধু মেইন মেইন ধাপ গুলো নিয়ে আলোচনা করেছি যা আপনাকে একটা পরিষ্কার ধারনা দিবে কিভাবে রুট করতে হয়। আর এটা অবশ্যই মিডিয়াটেক/MediaTek প্রসেসর এর সেটের জন্য।
হ্যা, মার্শম্যালো রুট করতে হলে আপনাকে বেশ ক্রিয়েটিভ হতে হবে, যেমন গুগলসার্চ করে সঠিক কোন কিছু জানা, আপনার সেট যে মডেলের সেই নামের ফেসবুক গ্রুপে থাকা ইত্যাদি। তারপর সেট রুট করার চিন্তা ভাবনা করুন।
রুট করার আগে:
* পিসি লাগবেই। সাথে এন্ড্রয়েড এর জন্য প্রয়োজনীয় ড্রাইভার ও বিভিন্ন সফটওয়্যার। যেমনঃ ADB Driver, MTK Droid Tools, Miracle ইত্যাদি।
* সেটের মডেল অনুযায়ী কাস্টম রিকভারী।
* সেটের নামে ফেসবুক গ্রুপে থাকা। মডেলের নামে গ্রুপ না থাকলে অন্য কোন হেল্প গ্রুপ যেমন Android Army BD, SU Droid Tech ইত্যাদি গ্রুপ।
* সাহস, কিছুটা ধৈর্য, ও কিছু সৃজনশীল মেধা।
ধাপ সমুহঃ
যদি সোজা কথায় বলতে যাই তাহলে শুধু দুইটা ধাপ।
১. কাস্টম রিকভারী ইন্সটল দেয়া।
২. SuperSu.zip ফ্লাশ করে রুট করা।
কি মন লাফাচ্ছে? এত সোজা জিনিস এত দিন পারেন নাই? যত সোজা ভাবছেন এতটা না। প্রথম ধাপটা একটু কঠিন, পরেরটা খুব সোজা। তো চলেন আগে যাই।
কাস্টম রিকভারী ইন্সটলঃ
এন্ড্রয়েড যদি আগেই রুট করা হয়ে থাকে তো সেটায় বিভিন্ন অ্যাপ থেকে নিজের ফোন দিয়েই কাস্টম রিকভারী ইন্সটল করানো যায়। কিন্তু সেট যদি রুটেড না হয় তবে আপনার পিসি লাগবেই। যেহেতু আমাদের সেট রুটেড না তাই পিসি আর কাস্টম রিকভারী রেডি রাখুন।
কিভাবে কাস্টম রিকভারী বানাবেন সেটা জানতে এই সিরিজের আগের পোস্ট দেখুন। আর স্টক রিকভারী পেতে Miracle সফটওয়্যার নিন। আর সাথে Android Scatter ফাইলটাও বের করে নিন। এগুলো কাজে লাগেই।
MTK Droid Tools দিয়ে ননরুটেড ফোনে কাস্টম রিকভারী ইন্সটল করা যায়। এ নিয়ে ডিটেলস লিখতে গেলে পোস্ট আর পোস্ট থাকবে না, একটা রচনা হয়ে যাবে। তাই ইউটিউব সার্চ করে দেখে নিন। কিছু ছোট খাট কাজ ডেভেলপার অপশন চালু করা , ডেভেলপার অপশন থেকে OEM Unlocking অপশন চালু করা। এই অপশন যদি না থাকে তো আলাদা এক্সট্রা OEM Unlocking এর জিপ ফাইল ডাউনলোড করে নেয়।
এসব কাজ করে আপনি ইউটিউব/গুগলসার্চ সার্চ করে ভাল করে টিউটোরিয়াল খুজে নিন কিভাবে ননরুটেড ফোনে কাস্টম রিকভারী ইন্সটল করবেন। এর জন্য পোস্ট এর শুরুর দিকে কিছু গ্রুপের নাম দিয়েছিলাম সেগুলায় জয়েন হয়ে পোস্ট করে যেকোন ডেভেলপার এর সাহায্য নিন। এতে কাজ অনেক সহজ হবে।
SuperSu.zip ইন্সটল করে রুট করাঃ
ঝামেলাপূর্ণ কাজ শেষ, এখন গুগলসার্চ করে SuperSu.zip ডাউনলোড করে নিন। কাস্টম রিকভারীতে যান। Install Zip নামে অপশন থাকে। সেটায় ক্লিক করে ডাউনলোড করা ফাইলটি সিলেক্ট করে ফ্লাশ করুন। সেট রিবুট দিন। দেখুন SuperSu নামে একটা অ্যাপ ইন্সটল হয়ে গেছে। যদি না হয়ে থাকে তাহলে প্লে স্টোর থেকে SuperSu অ্যাপ ইন্সটল করে নিন। অ্যাপ চালু করে দেখুন। সিউর হবার জন্য Root Checker অ্যাপ ইন্সটল করে দেখতে পারেন।
শেষ কথাঃ
হুম, আজকের পোস্ট শেষ করলাম। যদিও এটা পরিপুর্ন টিউটোরিয়াল নয়, কিন্তু একটা সুস্পষ্ট ধারনা দিতে পেরেছি মনে হয়। বিভিন্ন সেটের জন্য কিছু এক্সট্রা কাজ করতেই হবে, তাই শুধু প্রধান বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে তাহলে শুধু মাত্র গুগলের সাহায্য নিয়েই সেট রুট করতে পারবেন।
আপনাদের একটা কমেন্টই পারে আমাদের লেখার উৎসাহ বাড়িয়ে তুলতে, তাই কমেন্ট করুন।
সিরিজের পরবর্তী পোস্ট হচ্ছে কিভাবে এন্ড্রয়েড ৫,৬ বা এর উপরে কিভাবে Xposed ইন্সটল দিবেন।
সবাই ভাল থাকবে, সুস্থ্য থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন।
odin deya root korar akta video dekhcilam. tao pari nai. odin bade jodi root somvob hoy tahole janaben. Android : 7.0
all the branded phone are rooted by cf auto root, it requires pc and net line,, gd luck
Please….
চালিয়ে যান
আর একটা কথা আমার samsung gt-i8160 তে Super Su ইনস্টল করেছি ( super su.zip) ব্যাবহার করে আর আমি কোনো কাস্টম রম ব্যাবহার করতে চায় না তাহলে কি আমাকে এর জন্য. CWM Recovary দিতে হবে
দয়া করে জানাবেন
model we l4
android version: 6.0.
plz help me
Root korta prina help plz kao amaka amar phone pc chara root korata parla taka Ami Flexi dibo sure