বেশীর ভাগ Android phone ব্যবহারকারী মোবাইল এর ব্যাকআপ নেওয়ার জন্য Titanium Backup অ্যাপ টা ব্যবহার করে। Titanium Backup শুধুমাত্র Root করা Phone এ কাজ করলেও এর ১০ লাখেরও বেশী ব্যবহারকারী রয়েছে।
Titanium Backup আপনি Play Store থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। Free version এই আপনি প্রায় সব ধরণের সুবিধা পেয়ে যাবেন তবে Pro Version এ আরো বেশী সুবিধা আছে যেমন:আপনি চাইলে আপনার ফোন এর সব ব্যাকআপ আপনার Google Drive এ সেভ করে রাখতে পারবেন।এরকম আরো অনেক সুবিধা পাবেন।
তো আর বেশি কিছু বলব না। সরাসরি কাজে চলে আসি। Titanium Backup হ্যাক করতে আপনার যা যা লাগবে
#Rooted Phone
#Titanium Backup (available in play store)
#Lucky Patcher
সবার সুবিধার জন্য আমি অ্যাপ ২টাকে Zip করে আপলোড দিয়েছি। নিচের লিংক থেকে সেটা ডাউনলোড করে নিন।
আপনি চাইলে App গুলা আলাদাভাবে ডাউনলোড করতে পারেন
তো ডাউনলোড করা হয়ে গেলে zip ফাইলটা Archive করুন।নিচের মতো ২টা Apps দেখবেন।
অ্যাপ দুইটা install করুন।
এখন আপনার মোবাইল এ অ্যাপ দুইটা ইন্সটল হয়ে গেছে। তো চলুন হ্যাক করি।
হ্যাক করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই Pro version এর দাম কত।
5.99$ মানি প্রায় ৫০০ টাকা। ৫০০ টাকার জিনিস আপনি একদম ফ্রিতে পাবার জন্য নিচের স্টেপগুলা ফলো করুন।
# Lucky Patcher ওপেন করুন।
# Titanium Backup সিলেক্ট করুন।
#Menu of Patches এ ক্লিক করুন
#Custom Patch এ ক্লিক করুন
#Apply এ ক্লিক করুন।
কিছুক্ষণ Loading হবে।
তারপর Launch এ ক্লিক করুন।
এখন দেখুন আপনার Account Pro version হয়ে গেছে।
অনেকে Titanium Backup ব্যাবহার করতে জানেন না। যদি কারও এরকম সমস্যা থাকে তাহলে কমেন্টে জানান আমি এ বিষয়ে একটা পোস্ট করব ইনশাল্লাহ।
Lucky Patcher আপডেট দেন তাহলে নতুন Patch গুলা ডাউনলোড হয়ে যাবে।