আসসালামু আলাইকুম।

অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজকে আমি দেখাব কি করে একজন রুট ইউজার রাতের বেলা কোনো অ্যাপের সহায়তা ছাড়াই তার ব্রাইটনেস সর্বনিম্মে নিয়ে আসতে পারে। রাতেরবেলা স্মার্টফোন চালাতে গিয়ে আমাদের সবারই একটা সমস্যার সম্মুখীন হতে হয়, আর তা হলো স্ক্রিনের আলো। বর্তমানে সকল অ্যান্ড্রয়েডে সর্বনিম্ম যে ব্রাইটনেসের পরিমাণ থাকে তা-ও অনেক। যে কারণে আমাদের সবার-ই রাতের বেলা স্মার্টফোন চালানোর জন্য ব্রাইটনেস কমাতে যেকোনো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করতে হয়। কিন্তু তা সত্ত্বেও সেই অ্যাপগুলো ব্যবহারেও রয়েছে বিভিন্ন সমস্যা। অনেক অ্যাপ-ই অহেতুক বিরক্তিকর অ্যাড দেখায়। আবার অনেকের রয়েছে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু রাখার সমস্যা, কেননা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু রাখা মানেই হলো স্পেশালভাবে কিছুটা হলেও র‍্যামের ঘাটতি। যাদের র‍্যামের ফ্রি স্পেস কম তাদের তো অনেক অসুবিধা। তাই এসকল সমস্যা দূরীভূত করা যায় শুধুমাত্র আপনার স্মার্টফোন যদি রুট করা থাকে। রুট ইউজাররা সবসময়ই একটু হলেও বেশি পায়। তাই এক্ষেত্রেও তার ব্যাতিক্রম নয়।

শুরু করা যাক।
যা লাগবে- যেকোনো রুট accessable ফাইল ম্যানেজার, একটি টেক্সট এডিটর (এটা আপনি ঐ ফাইল ম্যানেজারের সাথেই পাবেন আশা করি)।

প্রথমে আপনার রুট ডিরেক্টরিতে যান। এরপর নিচের পথ অনুসরণ করুন-
/sys/class/leds/lcd-backlight/
এখানে একটি ফাইল পাবেন brightness নামে, এটিকে টেক্সট এডিটর দ্বারা ওপেন করুন।

ওপেন হলে দেখবেন একটি ভ্যালু লেখা আছে। ওটাকে এডিট করে কমিয়ে আপনি যেকোনো ভ্যালু দিতে পারবেন। সর্বনিম্ম ব্রাইটনেস চাইলে 1 দিন। 0 দিবেন না, 0 দিলে আপনার পাওয়ার বাটন একবার চেপে যে স্ক্রিনলক করেন সেটা হবে; অর্থাৎ স্ক্রিন বন্ধ হয়ে যাবে। আপনার পছন্দমত ভ্যালু দিয়ে Save করুন, এবারে দেখুন ব্রাইটনেসের পরিবর্তন হয়ে গেছে।

এই ব্রাইটনেস আবার আগের অবস্থায় ফিরে আসবে যদি আপনি স্ক্রিন লক করেন। এখন আপনার মনে হয়ত আরেকটা খুঁতখুঁতি রয়েছে যে, বারবার উক্ত ডিরেক্টরিতে গিয়ে এভাবে ভ্যালুর পরিবর্তন করা সময়সাপেক্ষ ও বিরক্তিকর। সেক্ষেত্রে আমার সাজেশন হলো উক্ত brightness নামক ফাইলটি আপনি আপনার ফাইল ম্যানেজারে bookmark করে রাখুন, তাতে অনেকটাই সুবিধা হবে।

পোস্টটি ভালো না লাগলে দুঃখিত। কোনো ভুল পেলে দয়া করে জানাবেন, আমি অতি শীঘ্র তা সংশোধন করতে চেষ্টা করব; শুধু-শুধু কমেন্টে নিন্দনীয় ভাষা ব্যবহার করে নিজের বংশ সম্বন্ধে অন্যদেরকে খারাপ কিছু ভাবনার সুযোগ দিবেন না।

My Facebook Profile

ধন্যবাদ।।।

19 thoughts on "[ANDROID ROOT] রাতেরবেলা ব্রাইটনেস কমিয়ে ফেলুন কোনো প্রকার অ্যাপ ছাড়াই।"

  1. Mostak Ahmed Author says:
    এই ছোট কাজের জন্য কী ফোন রুট করব নাকি
    একটি এপ্স দিয়েই তো হবে। আর এখানে আরও কত কিছু করতে হবে ….
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      আপনার যা খুশী। শুধু এটাই না, রুটের বহুমুখী ব্যবহার রয়েছে।
  2. Ahmed SahriaR Contributor says:
    ভালো পোষ্ট।
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      ধন্যবাদ।
  3. Anik Contributor says:
    amr j5 e lowest value diya ase 7. ami 0 dicilam but 7 e joto tuku thake tar theke kom hoyna.
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      0 দিলে তো স্ক্রিন লক হয়ে যাবার কথা, সেভ করছিলেন তো?
    2. Anik Contributor says:
      ha korcilam but lock hoyni. light o kom hoyni
  4. Anik Contributor says:
    akek android e system akek rokom. tai sobai sabdhane kaj korben
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      এক্ষেত্রে একরকমই, শুধু ডেফল্ট ভ্যালু ভিন্ন হতে পারে। আমি ভিন্ন ভিন্ন ৩টা রমেই এভাবে ইউজ করতেছিলাম এবং এখনো করছি।
    2. Anik Contributor says:
      amio to eta jani vai. but amr j5 e emon ta holo na.
  5. Anik Contributor says:
    by the way nice post
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      ধন্যবাদ।
  6. Woali Contributor says:
    কেউ সাহায্য করবেন প্লিজ,,
    আমার সেট সেমফনি w69q. এত পরিমান এড আসে এবং বিভিন্ন লেখা আসে।এগুলোর জন্য সেট ব্যবহারই করতে পারি না।reset মেরেছি তার পরও হচ্ছে।কি করব??
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      কোনো অ্যাড ব্লকার অ্যাপ ব্যবহার করতে পারেন। রুট থাকলে xposed module ব্যবহার করতে পারেন।
  7. Md. Mezbah Uddin Contributor says:
    vaiya Samsung Galaxy J2(6) root korar way ta bolben? Marshmallow 6.0.1
  8. Mk Sabbir Ahamed Contributor says:
    Vai,, amar symphony v32 root korar kisu way bolte parben??
  9. Rabby@go Contributor says:
    Hello…ভাই আমার একটা হেল্প চাই।। আমার মোবাইলে দুইটি সিম ধরে।কিন্তু নতুন সিম কিনার পর যেই অন হয়েছে।তারপর close লেখায় ক্লিক করি।এতে আমার একটা সিমের অপশান আসে।।।দুইটি সিম তুললেও একটি সিমের কাজ হয়।মানে ম্কিন এ একটি সিমের আইকন থাকে।।তো এটা ফিরিয়ে আনার উপায় যানা আছে আপনার।।প্লিজ হেল্প করেন।আর ফোন রিসেট দিয়েও হয়নি।।
  10. Dexar Dexon Contributor says:
    SamSung J2 কি পিসি ছাড়া রুট করা পসিবল

Leave a Reply